নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী কালারের জুতো পায়ে চিরিৎ চিরিৎ শব্দ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শুভ্র। পার্কের ধারে দাঁড়াবে বলে কথা দিয়ে ছিল কলেজ ফেরৎ বালিকা রেশমি।\n.\nশুভ্র তার অপেক্ষায় দাড়িয়ে...\nহঠাৎ করেই লিলুয়া বাতাস বর্ষনের সাথে দর্ষনের সূরে আকাশ ডেকে উঠল।\n.\n

শুভ্র শাহরিয়ার

এই শুভ্র ! এই ... কারো পিছুটান ভাল না। তাই পিছু না ফিরে নিজের সতিত্ব নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।

শুভ্র শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

" প্রনয়ের শেষ গল্পটা "

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪



-
রেশমি,
_____ খুব ভালবাসি তোমায়। তুমি আমার জীবনের প্রথম ভাল লাগা, প্রথম ভালবাসা। মানুষের মুখে অনেক শুনেছি প্রথম ভালবাসা নাকি মানুষ ভুলতে পারে না।আমার কাছেও তাই মনে হচ্ছে। মনে রেখ, শুধু এই মানুষটাই তোমাকে ভালবাসেনি, আমার প্রতিটি অঙ্গ প্রতিটি শিরা উপশিরাও তোমাকে ভালবেসেছে। বিশ্বাস করো, তুমি চলে গেলে আমার প্রতিটি শিরা উপশিরাও থেমে যাবে।

জানি,
____এটা ভালবাসা নয় তোমার কাছে। এটা ছিল আমার একান্ত পাগলামী। মানুষ তো স্বাভাবিক একটু আদটু পাগল হয়ই। সেটা ভেবে কোন কাজ নেই তোমার। জানো তো, আমার মত এমন আরো কত পাগল আসবে আর কত পাগল যাবে।

সত্যি বলতে কি জানো? ____ তোমার চোখে আমিও তোমাকে এতদিন ভালবাসিনি। হ্যাঁ, সত্যিই তোমাকে ভালবাসিনি। শুধুমাত্র ডুবে ছিলাম " দিশাহীন স্বপ্নের নীল স্পর্শে " যার কোন ঠিকঠিকানা নেই।

জানো রেশমি,
________ঐ দূর আকাশের যে চাঁদটা দেখা যাচ্ছে, তার দিকে তাকিয়েই তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি।আজ সকল স্বপ্ন শেষ, তুমি এলেনা, না হয় কোন এক জোনাক জ্বলা নিশিতে হাতে হাত রেখে তোমার কোলে মাথা রেখে সেই স্বপ্ন গুলো তোমাকে শুনাতাম।

কি বলবো আর?
________তোমার অপেক্ষার জন্য আমি হাজারো বার ঢুকরিয়ে কেঁদেছি। চোখের পানি লুকানোর জন্য কুয়াশার মধ্যে ভেসেছি।আমাকে নানা কারন দেখিয়ে একটুও বিচলিত করতে পারবে না। আমি আগেও বলেছি, আমি তোমার কথার ভাষার মধ্যে আমি অন্য রকম রহস্য খুঁজে পাই, প্রান ভরা ভালবাসা খুঁজে পাই, প্রতিটি মুহূর্তেই তোমার প্রেমে পরে যাই...! ইসসস্ তুমি যদি তখন সাথে থাকতে? কতই না রোমান্স হতো, বলো____ যাগগে... অভাগার কপালে কখনো সুখ জুটে না সেটা সবাই খুব ভাল করেই জানে।তবুও ফিরে যেতে চায় অভাগা মন তোমার স্পর্শে, ছোয়ার..! পাবোনা বলে কোথাও দাড়াই নি, আমার অগ্রসরে তোমার উৎসাহ পাই।

ইনবক্সে একটি বারের জন্যও তোমাকে বলতে চাইনি ভালবাসি। কারন, "ভালবাসি" শব্দটা উচ্চারন করলেই কেবল ভালবাসা হয়ে যায় না। আমার প্রতিটি কথায়, নিঃশ্বাসে, বিশ্বাসে তোমাকে বুঝাতে চেয়েছি ভালবাসি। হ্যাঁ... তুমি বুঝেছিলে আমি তোমাকে ভালবাসি। বলেও ছিলে ভালবাসি। কিন্তু সেটা ছিল অন্ধ বিশ্বাস..!

আফসোস্..... তুমি আমাকে চিনলে না, বুঝলে না..!! একদিন হাহাকার ভাবে, আহামরি ভাবে খুঁজবে আমায়..!! কিন্তু সেদিন আমায় খুঁজে পাবে না..!! কারন, সেদিন সময়টা ফুরিয়ে যাবে। দিকদিগন্ত ত্যাগ করে আমি পাড়ি দেব, ওই চাঁদের বুঁড়ির কাছে... কেন জানো..? ওইযে, যার কাছ থেকে স্বপ্ন বোনা শিখে ছিলাম তোমায় নিয়ে, সেগুলো ফেরত দিতে..!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার লেখার হাত ভাল,
হ্যাপি ব্লগিং

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৯

শুভ্র শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.