![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শুভ্র ! এই ... কারো পিছুটান ভাল না। তাই পিছু না ফিরে নিজের সতিত্ব নিয়ে এগিয়ে যাওয়াই ভাল।
যেখানেই যাই সেখানেই তুমি, দুজনার মাঝে অধিকতর দূরত্ব তবুও যেন দূরত্ব থাকে না, যেন হিমের বাতাস তুমি চারিদিকে বেষ্টন করে রাখো সারাক্ষণ।
.
যেখানেই চোখ যায় সেখানেই তুমি, মুখ ঘুরালেই তুমি, বাহু ঘুরালেই তুমি, আক্ষীর পলকে সারাক্ষণ, যেন হারাও না কখন।
.
যেখানে হাত বাড়াই সেখানেই তুমি, তুমি... তুমি... তুমি... যেন কোন আদিম আত্মার সংমিশ্রণ, প্রতিটি অনুভবের উপকরনে ঘুম কেড়ে নাও তখন।
.
এক বিরহী নারী তুমি, এক তেজস্বী নারী তুমি, অনুভবে ছুয়ে দাও যখন, যদিও নিশ্চল তবুও বিদ্যুৎ গতিতে ছুয়ে যায় হৃদয়ের স্পন্দন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মোঃ সাকিব বলেছেন: দারুন লিখেছেন তবে নারীকে মর্যাদার আসনে বসিয়ে নয় বরং ক্ষণিকের চাওয়া পাওয়া ভোগ্য পণ্যের খাঁচায় বসিয়ে ছিঃ ছিঃ। ৮০ বছরের বুড়িকে নিয়ে এমনটি ভাবেন কি? তিনিও তো নারী।