নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আপনি কি যাকাত দেয়ার লোক খুঁজে পাচ্ছেন না?

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪১




যাকাত হচ্ছে ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভের একটি। ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়া আছে নিশ্চয়ই। তাই যাকাত নিয়ে সবাই মোটামুটি জানি আমরা।
আপনার সীমা অতিক্রম করা অর্থের জন্য আপনাকে যাকাত দিতে হবে দুঃস্থ ও গরীব দের মধ্যে।
তবে দুঃস্থ আর গরীব অবশ্যই মুসলিম হতে হবে। পুস্তক ঘাঁটলে তেমনটাই জানা যায়। অমুসলিম দের কেন যাকাত দেয়া যাবেনা এই তর্কে না গিয়ে আপনি যাকাত বাদে অন্য অর্থ প্রদান করতে পারেন। তাতে কোন আপত্তি নেই। আপনার সামর্থ্য থাকলে দিবেন। অবশ্যই দিবেন শুধু ফিতরা কাফফারা সদকা কেন এর বাইরেও যেকোন ভাবে আপনি অমুসলিমদের সাহায্য করতে পারেন। তাই অযথা যাকাতের পিছনে পড়ে থাকাটা 'এইবারের কোরবানীর টাকা আমি বন্যার্থদের দান করবো' টাইপ হয়ে যায়।

আপনি কিন্তু নিজের বাবা মা স্ত্রী/স্বামী ছেলে সন্তান কে যাকাত দিতে পারছেন না। কারণ আপনার প্রতি তাদের জন্য আলাদা দ্বায়িত্ব আছে। আপনি এই দ্বায়িত্ব এড়াতে পারবেন না। অমুসলিমদের প্রতি আপনার নিশ্চয়ই দ্বায়িত্ব আছে সেই দ্বায়িত্ব আপনি এড়াতে পারবেন না।
কিন্তু মজার বিষয় হচ্ছে বাবা মা স্ত্রী স্বামী সন্তান দাদা দাদীকে কে যাকাত দেয়া যাবেনা এটা নিয়ে মুক্ত মানসিকতার প্রকাশ দেখি না।
ব্যাপারটাতে চিন্তার খোরাক আছে।

আমাদের আশেপাশের ভাড়াটিয়াদের সাথে তেমন যোগাযোগ নেই। রমজানের প্রথম দিকে আমাদের পাশের তিনটা ফ্লাটে ইফতার দিয়েছিলাম। নিচতলা কিংবা উপর তলায় এখনো পাঠানো হয়নি।
আজ শুক্রবার তিনতলার এক ভাড়াটিয়ে ইফতার নিয়ে হাজির। দুই প্লেট ভরতি ইফতার। মজার ব্যাপার হচ্ছে ভাড়াটিয়ারা হিন্দু। আমি মোটেও অবাক হয়নি। আমাদের কাছে যেটা ইবাদত কিংবা ধর্মের অংশ সেটা উনারা সামাজিক সম্প্রীতি কিংবা উৎসব হিসেবে গ্রহণ করেছে।

যাকাতের অর্থটা আপনি সেই ভাবে ধরে নিতে পারেন। অমুসলিম দের যাকাত প্রদান করাটা আপনি ধর্মের একটা স্তম্ভের পালন হিসেবে ধরলে সেটা যাকাত হিসেবে আদায় হচ্ছে না। ধর্মীয় নীতির কারণে।


আপনার প্রতি যাকাত ফরজ হয়েছে। কোরআন মাজীদে ৩২ বার যাকাতের কথা উল্লেখ আছে। তাই এটা ধর্মপালন কারীদের হেলাফেলার কোন অবকাশ নেই।
আমার ভোট আমি দেব টাইপের কথা ইসলাম ধর্মে খাটে না।
এই জন্য আপনার মানবধর্ম আছে। সেই ক্ষেত্র আপনাকে যাকাত কোরবানীর মামলায় মাথা ঘামাতে হয় না।


যাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের একটা অংশ বেশ বিপদে পড়ে গেছে । আমার ধারণা সেই অংশটা পরিবার, সমাজ, আত্মীয়স্বজনদের থেকে বিচ্ছিন্ন।
সমাজের মানুষজন, পরিবারের মানুষজন, আত্মায়স্বজন কে কি অবস্থায় আছে খোঁজ রাখে না। কার হাড়িতে ভাত চড়ে না, কার ছেলের অর্থের অভাবে চিকিৎসা চলে না, কার মেয়ের টিউশনি বন্ধ, কার কিছু অর্থ হাতে আসলে রোজগারের পথ খুলে যেতো। না, কোন খোঁজ তারা জানেন না।

আচ্ছা এমন লোক কি তাদের আশেপাশে নেই। আমরা যাকাত আদায়ের জন্য অন্যের উপর কেন নির্ভর করবো। নিজেরা একটু খোঁজ নিতে সমস্যা কোথায়? যাকাত দেয়ার জন্য কি একটু সময় বের করতে পারছেন না। আপনি যাকাত দেয়ার লোক খুঁজে পাচ্ছেন না নাকি খুঁজছেন না। আপনি যাকাতের টাকা কোন সংগঠনে দিয়ে দায় সারলেন আর আপনার পরিচিত কেউ না খেয়ে মরলো,পড়ালেখা বন্ধ করলো, চিকিৎসা বন্ধ করলো!

কি ভাবছেন মহান আল্লাহ আপনার জন্য পরম করুনাময়?

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


যাকাত দিতে পারার সামর্থ্য ও কোরবানীতে হাটের সবচেয়ে বড় গরু কিনে আনার মধ্যে পার্থক্য কোথায়?

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফরজ ওয়াজিব আর মনের সৎ উদ্দেশ্য ঘাঁটলে পার্থক্য পাওয়া যাবে?

২| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:২১

শূন্য সারমর্ম বলেছেন:


সৎ উদ্দেশ্য বিভিন্ন পাত্রে ভাগ হয়ে যাবে।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সব কিছুই হিসাব হবে।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৫৯

চারাগাছ বলেছেন:

সঠিকভাবে যাকাত প্রদান হলে গরীবের রাজা রবিনহুড জনপ্রিয়তা পেতো না , কি বলেন?

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গরীবের রাজার কি যাকাত ফরজ?
চাইলে যাকাত বন্টনের মিডিয়া হিসেবে কাজ করতে পারে।
তবে সেখানে হিরো হবার সম্ভাবনা কম।
মানুষ হিরো হতে এবং হিরোকে পছন্দ করে।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সঠিক লোক খুঁজে জাকাত প্রদান করা উচিত। ভালো পোষ্ট।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার যখন যাকাত দেয়ার সামর্থ্য ছিল তখন তাই করেছি। দুই তিন জনার জন্য যাকাত এনেও দিয়েছি। তারা এখন স্বাবলম্বী। মজার ব্যাপার হচ্ছে এইবার একজন নিজেই যাকাত দিচ্ছে।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪২

বিটপি বলেছেন: আমার জানা মতে যাকাত নিয়ে এই ব্লগে দুইজন মানুষের কিছুটা আপত্তি আছেঃ

মোহাম্মদ গোফরান - উনি মনে করেন, অমুসলিমদেরকে যাকাত দেওয়ার বিধান না থাকলে ইসলাম আসলে অমানবিক। আমি জানিনা উনি এখনও সেই ধারণা পোষন করেন কিনা।

রাজীব নুর - উনি মনে করেন, যাকাত উনার ব্যক্তিগত সম্পদ। তাই যাকে ইচ্ছে তাকে উনি দিতে পারেন। এখানে কুরআন কে বলার?

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনারা সবই বোঝেন। অন্তত আমার থেকে বেশীই বোঝেন। তবে কেন এমন করেন জানি না।

৬| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১০

ভুয়া মফিজ বলেছেন: যাকাতের মতো স্ট্রেইট ফরোয়ার্ড আর পরিস্কার বিষয়কে নিয়ে যারা ফেনাচ্ছে, তাদের মোটিভ নিয়ে সন্দেহ থেকেই যায়। আর যাই হোক, এদের উদ্দেশ্য সৎ না। এসব হচ্ছে খানিকটা অজ্ঞতা, খানিকটা বেশী বোঝা আর খানিকটা ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করার মহৎ উদ্দেশ্যের একটা চমৎকার ব্লেন্ড!!!

আপনার এই দারুন লেখাটা অনেকেরই মাথায় ঢুকবে না, কারন এদের দুই কানে রিফ্লেক্টর লাগানো আছে। :)

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যাকাত সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা আছে। কিন্তু এই স্বচ্ছ ধারণাটা মহৎ উদ্দেশ্যে ব্যবহার করেন না।

৭| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: যারা শুধদু একমাস জাকাত দেয়, তাঁরা বোকা। জাকাত দিতে হবে সারা বছর।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অল্প অল্প করে সারাবছর যাকাত দেয়া যায় সম্ভবত। আমি একবার দুইবারে যাকাত দিয়েছিলাম।
তাছাড়া সারাবছর আপনি দান খয়রাত করতে পারবেন। কোন প্যারা নাই।

৮| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার লিখেছেন। ভুয়া মফিজ ভাই এর মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
ভুয়া মফিজ চাইলে এর চেয়ে ভালো পোষ্ট দিতে পারেন।

৯| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪

কৌতুহলী বয় বলেছেন: সুন্দর পোষ্ট

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৭

বিটপি বলেছেন: রাজীব নুর, হাদীস অনুযায়ী রমজান মাসে কোন ফরজ ইবাদত করলে তার সত্তর গুণ প্রতিদান পাওয়া যায়। তাই সবাই রমজান মাসেই যাকাত দিতে বেশি উৎসাহী হয়। তাছাড়া এই মাসেই মানুষের অর্থের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই যাকাত বিতরণের জন্য এই মাসই সবচেয়ে উপযুক্ত।

তবে এটা ঠিক, আপনার যদি ১০ হাজার টাকা যাকাত আসে, তবে ৫ হাজার টাকা এখন দিলেন আর ৫ হাজার অন্যান্য মাসে দিলেন। তাকে রমজানের সওয়াবও আপনি পাবেন। তবে ৭০ গুণ নয়, ৩৫ গুণ।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নুর এইগুলোর সবই জানেন।
উনি চাইলে স্বচ্ছ যাকাত ব্যবস্থা নিয়ে পোষ্ট দিতে পারেন। কিন্তু দিবেন না।

১১| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিছু মুসলমানের জোর করে মঙ্গল শোভাযাত্রার পেঁচা, মুখোশ হালাল করার বিষ গতকাল মারা গিয়েছে। রোজা গেলে 'অমুসলিম'কে জাকাত দেয়া যাবে - এই গ্রুপেরও বিষ মারা যাবে।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হজরত সুফিয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জেনে রেখ! কোনো মুসলমান যদি অমুসলিম নাগরিকের ওপর নির্যাতন-নিপীড়ন করে, কোনো অধিকারের উপর হস্তক্ষেপ করে, তার কোনো জিনিস বা সহায়-সম্পদ জোরপূর্বক কেড়ে নেয়; তবে কেয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি তাদের বিপক্ষে অমুসলিমদের পক্ষে অবস্থান করব।’ (আবু দাউদ)

এটা নিয়ে কিন্তু কিছু বলে না।

১২| ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪

নতুন বলেছেন: আরেকটা মজার জিনিস মনে হলো।

ব্লগারা বিলিওনিয়ার না যে তাদের কোটি কোটি টাকা জাকাত আসবে এবং সেটা তাদের পরিচিত/আত্নীয়দের মাঝে দিয়ে শেষ করা যাবেনা তাই বিভিন্ন প্রতিস্ঠানে দিতে হবে।

আমাদের আত্নীয় স্বজন/ পরিচিত/বন্ধুদের আত্নীয়দের মাঝে যাদের দরকার তাদের যাকাত দিন, তাদের স্বনির্ভর করতে যাকাত দিন। ১ বেলা ভালো খেতে না।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৫০০ জন কে ২৮০ টাকার শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত আদায়।
কি বলেন?

১৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আত্মীয়-স্বজনদের মধ্যে দুস্থ থাকলে তাদের যাকাত দেওয়ার বিধান আছে কি না? না কি অন্যদেরই দিতে হবে?

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যেসব আত্মীয়-স্বজনদের জাকাত দেয়া যায় নাঃ

নিজ পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, অর্থাৎ জাকাত দাতার সকল পিতৃকুল ও মাতৃকুলের সকল ঊর্ধ্বতন নারী-পুরুষকে জাকাত দেয়া যবে না।
ঔরসজাত ছেলে- মেয়ে, নাতী- নাতনি, পরনাতি-পরনাতনি, অর্থাৎ নিজের অধস্তন সকল নারী-পুরুষকে জাকাত দেয়া যাবে না।



স্ত্রী যদি সম্পদশালী হয় আর স্বামী ঋণগ্রস্ত হয় আর আর্থিক সংকটে ঋণ পরিশোধে অক্ষম হয় তাহলে তাহলে স্ত্রী তার স্বামীকে যাকাতের অর্থ দিয়ে সাহায্য করতে পারে। শরিয়তে এতে কোনও বাধা নেই। কেননা, স্বামীর ভরণ-পোষণ দেয়া স্ত্রীর জন্য ফরয নয়।

নিজের স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর উপর এবং পিতা হিসাবে সন্তানের ভরণ-পোষণের দায়িত্বও তার উপর। অতএব নিজের স্ত্রী ও সন্তানদেরকে যাকাত দেওয়া যাবে না।


১৪| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২২

জটিল ভাই বলেছেন:
জাকাত আদায় করা না দাতা হিসেবে নিজেকে প্রকাশ ও প্রচার করা বেশি জরুরী?
আপনার লিখা সত্যবচন,
গ্রহণ করবে ক'জন?
জাযাকাল্লাহ্।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যাকাতের সুক্ষ মাসায়ালা আমি জানি না। তাই আলোচনায় যাইনি।
আমার বক্তব্য ছিল ছোট এবং স্পষ্ট।

যারা আগে ধারণ করেনি তারা এখনো করবে না। কারণ ব্যাপার গুলো তারা আগে থেকেই জানে।

১৫| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৪

তানভির জুমার বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: আত্মীয়-স্বজনদের মধ্যে দুস্থ থাকলে তাদের যাকাত দেওয়ার বিধান আছে কি না? না কি অন্যদেরই দিতে হবে?

যাকাতের সর্বপ্রথম দাবীদার (হকদার) হচ্ছে নিকট আত্মীয়-স্বজন, পরে অবশিষ্ট থাকলে অন্যরা পাবে।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি উনাকে জানানোর চেষ্টা করেছি। যদি সম্ভব হয় আরো ডিটেলসে উনাকে জানাতে পারেন।
ধন্যবাদ আপনাকে।

১৬| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: যাকাত ফাকাত দিয়ে দেশ থেকে গরিবী দূর হবে না। অন্য কোনো ভাবনা ভাবতে হবে।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যারা যাকাত কে খয়রাত হিসেবে দেখে তাদের যাকাতে দারিদ্র্য বিমোচন হবে না।
তাদের কাছে যাকাত হচ্ছে ২৮০ টাকার শাড়ি লুঙ্গি ৫০০ জনার মধ্যে বিতরণ।

অন্যকোন ভাবনা হিসেবে 'গরীবের রাজা রবিনহুড' কে কেমন লাগে?
চারাগাছ মন্তব্য করেছে দেখেন।

১৭| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৮

রানার ব্লগ বলেছেন: যাকাত গরীবের হক। দেয়া উচিৎ!

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধর্ম বলে সীমা অতিক্রম করা অর্থ টুকু নিজের অর্থ নয়।
এটা গরীবের হক। এটা দিতে বাধ্য থাকা উচিত।

ধন্যবাদ আপনাকে।

১৮| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৭

খায়রুল আহসান বলেছেন: "আমার বক্তব্য ছিল ছোট এবং স্পষ্ট" (১৪ নং প্রতিমন্তব্য) - ঠিক তাই। অনেক বিধান আপনি স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, যেমন ১৩ নং প্রতিমন্তব্যে- যদিও আরও অনেক বিধানের কথা অনুল্লেখিত রয়ে গেছে। হয়তো ধর্মীয় একটি বিষয়ে আপনি খুব বিশদ আলোচনায় যেতে চাননি। তবে যেটুকু বলেছেন, আমার মনে হয় ঠিকই বলেছেন।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধর্ম নিয়ে খুব বেশি আলোচনায় যেতে চাইনা কোন সময়। তবে যাকাতের বিষয়ে এইটুকু না বলেও পারতে ছিলাম না।
অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.