![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে যে ঝড় চলছে তাকে চেপে রেখো না,সেই ঝড়কে বয়ে যেতে দাওwww.facebook.com/rj.dhrubo.79
তোর আচঁল ভরা বৃষ্টি,
আমার দু'চোখ ভরা জল।
তোর খোপার কদম
সোহাগ মেখে ডাকছে অনর্গল। এখন
মেঘ করেছে খুব,
ঝড়ের বাকি অল্প।
দমকা হাওয়া শোনাচ্ছে
তোর এলোকেশের গল্প।
জলের খেয়া জল খোঁজে,
আঙ্গুল খোঁজে তুই।
স্বপ্ন বলে আজকে না হয় দু'চোখ পেতে
শুই।
আকাশে মেঘ জমেছে খুব,
ঝড়ের বাকি অল্প।
রাত পোহালেই রটে যাবে
সেই কদম চুরির গল্প।
___ শেষগল্পের সেই ছেলেটি
২| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৩২
শেষগল্পের সেই ছেলেটি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ রাত ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ মিষ্টি কবিতা।