নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
১.
লোকাল বাসের পিছে বসে রমিজ সিগারেট টানছে । সামনের সিটে বসে দুই মহিলা , কোলে বাচ্চা। খক করে এক দলা থুথু ফেললো জানলা দিয়ে.... শালা , কুত্তা ! কাকে গালি দিল কে জানে। বাচ্চা তার দিকে চেয়ে হাসে , মায়ের কাঁধে ভর দিয়ে তাকায় । কথা বলা শিখেনি। রমিজ সিগারেটের ধোঁয়া ফুস করে ছেড়ে দিল বাচ্চাটির মুখে।বাচ্চাটি চোখ পিটপিট করে। চোখে কাজল , কপালে বড় কাজলের টিপ। বাচ্চাটি হা করে আছে , জিহ্বা সামনে বেরোনো। রমিজের ইচ্ছে হচ্ছে জ্বলন্ত সিগারেট দিয়ে জিহ্বায় ছেকা দিতে । আরেক দলা থুথু ফেললো রাস্তায় , লুঙ্গিতে নাক মুছলো । তাড়াহুড়া করে বাস থেকে নামলো সূত্রাপুরের আগে। বাচ্চাটা কাঁদছে , চিৎকার করে কাঁদছে। বাচ্চাটির জিহ্বায় দগদগে পোড়া দাগ।
রাস্তার পাশে ড্রেনের ভেতর লুঙ্গি তুলে প্রস্রাব করতে বসলো রমিজ । ছরছর করে শব্দে হচ্ছে। ড্রেনের ভেতরের কীট পোকামাকড় গুলো কিলবিল করছে। প্রস্রাবের গতি বাড়িয়ে দিল রমিজ । শেষ ফোঁটাটা লুঙ্গিতে মুছে উঠে দাঁড়াল। মাজাটা ব্যাথা করছে। এই কয়দিন ধকল গেছে খুব। আরেক দলা থুথু ফেললো রমিজ। মুখ বাঁকা করে অশ্লীল একটা গালি দিল --- ।
ময়নার মা খুব দেমাগী মা** ।রাস্তার ওষুধে আর কাজ হয় না। ডবল ডোজ নিয়েই আকাম হল। গলা চেপে ধরতেই মা* বেহুঁশ । আর কোন সারা শব্দ নেই , নড়াচড়া নেই। শ্বাস প্রশ্বাস বন্ধ। রমিজ বুঝলো মারা গেছে। লুঙ্গি পড়েই দৌড় দিয়েছে সে।
কয়েকদিন পর একটা লাশ পাওয়া গেল পরিত্যক্ত বাড়ির খুপরি ঘরে। মহিলার লাশ। নাম শরীফা। বিবাহিত , ময়না নাম একটা বাচ্চা আছে তার। তদন্ত চলছে।
এইসবে রমিজের কোন অনুশোচনা নাই। বরং আনন্দ আছে , মজা আছে। জীবনটায় ঘেন্না ধরে গেছে তার।
২.
রেল লাইন পাড় হয়ে বাবার হাত ধরে বাড়ির পথে যাচ্ছে ছেলেটি। ছোট্ট ছেলের মুখে অনেক প্রশ্ন। একের পর এক বাবাকে প্রশ্ন করে। বাবাও আগ্রহ নিয়ে প্রশ্নের উত্তর দেয়।ইচ্ছে করলেই তারা রিকশা নিতে পারে , কিন্তু ছেলেটা নেবে না। হেঁটে গেলে হাঁটতে হাঁটতে কথা বলা যাবে , সময় পাওয়া যাবে। ছেলেটি বাবাকে জিজ্ঞেস করে , ''আচ্ছা বাবা সবাই ভালো হয় না কেন ?'' বাবা চুপ করে থেকে ছেলে উল্টা প্রশ্ন করেন , ''আচ্ছা তুমিই বলো - সবাই খারাপ হয় না কেন ?''
প্রশ্ন শুনে ছেলেটি বাবার মুখের দিকে তাকায়। বাবা মিটিমিটি হাসেন। ছেলেটি ভাবে , থাক। আরেকটু বড় হলে ঠিক জেনে যাবে। তখন এই উত্তর বাবাকে দেবে।
আঁধার নেমে আসছে ,অন্ধকার হচ্ছে চারপাশ। রাস্তার শেষ প্রান্তের বাড়িতে আলো জ্বলে উঠলো , আলোকিত হয়ে উঠলো । এটা ওদের বাড়ি। অন্ধকারেই আলো চেনা যায়।
ছেলেটা বাবার মুখের দিকে চেয়ে মিটিমিটি হাসে। উত্তরটা সম্ভবত সে পেয়ে গেছে।
ছবিঃ ইন্টারনেট
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ স্যার। লেখার চেষ্টা মাত্র। ভালো থাকবেন।
২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্প জীবনের প্রতিচ্ছবি :
খুব সুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের আনাচে কানাচে আলো অন্ধকার খেলা করে। ধন্যবাদ আপনাকে।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
হাবিব বলেছেন: বয়ে চলুক জীবন নদী শত ব্যস্ততায়
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই, এইটাই জীবন। ভালো থাকবেন ।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ''আচ্ছা তুমিই বলো - সবাই খারাপ হয় না কেন ?''
...............................................................................
চমৎকার কথা, কথার পিঠে কথা
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাবার হাত ধরে হেঁটে যাওয়া ছেলেটাকে আমি চিনি ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: ইহার নাম জীবন। প্রবাহমান জীবনের উত্থান-পতন নিয়েই চলমান কাহিনীতে ভালো লাগে।
তবে আপনি উল্লেখ না করলেও রমিজের সূত্র ধরে পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম...
শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবাক হলাম! রমিজের সূত্র ধরে পরবর্তী পর্বে...... ধরলেন কিভাবে? �
অনেক ধন্যবাদ মন্তব্যে। অনুপ্রাণিত হলাম । ভালো থাকবেন ।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: বাস্তব জীবন ফুটে উঠেছে।
পোষ্টের সাথে ছবিটা চমতকার।
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই ছবিরও একটা গল্প আছে । ভালো থাকবেন রাজীব ভাই ।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
কিরমানী লিটন বলেছেন: বা্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন - চমৎকার.....
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার, কবি।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
তেমন সুবিধে হয়নি, এগুলো এক ধরণের প্রচেষ্টা যা গল্প হিসেবে মনে থাকবে না
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক গল্প না স্যার। ঐ যে বললেন প্রচেষ্টা ঐটাই সই। মন্তব্যে অনুপ্রাণিত হবার রসদ কুড়িয়ে নিলাম । ভবিষ্যতে কাজে লাগবে । ধন্যবাদ জানবেন শ্রদ্ধা রইল ।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক অব্যক্ত কথা ব্যক্ত হওয়ার প্রতিধ্বনি দেখা যাচ্ছে লেখাটিতে
খারাপের মধ্যেও ভাল কিছু থাকতে পারে তবে তা দেখার জন্য
চোখের মত চোখ থাকা চাই যেমন আধার আছে বলেই
আলো চিনা যায় । আঁধারেরো রূপ আছে ।
শুভেচ্ছা রইল ।
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার গল্প আগায় কিংবা বলতে পারেন সাজাতে পারিনা। গল্পটা দীর্ঘ করা যেত, কিন্তু ঠিক ইচ্ছা হলো না।
প্রথম অংশটা হুট করে শেষ করে ফেললাম ।
অন্ধকার আছেই বলেই আলো চেনা যায়। খারাপ মানুষের মাঝে ভালো। মন্তব্যে ভালা লাগা জানবেন । শ্রদ্ধা রইল ।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
এটা শুধু গল্প নয়, আমি বলবো: সময়ের অনুবাদ!
ভালো লাগা রেখে গেলাম-
২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুদূর আকাশের ডানা মেলা চিল আকাশ থেকে সব দেখে। একদিন চিলের গল্প হবে। ধন্যবাদ নিন। শুভ কামনা ।
১১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪
রূপম রিজওয়ান বলেছেন: খুব বাস্তবধর্মী এবং জীবনমুখী গল্প। বর্ণনার ভঙ্গিটাও চমৎকার লেগেছে। মুগ্ধতা++
২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার মুগ্ধতা আমাকে আলোড়িত করলো। ভালো থাকবেন।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২
নুরহোসেন নুর বলেছেন: সমাজে কুকুরের মত অমানুষ ঘুরে বেড়ায়।
আমরা দেখি তাদের দ্বারা আক্রান্ত হই,
ভুলে যাই।
জ্ঞানীরা লিখে রাখেন, ভুল সংশোধনের রসদ হিসেবে।
পাঠকের ভালবাসা জানবেন প্রিয় ভাই।
২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার বলেছেন । মন্তব্যে অশেষ ভালোবাসা । ভাল থাকবেন।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
শেষেরটা ভালো লেগেছে তার ফিলোসোফিকাল বক্তব্যের কারনে।
লুঙ্গি পড়া রমিজরা বাস্তবেরই ছবি।
২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো । ভালো থাকবেন আপনি । রমিজকে নিয়ে আবার গল্প হবে , উঠে আসবে বাস্তবের ছবি। বাচ্চা ছেলেটিও ফিরে আসবে, নিকষ অন্ধকারের মধ্যে আলো হয়ে । ধন্যবাদ নিন।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২
মেহরাব হাসান খান বলেছেন: ছেলেটা কি বুঝতে পারলো? আমি ভাবলাম, কিছুই পেলাম না। সাহায্য করুন, নইলে মাথায় পোকার মত যন্ত্রণা দিবে?
২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছেলেটি অন্ধকারে আলো দেখতে পেলো। অন্ধকার আছে বলেই আলো চেনা যায়। খারাপের মধ্যেই ভালো।
ভালো থাকবেন আপনি ।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
জাহিদ হাসান বলেছেন: ব্লগডে-তে আপনাকে পাবো?
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
সময়ের গল্প কথা। এটাই বাস্তব। এটাই বাস্তবতা।