![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে যে ঝড় চলছে তাকে চেপে রেখো না,সেই ঝড়কে বয়ে যেতে দাওwww.facebook.com/rj.dhrubo.79
তুমি কখনো আমাকে শাসন করতে পারবে না
কারণ আমি বিদ্রোহী,
তুমি কখনো আমাকে দমন করতে পারবে না
কারণ আমি সংগ্রামী,
আমার দেখা স্বপ্নগুলোকে তুমি মুছতে পারবে না
কারণ আমি স্বাধীন,
আমি অত্যাচার সহ্য করব না
কারণ আমি ন্যায়বাদী,
আমি আমার মাতৃভূমিতে দরিদ্রের উপর অনাচার হতে দেব না
কারণ আমি সজীব তরুণ,
আমিও বলে উঠবো আমার মত-
আমি বেচে থাকবো হাজার সংগ্রামী তরুণের মাঝে
যাদের মধ্যে আমার মাতৃভুমির জন্য ভালবাসা জন্মে আছে
-শেষগল্পের সেই ছেলেটি
২| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:১১
শেষগল্পের সেই ছেলেটি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দ বোধ করলাম।।।
ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:১১
মন ময়ূরী বলেছেন: ভাল লিখেছেন।