নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন অঞ্জন দত্ত!

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫



১.
দার্জিলিঙের রাস্তায় কখনো হাঁটা হয়নি । রডনস্ট্রিট , গোড়িয়াহাটার মোড়, বউ বাজার, ধর্মতলা কিংবা ছত্রিশ চৌরঙ্গী লেন। না কোন কিছুই দেখিনি , যাওয়া হয়নি। 'ছত্রিশ চৌরঙ্গী লেন' নামে একটা ক্যাফে দেয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। ইচ্ছাটা আদৌ মরেনি। ঐ জায়গাগুলো একবারেই অচেনা । ছোটবেলায় একবার কোলকাতা গিয়েছিলাম। পার্ক সার্কাস এর সৈয়দ শামসুল হুদা রোডে উঠেছিলাম। সৈয়দ শামসুল হুদা আমার বড় ফুফার নাম। ঐ রোডটা উনার নামে নামকরণ ।
কোলকাতা চেনার দৌড় আমার এই টুকুই। কিন্তু ঐ শহরের রাস্তাঘাট গুলো অনেক বেশি চেনা মনে হয়। ঐ শহরের কোন এক ফুটপাতে দাঁড়িয়ে আলতাফ ফকিরের বাঁশি বাজায়। বুড়ো জেরেমির বেহালার সুর ভেসে আসে রডনস্ট্রিটের পোড়ো বাড়িটা থেকে। চৌধুরীদের একুশতলায় মদের আসর বসে।
দার্জিলিঙের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পৌঁছে যাওয়া যায় কাঞ্চনজঙ্ঘায়। ঐ শহরে হাঁটতে হাঁটতে বাদল সরকারের মিছিলে হারিয়ে যাওয়া, লুকিয়ে পড়া 'লাল বই' , নকশাল অন্দোলন কিংবা মৃনাল সেনের সিনেমা। বড় বেশি পরিচিত ।
এই হেঁটে চলা দেশের সীমানা ছাড়ায়। টেক্সাসে তোপসে মাছের ফ্রাই, ম্যানহাটনের কোন বারে বসে চিঠি লেখা যায় কিংবা ঐ বার্লিনের দেয়ালটা কেনই বা ভাঙা হলো। সবই কেমন পরিচিত । ভেসে উঠে আমার জানালায়। কৈশরে এই জানলাটা দিয়েছিল অঞ্জন দত্ত । অঞ্জন দত্ত ই আমার জানালা।

"মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পার
মেক্সিকোতে বসে বাজানো যায় গীটার
কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী।"

আমার জানালায় দেখা সেই ছোটবেলার বেলা বোস , প্রথম ঠোটস্থ ফোন নম্বর । দাস কেবিনে বসে এককাপ চায়ে পৌনে তিন ঘন্টা কাটিয়ে দেয়ার ইচ্ছা । প্রবল প্রেমে পড়ার ইচ্ছা , বারান্দায় দাঁড়ানো রঞ্জনা, একদিন বৃষ্টিতে বিকেলে দুজনার অভিমান আর বৃষ্টির ছাঁটে মিশে যাওয়া ঝম ঝম চোখের জল। ঝাপসা এই শহরে হঠাৎ খুঁজে পেতাম বাঁচার মানে আর শহরের অলি গলি পাকস্থলীর ভেতর গুমড়ে কেঁদে ওঠার শব্দ ঠিকই ভেসে আসতো।
একেকটা দিন চলে যাওয়া দীর্ঘশ্বাস, বয়স বেড়ে যাওয়ার দীর্ঘশ্বাস আর প্রচন্ড মধ্যবিত্ত সেন্টিমেন্টাল নিয়ে বেঁচে আছি আজো ।

আজ অঞ্জন দত্তের জন্মদিন । ইচ্ছে হয় কবীর সুমনের মত বলি--
"চলো অঞ্জন ছুটিতে দার্জিলিং এ
টেলেগ্রাফ এর তারেই নাচুক ফিঙে
ছেলেবেলা তার ছন্দেই একাকার
চলো অঞ্জন গীটারটা দরকার।"

শুভ জন্মদিন ।


২.
অঞ্জন এই চিঠিটা লিখছি তোমায়,
একটা লোকাল বাসের ভীড়ে বসে সকাল নটায়
সামনে দুটো সিগন্যাল , আবার ভীষণ জ্যাম
আবার সেই একঘেয়ে অফিস

আজ অনেক কিছুই বলতে চাইছি তোমায়,
বসে এই সুদূর ঢাকায়,
রোজকার সেই একঘেয়ে মিথ্যে কথা নয়,
ঠিক মনের ভেতর থেকে

ইচ্ছে করছে বলতে , কেন কাঁদছে আমার মন?
কি করছে তোমার কলকাতা এখন
কিন্তু বাসটাও বড়ই ছোট ভেতরে অনেক ভীড়,
আর মোবাইলটাও কাঁপছে ভীষণ.....

আমি জানি তুমি লোকটা সুবিধের নও,
সব ছেড়েছুড়ে বেড়াও ঘুরে বিদেশ-বিভূঁই..
তবু লেখাটা আজ আমি পোস্ট করবই
বাস থেকে নামার আগে.....

ইচ্ছে ছিল লেখার তোমায় অনেক কথা
বড়সড় মানেওয়ালা কবিতা..
কিন্তু ঘন্টাখানেক ধরে শুধু একটাই কথা লিখেছি -
Happy Birthday to you........

---------‐----------------
স্ত্রী ছন্দার সাথে অঞ্জন দত্ত।

আজ প্রিয় অঞ্জন দত্তের জন্মদিন। গান শোনার শুরু এখান থেকেই। ওপরের লেখাটা অঞ্জন দত্ত 'happy birthday' গানের অনুকরণে লেখা। অঞ্জন দত্ত লিখেছিলো ম্যানহাটন বারে বসে 'ছন্দা' কে।

৩.
অঞ্জন দত্তের জন্ম হয় ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি। ‘দার্জিলিংয়ের রাস্তা’ গান গাওয়া মানুষ টি বেড়ে উঠেছিলেন দার্জিলিংয়েরই রাস্তায়। সেখানকার পাহাড়ের ধারে তাঁর স্কুল সেইন্ট পল। ২০১৩ সালে শৈশবস্মৃতির নিয়ে তিনি ‘দার্জিলিংয়ের রাস্তা’ সিনেমাটি নির্মাণ করেন । তিনি নিজেই বলেন, সিনেমাটি তার গল্পই বলে ।

অঞ্জন দত্ত একাধারে চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, গায়ক, অভিনেতা, সাংবাদিক। তিনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন আর্ট ফিল্মের ধারাতেই, তাই একসময় কাজের অভাবের কারণে তাকে কলকাতাভিত্তিক দৈনিক ‘দ্য স্টেটসম্যান’ এ সাংবাদিকের কাজ নিতে হয়।


‘অন্তরীন’ সিনেমায় অঞ্জন দত্ত।

দিনশেষে অঞ্জন দত্ত বলেন ,
‘গান গেয়ে আমার নামডাক হয়েছে। গান গেয়ে মানুষের সবচেয়ে বেশি কাছে এসেছি, ভালোবাসা পেয়েছি। কিন্তু সত্যি কথা হলো, জীবনে যা হতে চেয়েছি, তা হতে পারিনি। সত্যি এ জীবনে আমি ভালো অভিনেতা হতে চেয়েছি। কিন্তু তা হতে পারিনি।’

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গানে, গল্পে, কবিতায়, উপন্যাসে কলকাতার কত কিছু আমরা চিনি কিন্তু বাস্তবে দেখা হয়নি , যাওয়া হয়নি।++++++

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অঞ্জন দত্ত সবকিছু দেখিয়েছেন।
ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ছাত্রজীবন থেকে যাদের গান আজো পর্যন্ত শুনে আসছি তাদের একজন এই অঞ্জন।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১৯৯৩ সালে কবীর সুমন ক্লাস ফাইভে থাকতে 'তোমাকে চাই' শুনেছিলাম। সেই থেকেই বাংলা গান শোনা শুরু।
অঞ্জন দত্তের 'শুনতে কি চাও ?' অ্যালবামের 2441139 শুনলাম ১৯৯৪ সালে। এর বাইরে নচিকেতা। ক্লাস ফাইভ সিক্সের একটা ছেলে সুমন , অঞ্জন , নচিকেতার কি বুঝতো কে জানে ?

ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক শুনেছি তার গান

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেই ক্লাস সিক্স থেকে আপু !

ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৪

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল লেখাটি
শুভ জন্মদিন প্রিয় শিল্পী।
ইদানিং অঞ্জন দত্তের ছবিগুলো মাঝে মাঝে দেখার ঝোঁক হয়েছে
প্রায় ঘুরে ফিরে দেখছি।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুনুন আর দেখুন। মৃনাল সেনের মহাপৃথিবী দেখতে পারেন।
অঞ্জন দত্ত অভিনীত শেষ সিনেমা দেখেছি 'সাহেব বিবি গোলাম।'

ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন:





শুভ জন্ম দিন প্রিয় শিল্পী।
বেঁচে থাকুন সকলের ভালো লাগা ও ভালোবাসায়।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রিয় শিল্পীর জন্য আপনার ভালোবাসা পৌঁছে যাক। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬

মোল্লা সাদরা বলেছেন: জন্মের পঞ্চাশ বৎসর পার হইয়া যাইবার পরেও আমার স্বদেশ ইহার মতো একজন গীতিকার - সুরকার - গায়কের জন্ম দিতে পারিলো না বলিয়া দুঃখ লাগে। নতুবা এই ভদ্রলোকের কাছে ঋণী তো আমরা কম নই। জন্মদিনের শুভেচ্ছা প্রিয় সব্যসাচী শিল্পীকে। মঙ্গল হউক! :)

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যি কথা বলি শুনুন। বাংলাদেশে অনেক গুণী শিল্পী আছেন। কিন্তু কেউ আমাকে টানতে পারেনি। বাড়িতে রবীন্দ্রনাথ বাজতো , নজরুল বাজতো , দেশাত্মবোধক বাজতো কিন্তু এর বাইরে কোন গান বাজেনি। হুট্ করেই সুমন শোনা , তারপর অঞ্জন , নচিকেতা। এইগুলো শুনতে শুনতে বাংলা ব্যান্ডের কিছু গান ভালো লেগে গেলো। কিছু বাংলা ব্যান্ড ভীষণ ভালো লেগে গেলো।

এই ভদ্রলোকের কাছে ভীষণ ঋণী ! আসলেই।
আর হ্যা উনার সিনেমা আর অভিনয়ের কথা না হয় বাদ ই দিলাম। তাহলে আরেকটি পোস্ট দিতে হবে।
ভালো থাকবেন। আপনার চমকপ্ৰদ পোস্ট এর অপেক্ষায় রইলাম। শুভ ব্লগিং।

৭| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন অঞ্জন দত্ত। বিনম্র শ্রদ্ধা ।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় শিল্পীর কাছে ভালোবাসা আর শ্রদ্ধা পৌঁছে যাক। ভালো থাকবেন।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

জোবাইর বলেছেন: পুরানো সব শিল্পী ও গীতিকারদের কথা ও সুরের প্রভাব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা ও সুরে জীবনমূখী গান সৃষ্টি করে অঞ্জন দত্ত ও নচিকেতা বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন। শুভ জন্মদিন অঞ্জন দত্ত!
শিল্পীর জন্মদিনে চমৎকার এই পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভিন্ন মাত্রা ছিল বলেই আমাদের আকর্ষণ করেছিল। চিরাচরিত আমি তুমির বাইরে একটা কিছু ছিল তাই প্রবল ভাবে টানতো ! মধ্যবিত্ত সেন্টিমেন্টাল , ফেলে আসা দিনের আক্ষেপ আর ভীষণ স্বপ্ন দেখানো কথা গুলো একজন ক্লাস সিক্সে পড়া ছেলেকে মায়ায় জড়িয়েছিল। সেই মায়া এখনো কাটেনি।

ধন্যবাদ জোবাইর ভাই। অনেকদিন পরে আপনি। ভালো থাকবেন।

৯| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৬

হাইজেনবার্গ ০৬ বলেছেন: কলকাতা গিয়ে দেখি সবাই হিন্দিতে কথা বলে। অনেক বিরক্ত লাগতো। কই বাংলায় কথা কইবো না, সব স্লা হিন্দি কয়। আমার প্রথম কাজ ছিল পার্ক স্ট্রীট গিয়া নতুন ক্যাসেট আর কলেজ স্ট্রীট গিয়া লিটল ম্যাগ কিনা। সুনিল,মজুমদার,বসুদের বইয়ে পড়া নামের জায়গায় হুদাই এক ষ্টেশান থেকে অন্য ষ্টেশান যাই।মাধবীলতা খুজি।পোস্ট পইড়া নস্টালজিক হয়া গেলাম হঠাৎ।

পোস্ট ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি ক্লাস সেভেনে থাকতে কোলকাতা গিয়েছিলাম। ওই একবারই যাওয়া। ভেবেছিলাম কোলকাতা গেলেই অঞ্জন আর সুমনের দেখা পাবো। হা হা হা।
কলকাতা গিয়ে অনেক কমিক্স কিনে ছিলাম। আনন্দমেলা পত্রিকাতে টিনটিন পরে ভক্ত হয়ে গেছিলাম। রাশিয়ান বই , টিনটিন , নন্টে ফন্টে , চাচা চৌধুরী !! একগাদা বই।

নস্টালজিক হয়ে গেছেন তো ! যাক পোস্ট সার্থক। ভালো থাকবেন। কলকাতা গেলে জানাবেন। কিছু রাশিয়ান বই আনতে বলবো।

১০| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০২

শেরজা তপন বলেছেন: অন্ন্জন দত্তের জন্মদিনে অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা।
গায়ক, মিউজিক কম্পোজার, অভিনেতা, নির্মাতা, উপস্থাপনা সবকিছু তার ভাল লাগে আমার।
আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য

২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় গায়ক , অভিনেতা, পরিচালকের কাছে আপনার ভালোবাসা আর শ্রদ্ধা পৌঁছে যাক । ভালো থাকবেন।

১১| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা!
এরকম প্রতিবছর জন্মদিনে অঞ্জন নিয়ে দারুণ সব লেখা নিয়ে আসত আমাদের কবি জাহিদ অনিক।

শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবি জাহিদ অনিক এখন আর সময় পান না। :(
লেখা ভালো লাগা এবং মন্তব্যে ধন্যবাদ মনিরা আপা। ভালো থাকবেন।

১২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: অঞ্জন এঁর বেশ কয়েকটা মুভি দেখলাম। উনি অভিনয় ভালো করেন।

২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উনাকে দেখে আমার অভিনয় করতে ইচ্ছা করে। উনি ভালো অভিনয় করেন। ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.