নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী কালারের জুতো পায়ে চিরিৎ চিরিৎ শব্দ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শুভ্র। পার্কের ধারে দাঁড়াবে বলে কথা দিয়ে ছিল কলেজ ফেরৎ বালিকা রেশমি।\n.\nশুভ্র তার অপেক্ষায় দাড়িয়ে...\nহঠাৎ করেই লিলুয়া বাতাস বর্ষনের সাথে দর্ষনের সূরে আকাশ ডেকে উঠল।\n.\n

শুভ্র শাহরিয়ার

এই শুভ্র ! এই ... কারো পিছুটান ভাল না। তাই পিছু না ফিরে নিজের সতিত্ব নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।

শুভ্র শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

" ভাল্লাগেনা "

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

এই 'ভাল্লাগেনাটাকে' আমি একদিকে নিয়ে যেতে চাই,
যেখানে থাকবে আমার মন খারাপের সব কারণ...
থাকবে তুমি, তোমার সত্বা!
.
আমাকে কষ্ট দেয়ার তোমার সব বর্নাট্য আয়োজন ছকে এঁকে রাখব-
ইচ্ছ মত তুমি এই 'ভাল্লাগেনার' শাস্তি দিও! যখন ইচ্ছে, যত ইচ্ছে... :-)
.
কখনো কখনো মন খারাপেরাও অসুখে ভুগবে, ভুগবে তুমি, তোমার সত্বা!
আমি ক্লান্তির চোখে তাকিয়ে থাকব আমার সেই ছকে আঁকা 'ভাল্লাগেনা'দের দিকে...
.
তুমি জানো আমার ক্লান্তির চোখ ভিষণ ধোয়াটে...
ইচ্ছে করেও ভুলে তাকিও না... দেখ আবার না হয় মায়ায় পরে যাবা...
জানোতো, আমার 'ভাল্লাগেনা'!
.
আমি জানি, হয়ত জেনেও গেছি, কিছু অপ্রাপ্তির খাতায় আমার নাম উঠে গেছে,
শত চেষ্টাতেও আর উঠে দাড়াতে পারব না, কিন্তু কি করব বলো? আমার 'ভাল্লাগেনা'!
.
আমি বুঝি, হয়ত বুঝেও গেছি, মাঝে সাঝে কিছু মুগ্ধ আকাশের মায়াভরা
চাঁদটাও আমায় চায় না, যদিও চাঁদের কলংক আছে!! তবে কি আবারো আমি দোষ
দিব আমার সেই 'ভাল্লাগেনা'দের...
.
আমি জানি, হয়ত জেনেও গেছি,
কিছু নির্ঘুম রাত আজও পায়চারী করে আমার সেই 'ভাল্লাগেনা'দের সাথে...
.
কিন্তু কি করব বল?
আমার "ভাল্লাগেনা"...!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.