![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মায়ের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। বাংলাদেশের কোন হাসপাতালে এটির অপারেশন ভালো হয়, খরচ কেমন লাগে ইত্যাদি কারো জানা থাকলে দয়া করে জানাবেন।
বাসার সবাই সামনের মাসে কলকাতা (ভারত) যাচ্ছে ঘুরতে। সেখানে যদি অপারেশন করি, সেক্ষেত্রে কোন হাসপাতালটি ভালো হবে?
ধন্যবাদ।
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৩
হাসি বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: মাস দু'য়েক আগে আমার বাবার এই অপারেশন করা হলো রাজারবাগে বারাকাহ হসপিটালে। অপারেশনের পরদিনই রিলিজ দিয়ে দিয়েছিলো, বাসায় চলে এসেছিলো। ৬/৭ দিন পর মনেই হয়না আদৌ অপারেশন হয়েছিলো। প্রায় ৩৫ হাজার টাকা মতো খরচ পড়েছিলো।
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৩
হাসি বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫০
অসামাজিক বাবুই বলেছেন: পিত্তথলির অপারেশন খুব একটা জটিল অপারেশন না। আপনি যে কোন হাসপাতালে ই এইটা করতে পারেন.।।
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০২
হাসি বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৩
অসামাজিক বাবুই বলেছেন: ১০০০০ টাকা যথেষ্ট
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০২
হাসি বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৮
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: সরকারী হসপিটাল এ করান। এক দেড় হাজার টাকার মধ্যে ল্যাপারোস্কপিক অপারেশন করাতে পারবেন। অবশ্যই ভাল ডাক্তাররাই করবেন। নো টেনশন।
৬| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২১
তানিয়া হাসান খান বলেছেন: আমার এই অপারেশন হয়েছে....আমি ফরিদপুরেই করেছি।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৭
েজ আলম বলেছেন: আমার স্ত্রীর পিত্তথলির অপারেশন ও এপেন্ডিক্স অপারেশন একসাথে হয়েছে চট্টগ্রামে। ২য় দিন বাসায় চলে এসেছে। ল্যাপরোস্কোপি র মাধ্যমে ১ ঘন্টায় এ অপারেশন করা হয়। মোটেই জটিল অপারেশন নয়। ল্যাপারোস্কোপি স্পেশালিস্ট রা খুব সহজেই এ অপারেশন করেন। ডাক্তার এর ফি ১৫০০০/- টাকা সাধারনত। হাসপাতালের ফি সহ প্যাকেজ খরচ ২২ থেকে ২৭ হাজার টাকা মধ্য মানের হাসপাতালে। এত বড় হাসপাতালে যাওয়ারও প্রয়োজন নেই। শুধু শুধু পয়সা খরচ হবে।