![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শুভ্র ! এই ... কারো পিছুটান ভাল না। তাই পিছু না ফিরে নিজের সতিত্ব নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।
আজ এমন দিনে আমি হতশায় দিকহ্রান্ত,
তুমি কি তা জানো?
জানো কি এই অবুঝ রাতে উত্তপ্ত প্রদীপশিখা জালায়ে
চেয়ে আছি তোমারি পথপ্রান্ত!
.
জানো কি আজ আলো জালিয়েছে রুপবতী সেই কৌমুদী চাঁদ!
আরো জানো কি?
জোনাকিরা আজ...
এই \'ভাল্লাগেনাটাকে\' আমি একদিকে নিয়ে যেতে চাই,
যেখানে থাকবে আমার মন খারাপের সব কারণ...
থাকবে তুমি, তোমার সত্বা!
.
আমাকে কষ্ট দেয়ার তোমার সব বর্নাট্য আয়োজন ছকে এঁকে রাখব-
ইচ্ছ মত তুমি এই \'ভাল্লাগেনার\' শাস্তি...
যেখানেই যাই সেখানেই তুমি, দুজনার মাঝে অধিকতর দূরত্ব তবুও যেন দূরত্ব থাকে না, যেন হিমের বাতাস তুমি চারিদিকে বেষ্টন করে রাখো সারাক্ষণ।
.
যেখানেই চোখ যায় সেখানেই তুমি, মুখ ঘুরালেই তুমি,...
হয়তবা-
তুমিও জানো না, এমন রাত্রি আমারো ছিল, দুচোখ ঝরা ধূসর স্বপ্ন;
ধূলাবালি পরা মলাট বন্দি দস্তকে যোগ হতো আরো একটি বিষাধকাব্য,
অবহেলা আর অনাদরে সুখ পাখিদের মনেও আজ বিষাধ নেমেছে,
আজ...
শিরোনাম : \'প্রত্যাশা\'
কবি : শুভ্র শাহরিয়ার।
.
একটা রাত না হয় আকাঙ্খার থাক-
যেথা রবে শুধু তুমি-আমি; দুজনে।
থাকবে এক উদার আকাশ,
বিষন্নতা ? ডালপালা মেলবে আজ।
.
রাতের গভীরতা-
হাতে-হাত, ঠোঁটে-ঠোঁট, নিশ্বাসে-নিশ্বাস; এক গভীর মায়ার উল্লাস!
বিষন্নতা...
-
রেশমি,
_____ খুব ভালবাসি তোমায়। তুমি আমার জীবনের প্রথম ভাল লাগা, প্রথম ভালবাসা। মানুষের মুখে অনেক শুনেছি প্রথম ভালবাসা নাকি মানুষ ভুলতে পারে না।আমার কাছেও তাই মনে হচ্ছে। মনে...
©somewhere in net ltd.