|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ছোট্ট ছেলেটি দেখতে দেখতে বড় হয়ে গেল। সে এখন 'আক্কুপুক' আর 'আক্কু'র পার্থক্য জানে।  সে এখন জানে আক্কপুকের পরেই আক্কুর আগমন। বস্তুত আক্কুপুকই আক্কুর আগমণ ধ্বনি।
রাশান রাজপুত্র কে নিয়ে অনেক অনেক লেখা জমা হয়ে আছে। আগের মত আর লেখা হয় না। এখন আমরা তিনজন ইফতার করতে বসি। আজান হয়ে গেলে বলে,  "বাবা..আল্লাহ ... আজান। মাম ... খাও।"
আজান না হওয়া পর্যন্ত ইফতার নিয়ে বসে থাকে! অদ্ভুত না! 
অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম। যখন রোজা রাখতে পারতাম না। বাড়ির উঠানে আমাদের ইফতারের আয়োজন চলতো। উঠানে পানি ছিটিয়ে ঝাড়ু দেয়া হতো , যাতে ধুলো না ওড়ে। এরপর মাদুর বিছিয়ে দিতাম। আমরা ভাইবোনেরা কেউ বসে থাকতাম না। কেউ মাদুর বিছায়, কেউ টিনের প্লেট সাজায়, কেউ রান্নাঘর থেকে ইফতার নিয়ে আসে, কেউ শরবতে চিনি গুলায়। এমন কি যার কোন কাজ ছিল না সেও বারবার রাস্তায় গিয়ে দেখে, ' বরফ নিয়ে এখনো আসছে না কেন?'
বেলী বরফ নিয়ে আসতো প্রায় ছুটতে ছুটতে। ইদরায় ঢুবিয়ে রাখা হতো তরবুজ আর ডাব। ঠান্ডা হওয়ার জন্য।  ঐগুলো পানি থেকে তোলার সময়ও আমাদের থাকা চাই। ইফতারের আগমুহুর্তে আমাদের কঠিন ব্যস্ততা। এরপর ইফতার সাজানো হলে বিছানো মাদুরে আমরা বসে পড়তাম। কড় গুনে দেখতাম প্লেটের সংখ্যা ঠিক আছে কিনা।
হ্যাঁ ঠিক আছে,  ২৩ টা! আর ২টা দাদা আর দাদীর তাঁরা তো মাদুরে বসতে পারবে না। দাদা জানালায় বসে আমাদের কাজকর্ম দেখতেন আর বলতেন, কুটি ভাআআই!
জ্বী দাদা?
আজ কয় রুজা?
১৩ টা দাদা।
তুমার কয়টা?
৩ টা দাদা।
আমরা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতাম । আজান হওয়ার জন্য। আজান না হওয়া ইফতারে হাতও দিতাম না। দূরে পাওয়ার হাউজ থেকে সাইরেন বেজে উঠতো। বোমা ফাটিয়েও সংকেত দিতো। দাদা বলতেন,  আগে আজান হোক। দূর থেকে আজান ভেসে আসতো। আমাদের অপেক্ষা শেষ হতো।
ছোটবেলার মত এখনো আমরা ইফতার নিয়ে অপেক্ষা করি। কেউ ছেলে নিয়ে, কেউ মেয়ে নিয়ে, কেউ ছেলেমেয়ে নিয়ে। কিন্তু ছোটবেলার উঠানের সেই অপেক্ষাটা অন্যরকম ছিলো। আমাদের অপেক্ষায় আর দাদা নেই। কিংবা কে জানে, লোহার শিকের জানালা ধরে হয়তো তিনিও অপেক্ষা করেন!
কুটি ভাআআই?
জ্বী দাদা!
 ১৪ টি
    	১৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৭
১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
হুম।  রোমন্থন করলে কষ্ট হয় আমার।
২|  ১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:০৪
১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছোটবেলার রোজা মিস করি বড়। কী মজারই না ছিল দিনগুলো
  ১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৮
১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলেই মজার ছিল। 
ঈদের  চাঁদ দেখার কথা খুব মনে পড়ে।
৩|  ১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:২৯
১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: পুরো সৃতি মানুষ পুরোপুরি ভুলে যেতে পারে না। 
ফিরে ফিরে আসে।
  ১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৯
১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
মাঝে মাঝে মনে হয় ভুলে গেলে ভালো হতো।
৪|  ১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৮
১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: দাদার সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই। আমি যখন খুব ছোট তখনই দাদা মারা গেছেন। দাদার মাত্র একটা স্মৃতিই মেনে আছে আমার, সেই স্মৃতিতে দাদা নাই।
  ১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৫
১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিখতে গিয়েছিলাম অন্য কিছু কিন্তু দাদাতে থেমে গেল। দাদা কে নিয়ে অনেক স্মৃতি আছে।
৫|  ১৭ ই এপ্রিল, ২০২২  বিকাল ৫:১৯
১৭ ই এপ্রিল, ২০২২  বিকাল ৫:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আমি দাদাজান দাদীজানের সাথে ইফতার করেছি। আমাদের বাড়ির আলো ছিলেন দাদাজান আর দাদীজান।
  ১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৬
১৮ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার তাই।  
লিখতে গিয়েছিলাম অন্য কিছু কিন্তু দাদাতে থেমে গেল।  দাদা কে নিয়ে অনেক  স্মৃতি আছে।
৬|  ০৪ ঠা মে, ২০২২  সকাল ৮:৫০
০৪ ঠা মে, ২০২২  সকাল ৮:৫০
বিজন রয় বলেছেন: আপনি কোথায়?
ঈদ মোবারক।
  ০৮ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:৩৮
০৮ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈদ মোবারক দাদা। কেমন আছেন?
এই তো আছি আমি।
অস্থির চিন্তা ভাবনা কে স্থির করার চেষ্টায় আছি।
৭|  ০৮ ই মে, ২০২২  রাত ৮:০৫
০৮ ই মে, ২০২২  রাত ৮:০৫
শায়মা বলেছেন: হ্যাঁ আমাদের ছেলেবেলাতেও আমি সেহেরী ইফতারের ভেঁপু শুনেছি।
মনে পড়ে গেলো ভুলে যাওয়া শৈশব।
  ০৮ ই মে, ২০২২  রাত ৮:৪২
০৮ ই মে, ২০২২  রাত ৮:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো অনেক কিছুই আছে লেখা হয়না আর ।
ভালো থাকবেন শায়মা আপু।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ১:৫৩
১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ১:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
আমি নিজেও রোমন্থন 'করেছি, ভালো ছিলো।