![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কংকালের পাহারাদার
রবিন্দ্রনাথ অনেক আগে বলেছিলেন- সাড়ে সাত কোটি মানুষেরে হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। ৭২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশে ফিরে এই কবিতায় একটি লাইন সংযোজন করেন। হে কবি দেখে যাও তোমার বাঙালি আজ মানুষ হয়েছে। কিন্তু আসলেই কি আমরা মানুষ হয়েছি? শাহাবাগের এই কান্ড কি আমাদের মানুষ বলে পরিচয় দেয়? আমরা আসলে পশু হয়েছি, ক্ষুধার্ত নেকড়ের দল যেমন মেষ শাবকের উপর হামলে পরে আমরাও হামলে পরি নারীর উপর। হে জাতির জনক তুমি আমাদের স্বাধীনতা দিয়েছ ঠিকই কিন্তু মানুষ করে যেতে পারনি। তোমার স্বপ্নের বাঙালি হয়েই ৭৫ এ তোমাকে মেরেছি, মেরেছি জাতির স্রেষ্ঠ সন্তানদের, সেই আমরাই এখনো হামলে পরি, রাস্তায় রক্তগঙ্গা বহাই। তোমার কথা তুমি ফিরিয়ে নাও শেখ মুজিব, আমরা এখনো বাঙালিই রয়েছি মানুষ হইনি
©somewhere in net ltd.