![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার চারপাশে
এক বৃত্তের পরিধি টের পাই।
চারিদিকে হাঁটি, কিন্তু পরিধিটা
অতিক্রম করা হয়না কিছুতেই।
ওপারে শত শত প্রলোভন
তবুও নিজেকে ধরে রাখা প্রতিদিন।
অনেকের মাঝে দুটি ভালবাসার হাত,
সেওতো পরিধির ওপারে!
এ বৃত্ত অতিক্রম করা হবে না কখনও,
মধ্যবিত্ত জন্মই এঁকে দিয়েছে এ বৃত্ত।
আর আমি- ক্লান্ত।
বৃত্তের ভেতরে ঘুরে ঘুরে - অবিরাম।
২| ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
সবাক বলেছেন: বৃত্তস্থ আর আত্মস্থ
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২০
হায়দার কািরগর বলেছেন: এ বৃত্ত অতিক্রম করা হবে না কখনও,
মধ্যবিত্ত জন্মই এঁকে দিয়েছে এ বৃত্ত।
ভাল লাগলো।
শুভেচ্ছা।