নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমি উড়ে বেড়াই আমি ঘুরে বেড়াই
আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই
কিন্তু আমার ভাল লাগে না যদি ঘরে ফিরে না দেখতে পাই
তুমি আছো তুমি ।
.....শঙ্খ ঘোষ
প্রায় আট/নয় বছর আগের কথা । আমার এক রিলেটিভের মাধ্যমে শঙ্খ ঘোষের 'শ্রেষ্ঠ কবিতা' বইটি হাতে পেলাম । যখন আধুনিক বিমূর্ত ধারার কবিতা সবেমাত্র আমি একটু একটু করে বোঝার চেষ্টা করছি এবং লেখারও । কিন্তু দুর্ভাগ্য যে, বইটি তিন/চার'বার পড়ার পরও এর মাত্র কয়েকটা কবিতা ছাড়া বাকী কোন কবিতা'ই আমার বোধগোম্য হলো না । আমার সেই রিলেটিভকে বললাম, আমি তো শঙ্খ ঘোষের কোন কবিতা'ই পড়ে বুঝতে পারছি না । সে বলল, শঙ্খ ঘোষ আপনি আরো পরে পইড়েন, এখন বরং সুনীলের কবিতা পড়েন, অনেকটা সহজ-সরল লেখা, পড়ে বুঝতে পারবেন ।
এরপর সত্যি সত্যি আমি নীলক্ষেতে গিয়ে প্রথমে সুনীলের 'শ্রেষ্ঠ কবিতা'র বইটি কিনে আনলাম এবং সেটি পড়ে শেষ করার পর সুনীলের কবিতা সমগ্রের ১ম ও ২য় খণ্ডও কিনে পড়লাম । কবিতার পাঠক মাত্রই এটা হয়ত স্বীকার করবে যে, সুনীলের কবিতায় বাঙালি মধ্যবিত্ত জীবনের ভাবনা, আবেগ, মানসিক টানাপোড়েন গুলো বুঝতে কারোর'ই তেমন একটা অসুবিধা হয় না ।
তবু, ঐ সময়ে সুনীলের পাশাপাশি পূর্ণেন্দ্র, শক্তি, পিনাকী ঠাকুর, আল মাহমুদসহ আরো অনেকের কবিতা পড়লেও শঙ্খ ঘোষের কবিতার প্রতি আলাদা একটা টান রয়েই গেল । কারণ, তার কবিতা পড়ে বুঝতে না পারলেও প্রতিটা কবিতা'ই পড়ার পর অন্য রকম একটা অনুভূতি আমাকে ছুঁয়ে যেত । ব্যাপারটা অনেকটা এরকম, পড়ে বুঝতে পারছি না কিন্তু ছাড়তেও পারছি না ।
তাই, কবি শঙ্খ ঘোষের 'শ্রেষ্ঠ কবিতা'র এই বইটি আমি অসংখ্যবার পড়েছি এবং এখনো মাঝে মধ্যে পড়া হয় । এ ছাড়া এই কবির অন্য কোন কবিতার বই আমার পড়ার সুযোগ হয়নি । কারণ, চাইলেই আমাদের দেশে কোলকাতার কবিদের পছন্দের কোন কবির বই পাওয়া যায় না । অবশ্য আমারও আর সেভাবে চেষ্টা করা হয়নি শঙ্খ ঘোষের অন্য কোন কবিতার বই সংগ্রহ করার । যেমনটা ২০১৫ সালে প্রথমাতে কোলকাতার পিনাকী ঠাকুরের কবিতা সমগ্র অর্ডার করার তিন মাস পরও না পাওয়ার কারণে অবশেষে আমার আরেকজন রিলেটিভকে দিয়ে কোলকাতা থেকে সংগ্রহ করেছিলাম ।
ভবিষতে আরো অখণ্ড অবসর পেলে সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের অন্যান্য কবিতার বইও সংগ্রহ করার নিশ্চয় চেষ্টা করব এবং পড়ব । কবিরা তো এত সহজে মরে না, তারা যুগ যুগ ধরে বেঁচে থাকে তাদের প্রকাশিত কবিতায়, চিন্তায়, চেতনায় । কবি শঙ্খ ঘোষও বেঁচে থাকবে তার কবিতায় ।
বিদায় বেলায় তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ।
২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৯
সাইন বোর্ড বলেছেন: আপনি নিজে যে একটা ছাগল, সেটা কি বুঝেন ?
২| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কবির প্রয়াণে দুঃখ প্রকাশ করছি। তাঁর জন্য শ্রদ্ধা রইলো।শঙ্খ ঘোষের কবিতা বুঝতে আসলেই বেগ পেতে হয় অনেক। প্রতীক, রূপকের ব্যবহার অনেক বেশি। আপনাকে বিনয় মজুমদারের "ফিরে এসো চাঁকা" আর "অঘ্রাণের অনুভূতিমালা" পড়ার আমন্ত্রণ জানালাম, যদি পড়ে না থাকেন তাহলে। শঙ্খ ঘোষের মতোই অনেকটা ধাচ। তবে তাঁর কবিতায় অনুভূতির তীব্রতা অসহনীয়।
২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বিনয় মজুমদারের বেশ কিছু কবিতা পড়েছি । তার কবিতার নিজস্ব একটা প্রকাশ ভঙ্গি আছে, যেটা আমারও খুব ভাল লেগেছে । "ফিরে এসো চাঁকা" আর "অঘ্রাণের অনুভূতিমালা" অবশ্যই পড়ব ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমি মাঝে মাঝে আপনার কবিতা পড়ি, তখন নিজকে ছাগল ছাগল মনে হয়!
২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮
সাইন বোর্ড বলেছেন: যার কবিতা পড়লে নিজেকে মানুষ মানুষ মনে হয়, এরকম পাঁচ জন কবির নাম বলুন । মিথ্যা বললে হবে না, কারণ আমার মনে হয় না আপনি পাঠ্য পুস্তুকের দু'একটা কবিতা ছাড়া কারো কবিতার পুরো বই পড়েছেন ।
সত্য কথা বলতে আপনি এই পোষ্টে লেখার বক্তব্যের বাইরে মন্তব্য করতে এসেছেন লেখাটির গুরুত্ব কমাতে এবং বিতর্ক তৈরী করতে । যেটা আপনার মতের অমিল ব্লগারদের পোষ্টে গিয়ে সব সময় করে থাকেন ।
এই সমস্ত বালপাকনা ধান্ধাবাজি করতে আমার পোষ্টে না আসলেই আমি খুশী হবো ।
৪| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: এই কবিতার বইটা আমি পড়েছি। সংগ্রহে ছিলো। এখন হারিয়ে গেছে।
২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫০
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, আবার সংগ্রহ করার চেষ্টা করুন ।
অসংখ্য ধন্যবাদ ।
৫| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫১
মা.হাসান বলেছেন: ক্লাস এইটে পড়ার সময়ে বাংলার শিক্ষক ওনার কবিতা থেকে কয়েকটা লাইন কোট করেছিলেন। সেই থেকে কবির প্রতি ভালোবাসা দিনে দিনে বেড়েছে, কমে নি।
ব্লগের খুব ভালো দিক হলো মাঝে মাঝে ভালো রিকমেন্ডেশন পাওয়া যায়। 'অঘ্রানের অনুভূতিমালা'- একটা ভালো রিকমেন্ডেশন পেলাম। জোগাড় করতে পারলে হয়।
কবির প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। উনি মারা না যেয়ে দুচার জন বিখ্যাত আঁতেল কবি মারা গেলে এতটা কষ্ট পেতাম না।
৬| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪
মা.হাসান বলেছেন: আপনার কবিতা কাউকে কাউকে আত্মোপলব্ধি করতে শিখিয়েছে জেনে ভালো লাগলো।
৭| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিতা আমি খুব একটা পড়ি না। তাই এই বইটিও পড়া হয়নি।
যেদিন উনি মারা গেলেন ঠিক পরদিন ফুলের নাম : রাধাচূড়া পোস্টে তার একটি কবিতা ব্যবহার করেছিলাম।
মালী বলেছিল। সেই মতো
টবে লাগিয়েছি রাধাচূড়া।
এতটুকু টবে এতটা গাছ ?
সে কি হতে পারে ? মালী বলে :
হতে পারে যদি ঠিক জানো
কীভাবে বানায় গাছপালা।
খুব যদি বাড় বেড়ে ওঠে
দাও ছেঁটে দাও সব মাথা
কিছুতে কোরো না সীমাছাড়া
থেকে যাবে ঠিক ঠাণ্ডা, চুপ
ঘরেরও দিব্যি শোভা হবে
লোকেও বলবে রাধাচূড়া।
সবই বলেছিল ঠিক, শুধু
মালী যা বলে নি সেটা হলো
সেই বাড় নীচে ছারিয়ে যায়
শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে আর
এখানে-ওখানে মাটি ফুঁড়ে
হয়ে ওঠে এক অন্য গাছ।
এমন কী সেই মরশুমি টব
ইতস্ততের চোরা চাপে
বড়ো মাথা ছেড়ে খুদে মাথায়
কাতারে কাতারে ঝেঁপে আসায়
ফেটে যেতে পারে হঠাৎ যে
সে কথা কি মালী বলেছিল ?
মালী তা বলেনি, রাধাচূড়া !
----- শঙ্খ ঘোষ -----
৮| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনি নিজে যে একটা ছাগল, সেটা কি বুঝেন ?
এটা কোন ভালো জবাব হলো না, স্যার।
৯| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১১
মেহেদি_হাসান. বলেছেন: বইটি সংগ্রহ করার ইচ্ছে আছে
১০| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫
নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা কবি শঙ্খ ঘোষকে
১১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " যার কবিতা পড়লে নিজেকে মানুষ মানুষ মনে হয়, এরকম পাঁচ জন কবির নাম বলুন । মিথ্যা বললে হবে না, কারণ আমার মনে হয় না আপনি পাঠ্য পুস্তুকের দু'একটা কবিতা ছাড়া কারো কবিতার পুরো বই পড়েছেন "
-আমি ৫ জনের কবিতা পড়িনি, পড়েছি ২ জনের: মধুসুদন দ্ত্ত ও ষ্টেসি কে স্মিথ
১২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২২
শায়মা বলেছেন: শঙ্খ ঘোষ বেঁচে থাকুক সকলের হৃদয়ে.....
১৩| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গতকাল শঙ্ক ঘোষের লোকান্তরিত হওয়ার ঘটনাটা আসলেই অনেক কষ্ট দিয়েছে। তাঁর স্বর্গ নিশ্চিত হোক। বেঁচে থাকুক সে মানুষের হৃদয়ে।
১৪| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: পঞ্চকবির শেষ জনের চিরবিদায় হলো। বিনম্র শ্রদ্ধা!
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
আপনি কবিতা পড়ে উহা বুঝতে পারেন? আপনাকে তা'হলে আর প্রশ্নফাঁস করতে হবে না, আপনি বেঁচে গেলেন!