নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হট নিউজ

হযবরল

সিক্স স্ট্রিং

সিক্স_স্ট্রিং

সিক্স স্ট্রিং › বিস্তারিত পোস্টঃ

গুলশানে কি মেয়েদের কোন ভাল হোস্টেল আছে ?

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

গুলশানে কি মেয়েদের কোন ভাল হোস্টেল আছে ?



ব্লগার বন্ধুরা সবাই কেমন আছেন ? দিনকাল কেমন কাটছে ? আমি একটু অফিস আর পারিবারিক ঝামেলার মধ্যদিয়ে টাইম কাটাচ্ছি । আজকাল তেমন একটা ব্লগেও আসা হ্য়না।

আমাকে গুলশানে মেয়েদের কোন ভাল হোস্টেলের সন্ধান দিতে পারেন কেউ?

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-১

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

আরিফ থেকে আনা বলেছেন: ক্যান? ;)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪০

ওয়ার হিরো বলেছেন: ক্যান???

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১

কৌশিক বলেছেন: গুলশান আর মাইয়াদের হোস্টেল এদুইটা এক হইলে ভালো শব্দটা থাকে কেমনে সেখানে?

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

ভালো-মানুষ বলেছেন: খিকজ!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

পথিক!!!!!!! বলেছেন: what do u mean

মেয়েদের ভালো হোস্টেল
নাকি

ভালো মেয়েদের হোস্টেল

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

সিক্স স্ট্রিং বলেছেন: মেয়েদের ভালো হোস্টেল

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

বিন্দু বিন্দু বলেছেন: ভালো মেয়েদের হোস্টেল মানে?

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ডিগার এন্ড সন্স মাইয়দের হোস্টেল নামে একটা হোস্টেল আছে মধ্য বাড্ডায়, সেখানে দেখতে পারেন । অনেকেই কিন্তু সেই হোস্টেলে সারভিস নিচ্ছে বলে মনে হয় । এই যেমন, চারানা আপু, নজান্তা আপু তাদের কাছে যোগাযোগ করে দেখতে পারেন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

সিক্স স্ট্রিং বলেছেন: ডিগার এন্ড সন্স হোস্টেল টা আমার পচ্ছন্দ হইছে
ধন্যবাদ হাসান ভাই ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১

মানুষ বলেছেন: আমিও সন্ধান চাই

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২

নাজিরুল হক বলেছেন: খারাপ মেয়েদের হোটেলও কি আছে নাকি গুলাশানে? :)

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১২

একাকী একজন বলেছেন: নাজিরুল হক বলেছেন: খারাপ মেয়েদের হোটেলও কি আছে নাকি গুলাশানে? :)

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৩

মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: আপু, ফার্মগেট নিবেদিকায় থাকেন। যাওয়া এক্টূ কষ্ট হলেও মনে হয় সিকিউরড ফিল করবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

সিক্স স্ট্রিং বলেছেন: ধন্যবাদ মাসুদ , আমার গুলশানে হলে ভাল হয় । আমি গুলশানের দিকে চাচ্ছিলাম ।
ভাল থাকেন ।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৩

আপেল বলেছেন: সকল মন্তব্যকারীকে বলছি......

ভাল হইতে পয়সা লাগে না ....
পারলে মানুষকে সাহায্য করুন না হলে...চুপ করে থাকেন......

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩২

এরশাদ বাদশা বলেছেন: গুলশান....আর কতো শান তোমার দেখিবো?????????

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

খোলা_আকাশ বলেছেন: আপেলের সাথে একমত।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

জানা বলেছেন:

পোষ্টটিতে এমন আজে-বাজে কমেন্ট কি করে আসে বুঝতে পারলাম না। নাকি আজে-বাজে কমেন্ট করা মজ্জাগত! আজব ব্যাপার!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২

সিক্স স্ট্রিং বলেছেন: ধন্যবাদ জানা আপু

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১

সারিয়া তাসনিম বলেছেন:
সত্যিই অবাক হচ্ছি মানসিকতার বিকৃতি দেখে !

যাদের ঢাকায় থাকার জায়গা নিয়ে অনেক ঝক্কি তারাই বোধ হয় এই পোস্টের মর্মার্থ বুঝতে পারবেন।

একটা ঠিকানা দিচ্ছি , খোঁজ নিয়ে দেখতে পারেন :

বাড়ি নং : ৬১ / এইচ
রোড নং : ৭ / বি
বনানী
( ১১ নং রোড এর প্রায় শেষ মাথায় এলে রোড ৭/বি চোখে পড়বে)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

সিক্স স্ট্রিং বলেছেন: ধন্যবাদ সারিয়া তাসনিম

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৩

কুটনা-বুড়া বলেছেন: ভুল হইছএ মাফ কইরা দিয়েন , আসেন আমরা যারা বাজে কমেন্ট করছি সবাই দলে দলে মাফ চাই ,

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

সিক্স স্ট্রিং বলেছেন: ধন্যবাদ

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৭

মার্ক জুবাবের বলেছেন: সবার মন্তব্যের বহর দেখে টাসকি খাইলাম। কৌশিক বলেছেন: গুলশান আর মাইয়াদের হোস্টেল এদুইটা এক হইলে ভালো শব্দটা থাকে কেমনে সেখানে?

মেয়েদের সম্প্ররকে কৌশিকের ধারনা শিউরে ওঠার মতন!

১৯| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩

স্বজন বলেছেন: খুবই খারাপ অবস্থা। একজন সাহায্য চাইল আর সবাই টিটকারী মারল। এটা আমাদের মানসিকতার অধঃপতন।

২০| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫

জহির আহমেদ বলেছেন: কৌশিক বলেছেন: গুলশান আর মাইয়াদের হোস্টেল এদুইটা এক হইলে ভালো শব্দটা থাকে কেমনে সেখানে?

সারিয়া তাসনিম বলেছেন:
সত্যিই অবাক হচ্ছি মানসিকতার বিকৃতি দেখে !

জানা বলেছেন:
পোষ্টটিতে এমন আজে-বাজে কমেন্ট কি করে আসে বুঝতে পারলাম না। নাকি আজে-বাজে কমেন্ট করা মজ্জাগত! আজব ব্যাপার!!!

জানা সাহস করে কৌশিককে ব্যান করেন।


ভাল হোস্টেল পেয়েছেন? আমার এক আত্মীয়া বাড্ডা এলাকায় মেয়েদের হোস্টেল খুজছেন। কেউ সন্ধান পেলে জানাবেন।

২১| ২৪ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

জহির আহমেদ বলেছেন: জানা সাহস করে কৌশিককে ব্যান করেন।

২২| ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২১

উদাসী স্বপ্ন বলেছেন: আমার খালাতো বোন গুলশানে একটা ফ্লাট ভাড়া করে দুই তিনজন থাকে...তবে আমার সঠিক এ্যাড্রেস জানা নাই। তবে খুজলে অবশ্যই পাবেন...তবে সবচেয়ে ভালো হয় সাহাবুদ্দিন হসপিটালের আশেপাশে খোজ নিলে...ওখানে যতদূর জানি বেশ কিছু বিল্ডিং আছে যেখানে এই সার্ভিস দেয়া হয়!'

তবে এগুলো সব বড় বাজেটের লোকদের...তাই সঠিক ঠিকানার খোজ কখনো নেয়া হয় নাই!

২৩| ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৪

অন্যরকম বলেছেন: হুমম....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.