নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
কক্সবাজার সমুদ্র সৈকত ঘেঁষা গেস্ট হাউজে তিনি বসে আছেন। তার বন্ধুরা সবাই সৈকতে চলে গেছে। তিনি যাননি। গেস্ট হাউজের বারান্দায় বসেই তিনি সমুদ্র উপভোগ করছেন ।
বিকেলের আলো সন্ধ্যার আঁধারে মিশে যাচ্ছে গাঙচিলের ডানায়। সমুদ্রের গর্জন, গাঙচিলের তীক্ষ্ণ চিৎকার , পড়ন্ত বিকেলের নিভু নিভু আলো আর ধেয়ে আসা দমকা হাওয়া। সব মিশে যেন অপার্থিব কোন আহবান।
তিনি গিটার হাতে নিলেন। ছয়টা তারে আঙুলের ছোঁয়ায় টিউনে বসিয়ে দিলেন অদ্ভূত এক লিরিক। তিনি টিউনটা আগে করে রেখেছিলেন, হয়ত অপেক্ষায় ছিলেন অদ্ভুত সেই লিরিকের।
বুয়েটের বন্ধুরা মিলে কক্সবাজারে যাচ্ছিলেন। তিনি যাবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় ছিল। শেষমেষ বন্ধু শুভর পীড়াপীড়িতে রাজি হয়েছিলেন। শেষ মূহুর্তে যাচ্ছেন বলে তার গীটার নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ ছিলনা বরং আপত্তি ছিল। তাই তার বন্ধু শুভ নিজেই একটা গিটার সাথে নিয়ে নেন। সেদিন শুভ গীটারটা না নিলে বাংলা ব্যান্ডের একটা ইতিহাস জন্য নিতো না। ঐ গীটারটা না নিলে হয়ত বাবনা করিম 'অবাক ভালোবাসা' নামের ইতিহাসটা সৃষ্টি করতে পারতেন না ।
বাংলা লেজেন্ডারি ব্যান্ড ওয়ারফেজের 'অবাক ভালোবাসা' রিলিজ পায় ১৯৯৪ সালে। গানটা লেখা, গাওয়া, সুর করা বাবনা করিমের।
কোন এক সাক্ষাৎকার বাবনা করিম শ্রোতাদের আহ্বান করেন কোনো এক রাতে সেই গেস্ট হাউজের ছাদে গিয়ে আকাশ দেখতে দেখতে গানটি শুনতে।
সেই গেস্ট হাউজের ছাদে গিয়ে আমার গানটা শোনা হয়নি। তবে প্রথম যখন সেন্টমার্টিনে প্রথম রাত কাটালাম , সব আলো নিভে গিয়েছিল, অদ্ভুত নিস্তব্ধতা আর অন্ধকার। সেই নিস্তব্ধতা ভেঙ্গে ক্ষণে ক্ষণে আছড়ে পরা ঢেউয়ের শব্দ আর চাঁদের রুপালী আলো সমুদ্রে মিশে এক আলোকিত আলোড়ন । যেন সব মিলিয়ে এক অপার্থিব জগতের সম্মোহন। তখন 'অবাক ভালোবাসা' নিবিড় ভাবে অনুভব করেছিলাম।
'অবাক ভালোবাসা' জীবন কে ভালোবাসার গান। নিবিড় করে অনুভব করার গান। গানের কথা, সুর, কম্পোজিশন, গভীরতা আপনাকে সেই জগতেই নিয়ে যাবে যে মোহ এবং মুগ্ধতা থেকে একজন বাবনা করিম গীটার হাতে লিরিক বসিয়েছিলেন।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহাহা, আহাহা...
আহাহা, আহাহা...
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহাহা, আহাহা...
আহাহা, আহাহা...
ছবিঃ ব্লগার মরুভূমির জলদস্যু। ছবিটা দেখে লোভ সামলাতে পারলাম না।
০৮ ই মে, ২০২২ রাত ৯:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গীটার আর নেই।
বছর দুয়েক আগে হাতছাড়া হয়ে গেছে। বাজাতে পারতাম না কিন্তু শখ ছিল।
আপনি ভালো আছেন?
আসলে লেখার কিছু পাচ্ছি না। প্রিয় এবং ভীষণ জনপ্রিয় একটা গান নিয়ে লিখলাম আর কি।
ভালো থাকবেন।
কোন এক পোস্টে হার্টের সমস্যা নিয়ে কথা হয়েছিল। চেকআপ করতে বলেছিলেন। করেছি, তেমন কোন সমস্যা নাই। যদিও বুকে ব্যথা করে। সিঁড়িতে উঠলে, হাঁটলে
২| ০৮ ই মে, ২০২২ রাত ৯:৪৬
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আজীবন জনপ্রিয় থাকবে গানটি ।
০৮ ই মে, ২০২২ রাত ১০:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একেবারে ঠিক বলেছেন।
আমি প্রথম ভার্সনটা বেশি শুনি।
৩| ০৮ ই মে, ২০২২ রাত ১০:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: গানটির এই ইতিহাস জানা ছিলো না।
ওয়ারফেইজের গান এক সময় অনেক শোনা হতো। এখন আর তেমন একটা শোনা হয়না।
এই মূহুর্তে অবাক ভালোবাসা গানটি শুনতে শুনতে এই মন্তব্য লিখছি।
আমার তোলা ছবিটি আপনার পছন্দ হয়েছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকবেন।
০৮ ই মে, ২০২২ রাত ১০:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি প্রথম ভার্সনটা বেশি শুনি।
গান আর আগের মত শোনা হয় না। প্রচুর শুনেছি একসময়।
আপনার ছবি বরাবরই পছন্দ। ভালো থাকবেন।
সময় পেলে অন্য কোন প্রিয় গানের ইতিহাস নিয়ে আসবো।
৪| ০৮ ই মে, ২০২২ রাত ১০:৫৩
বিজন রয় বলেছেন: কদিন ধরে ব্লগে আসতেছি।
আনপকে খুঁজছিলাম।
অবশেষে আজকে পেলাম।
ব্লগে সময় দেওয়ার চেষ্টা করছি।
সাথে থাকুন।
০৮ ই মে, ২০২২ রাত ১১:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো।
সব কিছু কোথায় যেন হারিয়ে যাচ্ছে জানেন।
ব্লগটাকেও ঠিক আগের মত লাগে না।
কবি জাহিদ অনিকের কবিতায় দুই তিনটা কমেন্ট আসে। কি অদ্ভুত!
কবিতা টবিতটা কেউ হয়তো আর পড়ে না। আমিও লেখার কিছু পাই না।
তবে ব্লগে থাকবো।আপনিও থাকুন।
৫| ০৯ ই মে, ২০২২ রাত ১২:২৫
ঢুকিচেপা বলেছেন: গানটার ইতিহাস জেনে ভালো লাগলো।
০৯ ই মে, ২০২২ দুপুর ১:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই মে, ২০২২ সকাল ১০:৫২
কালো যাদুকর বলেছেন: অসম্ভব দারুন একটি গান। বাবনা ভাইয়ের এই গানের ইতিহাসটি জেনে বুঝলাম কিভাবে এত সুন্দর একটি সৃষ্টি হয়েছিল। এইজন্য ধন্যবাদ।
নিজের প্রতি যত্ন নিন। খরচ হলেও হার্টের একটি সিটি স্ক্যান করান।
ধন্যবান।
০৯ ই মে, ২০২২ দুপুর ১:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুণ একটা গান।
অনুভব করলে হারিয়ে যাওয়া যায়।
ডাক্তার ঠান্ডা জনিত কারণ বলছে।
দেখা যাক। তেমন হলে সিটি স্ক্যান করাবো। ধন্যবাদ আপনাকে।
৭| ০৯ ই মে, ২০২২ দুপুর ১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ১০ ই মে, ২০২২ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ছবি এবং লেখা ভালো হয়েছে।
১০ ই মে, ২০২২ সকাল ৯:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:৪০
মিরোরডডল বলেছেন:
খুব প্রিয় একটা গান । মিউজিকটা অসাধারণ !
আমি প্রায়ই শুনি ।
১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম ভার্সনটা বেশি ভালো লাগে। ঐটাই বেশি শুনি।
১০| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:৪৩
মিরোরডডল বলেছেন:
স্ট্রেস থেকেও চেস্ট পেইন হয় ।
রিলাক্স থাকবে ইভানুস্কা ।
১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হেঁটে বাসে উঠলে। সিঁড়ি ভেঙ্গে ঊপরে উঠলে বেশি সমস্যা হয়।
১১| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় গান নিয়ে চমৎকার লেখা।
১২ ই মে, ২০২২ রাত ৯:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।
দেখি প্রিয় গান নিয়ে আর নতুন কিছু লিখা হয় কিনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২২ রাত ৮:৩৮
সোনাগাজী বলেছেন:
লেখা টা ভালো লেগেছে।
আপনার গীটারের কি অবস্হা?