![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে যে ঝড় চলছে তাকে চেপে রেখো না,সেই ঝড়কে বয়ে যেতে দাওwww.facebook.com/rj.dhrubo.79
ইচ্ছে ছিল তোমাকে সাথে নিয়ে
ভিজব
তুমি তোমার ওড়না দিয়ে আমার
মাথা ঢাকবার চেষ্টা করবে
আর আমি চুপি চুপি তোমাকে দেখব
।
বৃষ্টির দমকা হাওয়ায় তোমার
চুলগুলা তোমার মুখের উপর আসবে
আর আমি হাতে তোমার চুলগুলাকে
সরিয়ে দেব
আর তুমি আমার দিকে বাকা চোখে
তাকিয়ে আমাকে দেখবে ।
আমি জিজ্ঞাস করব এভাবে
তাকিয়ে আছো কেন ?
আর তুমি আমাকে জরিয়ে ধরবে আর
বলবে অনেক ভালবাসি তোমাকে
আমাকে জড়িয়ে ধরে রাখবে
এভাবে সারাটি জীবন
ছেরে যাবে না তো কখনো ?
আর আমি বলব ঐই পাগলি কি হয়েছে
তোমার আমি তোমার সাথেই আছি
।
অনেক অনেক অনেক ভালবাসি
তোমাকে ।
ঐই পাগলি দাঁড়িয়েই থাকবে না
হাটবে ?
আর আমরা হাটতে থাকব দুজন পিচ
ডালা বৃষ্টি ভেজা পথে…
হাটব সারাটি জীবন একি পথে
তোমার হাতটি ধরে……।
©somewhere in net ltd.