নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউসুফ শিমুল

ইউসুফ আলী শিমুল

আমি বোধহয় মানুষ নই। মানুষগুলো অন্য রকম।

ইউসুফ আলী শিমুল › বিস্তারিত পোস্টঃ

আলোর খোঁজ

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

অন্ধকারের বাইরে এসে আলো খুঁজো,
আলোয় তুমি খুঁজে পাবে হরেক স্বাদ, হরেক গন্ধ!

রঙ্গিন শহরের ভাঁজে ভাঁজে আলোর খেলা,
নিয়ন আলোর ঝলকানিতে ভরে ওঠে
মেদবহুল নারীদের ঢলঢল নৃত্যের ছলা!
অতিরঞ্জন মেকআপ যেনো অমোঘ নেশা!

প্রতিটি দালানে শোভা পায় অজস্র রকমের আলো
লাল-নীল-বেগুনি আভায় জ্বলজ্বল করে ওঠে লোলুপ দৃষ্টি।
অশোক গাছের ছাঁয়ার আড়াল থেকে দেখা আলো-
আর কয়লাখনির ভেতরে শ্রমিকের চোখের আলো কি এক?

আমাবশ্যার রাতে কুপির সলতে জ্বলা আলো
ম্লান হয়ে যায় পুর্নিমা রাদে চাঁদের কিরণে জ্বলজ্বলে আলোয়!
সে কুপিতে টিপটিপ করে জ্বলা
খানিকটা সলতে আলোই আমি চাই!

জন্মান্ধ চোখের সুধা মেটাতে সেই ঢের!
কিইবা বোঝে ও চোখ পুর্নিমা আর সলতের তফাৎ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.