নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী কালারের জুতো পায়ে চিরিৎ চিরিৎ শব্দ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শুভ্র। পার্কের ধারে দাঁড়াবে বলে কথা দিয়ে ছিল কলেজ ফেরৎ বালিকা রেশমি।\n.\nশুভ্র তার অপেক্ষায় দাড়িয়ে...\nহঠাৎ করেই লিলুয়া বাতাস বর্ষনের সাথে দর্ষনের সূরে আকাশ ডেকে উঠল।\n.\n

শুভ্র শাহরিয়ার

এই শুভ্র ! এই ... কারো পিছুটান ভাল না। তাই পিছু না ফিরে নিজের সতিত্ব নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।

শুভ্র শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

" কবিতা "

০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৬



আজ এমন দিনে আমি হতশায় দিকহ্রান্ত,
তুমি কি তা জানো?
জানো কি এই অবুঝ রাতে উত্তপ্ত প্রদীপশিখা জালায়ে
চেয়ে আছি তোমারি পথপ্রান্ত!
.
জানো কি আজ আলো জালিয়েছে রুপবতী সেই কৌমুদী চাঁদ!
আরো জানো কি?
জোনাকিরা আজ মিছিল ছড়িয়েছে...
তিমিরপুঞ্জ রাত!
.
তবে কি তুমি আসবে?
আমার বুকে কালো মেঘের ঘনঘটা ছাড়িয়ে...
চোখের কোনের তপ্ত নোনা পানির শেষ দেখিয়ে...
কিংবা অন্ধকার রাতে একাকিত্বের প্রহরের সঙ্গী হতে...
.
তবে কি আবারো ভাবব,
তুমি আসবে না...
যতকিছু ভেবেছি সবই ছিল কল্পনা?
নিশীথের নিশীথিনী তুমি হবে না!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর লিখেছেন। পাঠে মুগ্ধ।

২| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:২৮

মুসাফির নামা বলেছেন: দারুণ কবিতা।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.