নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ছবি

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬



অতঃপর ক্ষুধার্ত শিশুটি ক্যামেরাবন্দী হলো,
অসমাপ্ত ছবিটি ফ্রেমবন্দী হয়ে চলে গেল
আর্ট গ্যালারী অথবা সুসজ্জিত ছবির দোকানে,
দিস্তা দিস্তা কাগুজে টাকায়
বিক্রি হলো খুব,
সুসজ্জিত দোকান থেকে ছবি চলে গেলো
মর্যাদাপূর্ণ ড্রয়িং রুমে , জমকালো আসবাবের
পেছনের রঙিন দেয়ালে।
সম্ভ্রান্ত খাবার টেবিল থেকে গন্ধ ছোটে খুব
আস্ত মুরগির রোস্ট , চিনিগুড়া চালের সুগন্ধি পোলাওয়ের সুগন্ধ
বাতাসে ভেসে বেড়ায় ফ্রেমবন্দী শিশুটির আশেপাশে।

সভা - সেমিনার , জলযোগ - চা সিগারেট , ধোঁয়ার কুন্ডলী
গরদের পাঞ্জাবি আর তামাকের পাইপে আলোচনা ,
বড় বড় বুলি,
থুথুতে ভেজা মাউথ স্পিকার আর
প্যাকেট প্যাকেট বিরিয়ানী!

সবচে নিরাপদ আবদ্ধ ভূমি থেকে ভূমিষ্ট হওয়ার
গুরতর অপরাধে
অশ্রু ঝড়ালো কিছু মানুষ, কিছু কবি নিমেষেই পেয়ে গেল
কবিতার খাদ্য , রাইটার্স ব্লকে আক্রান্ত লিখিয়েরা
খুঁজে পেলো আবেগের কালি ;
কিন্তু শিশুটির অবস্থান আর অবস্থার
কোনই হেরফের হলো না তাতে।
কেবল বুকের হাড় অতিমাত্রায় দৃশ্যমান হয়,
কমতে থাকে পিঠ আর পেটের শারীরিক ব্যবধান,
এভাবেই রুপালী কোন এক রাতে
চাঁদের আলো চমৎকার ভাবে
উপভোগ্য হওয়ার আগেই মারা গেলো অভুক্ত শিশুটি।
ঠিক সেই মূহুর্তে
পর্নো সাইটে কমোড ভেজালো
কয়েকজন যুবক।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: প্রতিদিন বিশ্বে বহু লোক না খেয়ে থাকে। অথচ প্রভু পৃথিবীর সব মানুষের খাবারের ব্যবস্থা করে রেখেছেন। মানুষ সমান বন্টন করে নি।

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার বলেছেন রাজীব ভাই।
ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

জগতারন বলেছেন:
বড় কুটুম;
কবিতা ভালো লাগিল।
প্রীতি জানিবেন।

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি কুটুম হলুম কবে !!
যাইহোক মন্তব্যে ধন্যবাদ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

ইসিয়াক বলেছেন: বলার ভাষা নেই।
অবিরাম ভালো লাগা ।

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই।
ভাষাহীন আবেগ বুঝে নিলাম। ভালো থাকবেন।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

ইসিয়াক বলেছেন: মন্তব্য করতে এসে কবিতা লিখে ফেললাম
ভাবছি রাতে পোষ্ট দেব । এতো কষ্ট লাগলো ।
মুগ্ধতা কবি আপনার কবিতায়।

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অশেষ ধন্যবাদ। আপনার কবিতার জন্য অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন। শুভকামনা।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

মলাসইলমুইনা বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,

স্বপ্নের সোভিয়েত দেশ ছেড়ে কঠিন পৃথিবীর কথা বলেনতো কবিতায় ! কবিতার প্রথমের দিকটা খুবই গোছানো আর ভালো লাগলো শেষের দিকের চেয়ে । সুন্দর ।

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষের দিক নিয়ে আরো একটু ভাববো তাহলে আবার ।
মন্তব্যে ভালো লাগা জানবেন। রঙিন সোভিয়েত আবার ফিরে আসবে শিগ্রী। ভালো থাকবেন।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: লেখার চেয়ে ছবি বেশি আঘাত করলো মনে। কত শিশু এভাবে না খেয়ে খেয়ে মারা যাচ্ছে এই পৃথিবীতে!
বানান ঠিক করে দিন - সবচে।
দেখুন তো এভাবে হলে কেমন লাগতোঃ
এভাবেই কোন এক রুপালী এক রাতে <<< এভাবেই রুপালী কোন এক রাতে
রাইটার্স ব্লকে আক্রান্ত লিখিয়েরা
খুঁজে পেলো কলমের কালি <<<<
রাইটার্স ব্লকে আক্রান্ত সাহিত্যিকরা
খুঁজে পেলো আবেগের কালি

ভালো থাকুন সব সময়।

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি আপনাদের কাছে এটাই চেয়েছি। লেখা পরিমার্জন, সংশোধন । আমি আপনার মন্তব্যে সানন্দে গ্রহন করলাম। রুপালী রাতের লাইনটা আমার কাছেও কেমন যেন লেগেছিল । তবে লিখিয়েটা রাখতে চাই আর কলেমর কালি হবে আবেগের কালি ।
আবারো বলি মন্তব্যে অনুপ্রাণিত । ভাল থাকবেন ।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

হাবিব বলেছেন: কেউ খাবার হজমের জন্য দৌড়ায় আবার কেউ খাবার সংগ্রহের জন্য। অদ্ভুত!!

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অদ্ভুত । সত্যিই অদ্ভুত ।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




প্রথমাংশ সুন্দর।

যে লাইনটিতে খটকা লেগেছিলো তা নীল আকাশ শুধরে দিয়েছেন সঠিক ভাবে - এভাবেই রুপালী কোন এক রাতে

মানুষের নিদারুন দুঃখের কাহিনীগুলো এভাবেই অসমাপ্ত থেকে যায়!

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি আপ্লুত স্যার। লাইন ঠিক করে দিয়েছি। এই লেখা সময় নিলে লেখা। পুরনো, আজ আবার পরিমার্জিত করে পুনরায় পোস্ট দিয়েছি। আরো কিছু বদলাতে হলে বলুন।
ধন্যবাদ জানবেন স্যার। শুভ কামনা ।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০০

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন । শুভেচ্ছা ।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৬

নীল আকাশ বলেছেন: আমার গুরু তো বলেই দিয়েছেন আমার কথা।
আমি সব সময় ঠিক এই কাজটাই করি। কেউ কেউ সেটা ভালো ভাবে নেয় না। আপ্নি নিয়েছেন সেজন্য ধন্যবাদ।
পারলে এভাবেই বাকিদেরও যখন পারবেন সাহায্য করবেন। এতে সবারই উপকার হবে।
শুভ রাত্রী।

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিনশেষে উপকার হবে বলে মনে করি। এই ধরণের সহযোগিতা সব সময় আশা করবো। ধন্যবাদ আবারো।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৯

বলেছেন: স্বপ্নবাজ,
কবিতার শ্লোকে তুলে নিয়ে আসলেন হাজারো না বলা কথা
অজস্র আর্তনাদ আর হাহাকারের প্রতিধ্বনি।।।
এটি এমনি একটি বোধের কবিতা,

বেঁচে থাকুক আপনার সৃষ্টি।।।

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সীমাহীন হাহাকার অসমাপ্ত ছবি হয়ে বেঁচে থাকে।
অফুরন্ত অনুপ্রেরণাদায়ী মন্তব্য , লেখার সাহস যোগায়। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চমৎকার বলেছেন রাজীব ভাই।
ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনিও ভালো থাকবেন।

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ কামনা।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাপরে!বাপ যেমন ভাবনা!!
বহুদিন পর সুকান্ত ভট্টাচার্য ঘরানার একটা কবিতা পড়লাম। ছবিটির মত ততোধিক আবেগময় কথা গুলিও। কাব্যে ভালোলাগা++

শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুকান্ত ভট্টাচার্য !! কি একটা নাম জুড়লেন মন্তব্যে।
ভালো থাকবেন আপনি। মন্তব্যে প্রেরণা।

১৪| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৫১

অরূপ রতন আচার্য্য বলেছেন: সুন্দর লিখা।

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা পাঠে আর ভালো লাগায় অনেক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.