নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ঘুম থেকে উঠেছি খুব সকালে। রাতে ঢাকা থেকে ফুফাতো ভাইয়েরা চলে এসেছে , আনন্দের শেষ নেই। চাচাতো , ফুফাতো ভাইদের সাথে আড্ডা চলছে বাড়ির উঠোনে। সকালের নাস্তা এখনো করিনি। রান্নাঘরে খোঁজ নিয়ে জানা গেল- আজ পরোটা, আলুভাজি আর সুজি। তবে নাস্তা নিয়ে আমাদের তেমন মাথা ব্যাথা নেই , আমাদের হুল্লোড় চললেই হলো।
হুট্ করে মেজ চাচা এসে হাজির। হাতে মিষ্টির প্যাকেট। আমি বললাম , কি মিষ্টি মেজচাচা ?
-রসগোল্লা !
আমাদের সবারই রসগোল্লা পছন্দ। ছোটোখাটো একটা শোরগোল হলো। সবার মুখে যেন রসগোল্লার রস এসে গেছে।
মেজ চাচা বলেন , ' দাঁড়া ! থাম। আগে বল খালি পেতে কে কয়টা রসগোল্লা খেতে পারবি ?'
আমার সবাই অবাক , ভাবছি - এ আবার কেমন প্রশ্ন !
রসগোল্লা গুনে খাইনি কখনো। মনে আছে একবার ১৬ তা খেয়েছিলাম। খালি পেতে অন্তত ১০ তা তো পারবোই। ভাবলাম বলেই দি ১০ টা ! তারপর ভাবলাম , না থাক। একেতে খালি পেট তারপর আবার মেজো চাচা। নিশ্চয় কিছু একটা আছে। মেজচাচার কথায় একটা 'ব্যাপার' থাকেই। খালি পেটে রসগোল্লা খেলে কি হয় কে জানে !
কেউ বললো , ৫ টা। কেউ ৭টা। কেউ ৩ টা।
মোটামুটি একটা প্রতিযোগিতা যেন! যেন আড্ডার এক নতুন আমেজ।
মেজচাচা বললেন , ' আরে থাম ! থাম !! তোরা খালি পেটে ১ টার বেশি রসগোল্লা খেতে পারবি না। '
বলে কি মেজ চাচা ! আমি তো এই মাত্রই বড়ফুফুর থেকে শুনে এলাম , খালিপেটে রসগোল্লা খেলে কোন সমস্যা হয় নাকি ? বড়ফুফু তো বললো অল্প খেলে সমস্যা নাই। বেশি খেলে একটু সমস্যা হতে পারে। তাহলে ৩/৪ টা খেলে নিশ্চয় সমস্যা হবার কথা না। আর মেজচাচা বলছে মাত্র ১ টা !
আমরা কেউ মানছি না। হৈচৈ করছি। মেজচাচা বললেন, 'আচ্ছা খা ! কে আগে খাবি শুরু কর। '
মেজচাচা রসগোল্লার প্যাকেট বাড়িয়ে দিলেন আমাদের দিকে।
৭টা খেতে চেয়েছিলো চাচাতো ভাই পরাগ। এসেই টুপ করে একটা রসগোল্লা মুখে পুড়ে গলদঃকরন করলো নিমেষেই। আরেকটা নিতে গেলেই মেজচাচা বলে উঠলেন , দাঁড়া ! থাম !! তোর কি আর 'খালিপেট' আছে ?
কিছুক্ষণের জন্য সবাই চুপ। স্তব্ধ। তারপর সবাই একসাথে হৈহৈ করে চিৎকার করে উঠলাম। কি মজা। কি মজা।
ভাবলাম , সামনের দিনগুলো বেশ আনন্দেই কাটবে।
তো প্রিয় পাঠক, আমি খালিপেটে কয়টা রসগোল্লা খেতে পারবেন?
চলবে....
পরবর্তী গল্পঃ শৈশবে নয়/ছয় এর হিসাব জানতাম না।
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ। তবে একটা প্রশ্ন ছিলো পোষ্টে।
খালিপেটে কয়টা কয়টা রসগোল্লা খেতে পারবেন আপনি?
২| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ পছন্দ ছিলো রসগোল্লা আমারও। এখনো আছে, মিষ্টি এখনো পছন্দ করি।
বাসায় মিষ্টি আসলে তখন একটুপর পর বাইরে থেকে ঘুরান্টি দিয়ে এসে টপাটপ কয়েকটা....। সেই অভ্যাস এখনো আছে।
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি সেইরকম মিষ্টিখোর। তবে খালিপেটে একটার বেশি পারিনি।
খালিপেটে কয়টা কয়টা রসগোল্লা খেতে পারবেন আপনি?
ধন্যবাদ আপনাকে।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ফেলা আসা রসগোল্লাময় শৈশব। +++
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন। তবে প্রশ্নটা এড়িয়ে গেছেন।
খালিপেটে কয়টা কয়টা রসগোল্লা খেতে পারবেন আপনি?
৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৬ টা খাওয়া কোন ব্যাপারনা।
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিন্তু ১ টা খাওয়ার পর নাকি খালিপেট থাকছে না? মেজচাচা তো তাই বললো।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মিষ্টি টপাটপ খেতাম এক সময়
এখন আর ইচ্ছেই হয় না মিষ্টি খাওয়ার
তবে দু এক পদ মিষ্টি আছে যা খেতে লোভ হয় । খেয়েও ফেলি
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খালিপেটে কয়টা রসগোল্লা খেতে পারবেন আপনি? সেটা আগে বলেন।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্পেই কওয়া আছে হাহাহাহা
একটা খেলেই পেট ভরে যাবে। আর খালি থাকবে না
একটাই খাওয়া যাবে খালি পেটে
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো যে দশ বলেনি তখন। একেবারে চুপ করে ছিলাম।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ বুঝলাম। একটার বেশি আপনিও পারবে না। হা হা হা
৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
রসগোল্লা একটা প্রেমের নাম।
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঢাকায় সবচেয়ে ভালো রসগোল্লা কোথায় পাওয়া যায়?
আমাদের এলাকার রসগোল্লা বেশ ভালো। ঢাকায় আসার সময় নিয়ে আসি।
৯| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
জুল ভার্ন বলেছেন: "খালি পেটে খাওয়া"- ধন্ধে ছেলে বেলায় যেমন নিজে পরেছি, তেমনি অন্যদেরও ফেলতাম
রসগোল্লা হলো আমার অত্যন্ত প্রিয় একটা মিঠাই। আমি দেশের যেকোনো শহর গঞ্জে যাই- আগে খোঁজ নেই ভালো রসগোল্লা কোথায় পাওয়া যায়। আমাদের দুই ছেলেও রসগোল্লার ভক্ত।
গত সপ্তাহে বরিশাল যেয়ে খোঁজ পেলাম ফজলুল হক এভিনিউয়ে মেহেন্দীগঞ্জ দই ঘর নামে একটা মিষ্টির দোকানের সুনাম। সত্যিই অসাধারণ সুস্বাদু রসগোল্লা এবং দধি। ডিনারের আগে আমি ৮ টা রসগোল্লা গপাগপ খেয়ে নেই। ডিনারের পর আরও ৮ খাই। দামে সস্তা, মানে ভালো। তাই ফেরার দিন ছেলেদের জন্যও নিয়ে এসেছি।
৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রসগোল্লা নিয়ে আর কি বলবো। রাজবাড়িতে গিয়ে খেয়েছিল ২৪ টাকা। ফুফাতো ভাইয়ের বরযাত্রী গিয়ে। দুপুর খাওয়ার আছে বলে আর খাইনি। এমন মজার রসগোল্লা কোথাও আর পাইনি।
ঢাকাতে ভালো রসগোল্লার কোথায় পাওয়া যায়?
১০| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি লেখককে জিজ্ঞেস করতে পারেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হামা ভাই!
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৪
নেওয়াজ আলি বলেছেন: ইস যদি শৈশবের সেই রসগোল্লাময় ফিরে আনা যেত এই বয়সে
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ্যাঁ ভাই সেটাই!
অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: নেত্রকোণায় এক ধরণের মিষ্টি আছে, বালিশ মিষ্টি নাম। একটা শেষ করতেই কয়েকজন লাগে। ছোটোখাটো রসগোল্লা মনে হয় ৫-৭ টা অনায়েসেই খাওয়া যায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাধারণত ১৮-২০ টাতে এক কেজি হয়। এক কেজি রসগোল্লা আমার কাছে কোন ব্যাপার না। শুধু খালি পেতে একটার বেশি পারি না !
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: আমি শৈশব টা বিলাসিতা করে কাটিয়েছিলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঢাকা শহরে ভালো রসগোল্লা কোথায় পাওয়া যাবে ?
১৪| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: ১ টা
১২ ই মে, ২০২২ বিকাল ৩:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি জানতাম আপনি পারবেন।
আপনার জন্য এক হাঁড়ি বরাদ্দ রইলো।
ভালো থাকবেন।
১৫| ১২ ই মে, ২০২২ বিকাল ৪:২৭
রানার ব্লগ বলেছেন: শৈশবের ডিসেম্বরের শেষ দশ দিন আমি খুব মিস করি ওটাই আমার শৈশব !!!! বাঁকি দিন গুলা আমায় টানে না, বীভৎস পরিক্ষা, রেজাল্ট খারাপের কারনে প্রতি তিন মাস অন্তর পিঠের ছাল তোলা, টিউশান টিচারের অকারনে অত্যাচার (নিজের ক্রেডিট শো করার জন্য আমার উপরে তার হাত জশ চলতো) । নানু মামাকে পাঠিয়ে দিতো স্কুলের পরিক্ষা শেষ হলে, বাড়ি যাওয়া, বাড়ির সবার সাথে আড্ডা মারা , শীতের রাতে মাথায় শিশির মাখা। জোনাকি দেখা। সকালে কলাই খেতে গিয়ে পায়ের শিশির মাখা বিকেলে কলাই খাওয়া । ধান কাটা (যদিও আমি পারতাম না কিন্তু ভান করতাম ) । এই দশ আর ফিরবে না ।
১২ ই মে, ২০২২ রাত ৮:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা ছুটি আহারে ছুটি!!
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষের জীবনের শ্রেষ্ট সময় শৈশব।