![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আনেক ভালো লাগছে , দয়া করে কেউ কি জানাবেন এটা কার গান?
২| ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫০
নাআমি বলেছেন: Mira Sinha ......শিল্পীর নাম মিরা সিনহা
গানটা আমারো খুব পছন্দ !! ধন্যবাদ সেয়ারের জন্য ।
৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩২
যাযাবর৮১ বলেছেন:
ঈদ মোবারক
ক্লান্ত দিনের প্রহর শেষে
বাঁকা চাঁদ উঠলো মিষ্টি হেসে।
আনন্দ সুখ প্রাণের মাঝেতে
কত প্রাণ কাঁদে সকাল সাঁঝেতে!
দীনহীন জনের মুখের হাসি
আমরা যেন সবাই ভালবাসি,
তাদের মুখে যত ফুটবে হাসি
ততোই বাড়বে ঐ ঈদের খুশি।
********************
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: িকছুই নাই ফাকা....ব্লাঙ্ক পেইজ..এটা কি ভেৌতিক গান..সুন্দর।ভােলা থাকেবন সবসময়।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৪
শিপন মোল্লা বলেছেন: চিনি না শুনি নাই আগে কখনো। সরি
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সামুর ভক্ত বলেছেন: নাআমি বলেছেন: Mira Sinha ......শিল্পীর নাম মিরা সিনহা
৬| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
মাত্র ৩৫ সেকেন্ড শুনলাম, তারপর আসলো না ক্যান ? তবে গানটা ভালো এটা বলতে পারি নিঃসন্দেহে।
৭| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি সাধারণত গান শুনি না, এবার পুরো গানটাই শুনলাম, ভীষণ ভালো লেগেছে, প্রেমের গান +++
৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগছে।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
গ্রাম্যবালক বলেছেন: অসাধারন।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব ভালো লেগেছে।
১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: সহজ, সুরেলা, সুন্দর! শেয়ার করার জন্য ধন্যবাদ!
১২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুবই সুন্দর গান।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
না পারভীন বলেছেন: এত সুন্দর গান !!
১৪| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আজকে শুনতে পেরেছি। সুন্দর ।
০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:৩১
সামুর ভক্ত বলেছেন: ভালো থাকবেন সবসময় ।
১৫| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৩
রাজিব বলেছেন: সুন্দর গান। এর লিরিক দিতে পারেন। ভাল লেগেছে।
১৬| ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৫
সুমাইয়া আলো বলেছেন: আমি একবছর আগেই ডাউনলোড করেছিলাম, আসলেই খুব সুন্দর গান।
যখন শিল্পী বলেন, ""বন্ধুরে এ এ তুই মোরে ভুলে যেওনা"" তখন ভিতর থেকে মোচড় দিয়ে আসে। আসলেই খুব সুন্দর গান।
১৭| ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৩
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হুম ,গানটা খুবই সুন্দর , কোথায় যেন শুনেছিলাম গানটা,
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১
রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর গান
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:২৫
খেয়া ঘাট বলেছেন: জানিনা কার গান, খুব ভালো লেগেছে।