![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শুভ্র ! এই ... কারো পিছুটান ভাল না। তাই পিছু না ফিরে নিজের সতিত্ব নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।
হয়তবা-
তুমিও জানো না, এমন রাত্রি আমারো ছিল, দুচোখ ঝরা ধূসর স্বপ্ন;
ধূলাবালি পরা মলাট বন্দি দস্তকে যোগ হতো আরো একটি বিষাধকাব্য,
অবহেলা আর অনাদরে সুখ পাখিদের মনেও আজ বিষাধ নেমেছে,
আজ রণ ক্লান্ত!
চেয়েছিলাম এক ফোঁটা মৃত্যু-
যে মৃত্যুর জলকেলি ফুটিয়ে তুলবে তোমার বুকে হাহাকার...
মৃত্যুপান হয়ত সহজ হবে-
কিন্তু তোমার হাহাকার আমার সহ্য হবে না, না হয় আজ মৃত্যুকেই দিলাম অভিশাপ!
বদলতে যদিও তোমাকে পাই, তবে একবুক হাহাকার হবে সর্গীয়।
তাই বলে আবারো ভুলে যেও না;
সচ্ছ বুকের হাহাকার,
না হয় সেই তুমিই আবার-
মৃত্যু হয়ে যাও, মৃত্যু হয়ে যাও।
©somewhere in net ltd.