![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
রোবট নিয়ে যে বিজ্ঞান বা শাখার উৎপত্তি তার নাম হচ্ছে রোবটিক্স। রোবট শিল্পে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সংক্ষেপে AI । রোবট একটা যন্ত্র। যাকে কোন কাজ বা উদ্দেশ্যে প্রোগাম করলে সে কাজ সুন্দর ভাবে সম্পন্ন করে। রোবট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মেকানিক্যাল আরেকটা হচ্ছে ভার্চুয়াল। এ দুই ধরনের রোবোটের প্রধান উপাদান হচ্ছে একটা মেশিন ও একে কাজে লাগানোর নির্দিষ্ট প্রোগ্রাম।
প্রথম প্রথম রোবট তৈরি করা হয় গবেশনাকে সাহায্য করার জন্যই। অনেক কাজ রয়েছে যে সব কাজ একটি সাধারন বিজ্ঞানী নিজে নিজে করতে কয়েক বছর কেটে যাবে , কিন্তু রোবটকে কাজে লাগিয়ে সে কাজ কয়েক দিনেই করা সম্ভব। তা ছাড়া নাসা সহ বিভিন্ন গবেশনা সংস্থা নিয়মিত রোবটকে কাজে লাগিয়ে আসছে, আর তার অনেক কিছুই মহাকাশ গবেশনায়। রোবট আর আধুনিক টেলিস্কোপের কল্যানে মহাকাশ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি। এখন আবার কৃষি গবেশনায় ও রোবট ব্যবহার করা হচ্ছে, কোন স্থানের মাটি রোবটের সাহায্যে পরীক্ষা করা হয়। ঐ মাটিতে কি ধরনের ফসল উৎপন্ন করা যাবে, কি কি সার, কিটনাশক ব্যবহার করতে হবে এসব কিছু ঐ রোবটিই বলে দিচ্ছে।
মানুষের মত দেখতে রোবট গুলোকে বলা হয় Humanoid Robot। এ গুলো হচ্ছে Synthetic Organism যা পুরোটাই মানুষের মত দেখতে। Synthetic Organism গুলো Synthetic Biology এর সাহায্যে তৈরি করা হয়। Synthetic এর বাংলা করলে দাঁড়ায় সাংশ্লেষিক যা আসছে Synthesis বা সংশ্লেষণ থেকে। দুই বা ততোদিক পদার্থের সংযোগে নতুন আরেকটি পদার্থ তৈরির পক্রিয়া হচ্ছে Synthesis বা সংশ্লেষণ। আর Synthetic Biology বা সাংশ্লেষিক জীব বিজ্ঞান একত্রে বিজ্ঞান ও প্রকৈশল কে কাজে লাগিয়ে বিজ্ঞানের একটি বিশেষ শাখা। যে সকল রোবট গুলো দেখতে মানুষের মত এবং মানুষের মত six sense বা ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে সেগুলোই মূলত Android । Humanoid Robot গুলোকে মানুষের মত লিঙ্গ অনুযায়ী বা স্ত্রী-পুরুষ ভেদে ভাগ করা হয়েছে। Android বলা হয় পূরুষ Humanoid রোবট গুলোকে, আর Gynoid বলা হয় মহিলা বা মেয়ে Humanoid রোবট গুলোকে।
Humanoid Robot এ, Humanoid Robot রোবট গুলো হচ্ছে স্বাধীন। এ গুলো নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। যদি কোন লক্ষ্যে এদের পাঠানো হয় তাহলে পথে কোন বাঁধা থাকলে নিজের মত করে চিন্তা করে এবং প্রয়জনীয় পদক্ষেপ নিয়ে লক্ষ্যে পৌঁছে। আর এ ক্ষমতাই হচ্ছে অন্যান্য রোবট গুলোর সাথে Humanoid Robot বা মানবিক রোবট গুলোর প্রধান পার্থক্য।
মানবিক রোবট গুলোর কিছু বৈশিষ্ট বা ক্ষমতাঃ
• নিজস্ব ভরণপোষন
• স্বাধীন ভাবে শিখার ক্ষমতা- যা খুবি বিপদ জনক। কারন এরা নিজে নিজেই পরিবেশ থেকে শিক্ষা নিতে পারে অন্য কারো সাহায্য ছাড়া।
• ক্ষতিকর কোন কিছু বর্জন করা।
• কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে।
মানুষকে নিয়মিত করতে হয় এমন কাজ যেন রোবট গুলো করতে পারে, এমন ভাবে অনুকরন করে বর্তমান Humanoid Robot গুলো তৈরি করা হয়। Humanoid Robot গুলো অনেক ধরনের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ যেমন, ডাক্তার, প্রকোশলী, ভাষাতত্ত্বে পারদর্শী সবাই মিলে এক সাথে তৈরি করে। যেহেতু এগুলো মানুষকে নকল করে তৈরি করা হয় তাই এদের সিস্টেমটা একটি স্বাধীন এবং অন্যান্য রোবট গুলো থেকে অনেক জটিল হয়ে থাকে। এগুলোর মধ্যে এক সাথে ইন্দ্রিয় বা সেন্স, পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, বিরূপ পরিবেশে স্বাধীন ভাবে চিন্তা করে কাজ করার ক্ষমতা, পাওয়ার শেষ হয়ে আসলে নিজে নিজেই ব্যবস্থ্যা নেওয়ার সহ অনেক গুলো সিস্টেম থাকে।
Gynoid বা Female robot রোবট গুলো দেখতে ঠিক মেয়ে বা মহিলাদের মত। এ গুলোর মধ্যে রয়েছে মেয়েদের সব বৈশিষ্ট। যে কিনা আপনার সাথে গল্প করতে পারবে। আপনার দুঃখে দুঃখি হতে পারবে, আবার আপনার সুখ ও ভাগ করে নিবে। যাদের গার্ল ফেন্ডনেই তারা একটা জোগাড় করে নিতে পারেন। নিচের ছবিটি দেখুনঃ
ছবিঃ একটি Gynoid
ছবিঃ Enon
এ রোবটটির নাম হচ্ছে Enon, এটি মানুষের সহকারী হিসেবে কাজ করতে পারে।
২০০৭ সালে আন্তর্জাতিক রোবট প্রদর্শনীতে TOPIO 1.0 প্রদর্শন করা হয় যা একটা হিউম্যানয়েড রোবটঃ
চিত্রঃ TOPIO 1.0
এটির মধ্যে পা ছিল ৬টি। এর পর ২০০৯ সালে এর দ্বিতীয় ভার্সন করা হয় ।
চিত্রঃ TOPIO 2.0
একই বছর টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট প্রদর্শনীতে TOPIO 3.0 প্রদর্শন করা হয়।
ছবিঃ TOPIO 3.0
TOPIO এর পূর্ন রূপ হচ্ছে TOSY Ping Pong Playing Robot, যা রোবট প্রস্তুত কারক প্রতিষ্ঠান TOSY ডেবলপ করে। TOPIO রোবটটি মানুষের সাথে টেবিল টেনিস খেলতে পারে।
হুন্ডা কোম্পানি ডেবলফ করে আরেকটি হিউম্যানয়েড রোবট যার নাম ASIMO ।
ছবিঃ ASIMO
উচ্চ কর্মক্ষমতার কারনে রোবট অনেক কাজে ব্যবহৃত হয়, তার কিছু উদাহরনঃ
ছবিটিতে দেখতে পাচ্ছেন কঠিন ধাতু গুলো গলানোর কাজে ব্যবহৃত একটি রোবট । অতি উচ্ছ তাপে রোবটটি নির্ভুলতা এবং দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে যেখানে মানুষ কাজ করা তো দূরে থাক যাওয়ার কথাও চিন্তা করতে পারবে না।
ওয়েলডি এর কাজে ব্যবহৃত একটি রোবট। যেটি এক সাথে অনেক গুলো ওয়েলডিং করতে পারে।
ছবিঃ ল্যাপরোস্কপিক সার্জিকেল রোবট।
ছবিটিতে দেখুন একটা ল্যাপরোস্কপিক সার্জিকেল রোবট। যা সহজেই মানুষের ল্যাপরোস্কপিক অপারেশন করতে পারে।
ছবিঃ Engkey নামক এ রোবটটি শিক্ষকতা করছে।
ছবি: Toyota'র তৈরি একটি রোবট। violin বাজাচ্ছে ।
violin প্রেমিরা চাইলে কিনতে পারেন।
ইন্ড্রাস্ট্রিয়াল রোবট গুলোর সাথে হিউম্যানয়েড রোবটের অনেক গুলো পার্থ্যক্য রয়েছে, তার মধ্যে একটি বড় পার্থক্য হচ্ছে চলন। ইন্ড্রাস্ট্রিয়াল রোবট গুলো চলতে পারে না, বা পারলে ও নির্দির্ষ্ট সীমার ভিতর। কিন্তু হিউম্যানয়েড রোবট গুলো মানুষের মত পা ব্যবহার করে চলতে পারে,এবং স্বাধীন ভাবেই চলতে পারে। তবে আক্ষেপের বিষয় হচ্ছে এ সব রোবট গুলো মানুষের মত লাফ ঝাফ দিতে পারে না। এটা অনেক বড় একটা সমস্যা।
তথ্য সূত্র :- ইন্টারনেট।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ফজলে আজিজ রিয়াদ।
২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত পোষ্ট !
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ অভি।
৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
অতি চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।
বর্তমানে শুনেছি কিছু জাপানি কোম্পানি Humanoid Robot নিয়ে ব্যপক গবেষণা করতে গিয়ে মানুষের স্মৃতি রোবটের মাথায় ট্র্যান্সফার করার সিস্টেম বের করেছে। আল্লাহি জানে সামনে আর কত কি দেখব।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই।
আল্লাহ জানে সামনে আর কত কি দেখব।
৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬
বিবর্ণ ক্যানভাস বলেছেন: অনেক ভালো পোস্ট।। তবে একটু কেমন যেন খটমটে টাইপের মনে হল। রোবট বিষয়ক বলেই হয়ত।।
পোস্টে +++
ভালো থাকবেন!
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভাই রং-তুলিহীন ক্যানভাস।
আপনিও ভাল থাকুন । শুভ কামনা।
৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫০
অনাহূত বলেছেন: পোষ্টটি পড়ে আপনার পরিশ্রমের ছাপ পাওয়া যায়। এত গুছিয়ে রোবটিক্স নিয়ে সুন্দর এই পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। একেই বলে কোয়ালিটি পোষ্ট। কেরি অন ব্রো।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
চেষ্টা করব। পাশে থাকবেন।
৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পড়ে ভালো লাগলো। রোবট বিষয়ে আমার আগ্রহ অনেক দিনের। জটিল বিষয়টাকে সহজ ভাষায় লিখেছেন।ভবিষ্যতে এই বিষয়ে আপনার আরও লেখা দেখার আশায় রইলাম।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ।
চেষ্টা করব পোষ্ট দেয়ার।
ভাল থাকুন নিরন্তর!!!
৭| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬
খেয়া ঘাট বলেছেন: মানবিক রোবট গুলোর কিছু বৈশিষ্ট বা ক্ষমতাঃ
• নিজস্ব ভরণপোষন
• স্বাধীন ভাবে শিখার ক্ষমতা- যা খুবি বিপদ জনক। কারন এরা নিজে নিজেই পরিবেশ থেকে শিক্ষা নিতে পারে অন্য কারো সাহায্য ছাড়া।
• ক্ষতিকর কোন কিছু বর্জন করা।
• কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে।
জটিল পোস্ট। ভালো লাগলো।
_++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট।
৮| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৬
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: হা হা হা। আপনি ডেখি আমার সাবজেকট আমার চেয়ে ভালো জানেন।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ।
৯| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুপ্রভাত!
ঠিক আছে... ঠিক আছে ,রোবট নিয়ে অনেক জ্ঞানগর্ভ সমৃদ্ধ পোস্ট ... অনেক পরিশ্রম করা হয়েছে বুঝতে পারছি ... সে জন্যে প্লাস দিলাম ...
কিন্তু , কবিকে রোবট নিয়ে গবেষণা করতে দেখে কিছু বুঝলাম না ...! ... একদম মানাচ্ছে না ...
... আমি তো ভেবেছি ভুল দেখলাম কি না!! রাতে এসেছিলাম মন্তব্য দিতে, লিখতে লিখতে ইলেক্ট্রিসিটিই চলে যায় ...তারপর ঘুম ... উঠে আবার ও একই টপিক এ লিখছি ...
কবিতারা কি অভিমান করেছে না কি!
নাকি বিশ্রাম নেয়া হচ্ছে!
যাই হোক ...
কবিই ভালো ...ফিচার লেখক এর চাইতে ... (আমার ব্যাক্তিগিত মতামত
আর কি )
শুভেচ্ছা থাকলো শোভন
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতারা অভিমান করেনি। মন চাইলো তাই ভিন্ন ধর্মী একটা পোষ্ট দিলাম।
কবিতার পাশাপাশি ফিচার ও গল্প চালিয়ে যাব।
পাশে থাকবেন।
১০| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, জোস হৈসে পোস্টটা ||
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবির মুন।
ভাল থাকুন সবসময়।
১১| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++++++++++
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
১২| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬
মোঃ ইসহাক খান বলেছেন: ছবি ও তথ্য মিলিয়ে পরিপূর্ণ একটি পোস্ট। ভালোলাগা।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
ব্লগে অভিনন্দন!!
১৩| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
সায়েম মুন বলেছেন: একটা রোবট কিনতে হবে। ঘরের কাজ কাম সব তার উপর চাপায় দিতে।
গোছালো পোস্টে ভাললাগা।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই একটা Gynoid কিনে ফেলেন
আপনার আগমন সবসময় আনন্দ দায়ক।
পাশে থকাবেন ভ্রাতা।
১৪| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ রোবোটিক পোস্ট।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ হিমুর ময়ূরাক্ষী।
১৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++ তোমার কাছ থেকে এমন পোস্ট আরও চাই।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
আশা করি আর পোষ্ট দিব । পাশে থাকবেন
১৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং। +++
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর শঙ্কু।
আপনাকে ব্লগে পেয়ে আনন্দিত হলাম
ব্লগে শুভেচ্ছা।
১৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ রোবোটিক পোস্ট। পোষ্ট কাউকে কাউকে দেখলাম তোমাকে ফিচার পোষ্ট দেয়াতে নিরুৎসাহিত করছে। আমার কাছে ব্যপারটা মোটেও যুক্তি সংগত মনে হচ্ছে না, যদি সেটা তার ব্যাক্তিগত মতামত। তথাপিও বলব তোমার এই প্রতিভা কারো কথায় নষ্ট কর না। ফিচার আর কবিতা একসাথে লিখলেও সমস্যা কোথায় আমার মাথায় ঢুকল না !!!
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ফিচার লিখতে ভালই লাগে।
আমি চিন্তা করেছি ফিচার, কবিতা ও গল্প সব লিখব।
উৎসাহ দেওয়ায় অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
১৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
বোকামন বলেছেন:
রোবট নিয়ে পোস্টে রোবটিয় ভালোলাগা রইলো প্রিয় ভাই :-)
ছবি যুক্তকরণ এবং বর্ণনা দারুণ হয়েছে।।
ভালো থাকবেন। ধন্যবাদ ...।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ও পাঠে কৃতজ্ঞতা প্রিয় বোকামন।
শুভ কামনা সবসময়।
১৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পাশে আমাকে সবসময়ই পাবে।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
পাশে আপনাকে থাকতেই হবে । আপনাকে দূরে যেতে দিলেইতো।
২০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯
সুপান্থ সুরাহী বলেছেন: হায় হায় আমিতো রোবট নগরে প্রবেশ করে ফেললাম...!
রোবট নিয়ে লেখা ভাল লাগল...
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: হা হা হা
রোবট নগরে আপনাকে স্বাগতম!
Gynoid রোবটটা কেমন লাগলো?
ধন্যবাদ কবি।
২১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর পোষ্ট। বর্তমান সময়ে বিশেষ করে ফ্যাক্টরীর কাজে রোবট খুবই গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। তবে রোবটকে মানুষের রূপ দেয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে জাপানী প্রযুক্তিবিদদের মধ্যে সেটা সম্পুর্ণ অপ্রয়োজনীয় এবং ভবিষ্যতের জন্য একটি ক্ষতিকর পদক্ষেপ।
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সত্যি বলেছেন ভাই।
এতে হিতে বিপরীত হওয়ার সম্ভবনা বেশি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: কপোট্রনিক অভিনন্দন।
২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মাহতাব ভাই।
২৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০১
আশিকুর রহমান অমিত বলেছেন: সুন্দর পোষ্ট। বাংলাদেশে ঘটুক রোবটের বিস্তার এই কামনায়
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
২৪| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
শোভন ,
আমি আসলে আমার ব্যাক্তিগত মতামতটা দিয়েছিলাম!
আসা করছি, শুধু মাত্র একজন সামান্যা ব্যাক্তির মতামত আপনার মেধাবী লেখালেখির উপর কোন প্রভাব ফেলবে না ...
তারপর ও ,
আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমার মন্তব্যের জন্যে !
ভবিষ্যতে ব্যাপারটা মনে রাখবো ।।
ভালো থাকবেন ভাইয়া !
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
মনে রাখারাখির কিছু নেই আপু।
আমি আপনার মন্তব্যটি ভাল ভাবেই নিয়েছি। আমার কবিতা আপনার কাছে ভাল লাগায় আপনার কাছে কৃতজ্ঞ।
ভাই এর কাছে বোনের ক্ষমা চাওয়ার কি আছে ।
এ জন্য কিছুটা ব্যথিত হইলাম
২৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত পোস্ট দোস্ত।
এতো দিনে মনে হচ্ছে তোর পড়ালেখা সার্থক !
ইয়ে মানে দোস্ত আমারে একটা Gynoid কিন্না দে।
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোর লাইগা এইটা কিনলাম। কিনার পর থেকে আরমান আরমান কইরা আমার কানের পর্দা ফাটাইয়া ফেলতেছে।
দেখ তোর কাছে যাওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে
সুন্দর মন্তব্যর জন্য ধইন্না পাতা।
২৬| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
দি সুফি বলেছেন: সেইরকম হইছে ++++
রোবটে রোবটে ভরপুর পোষ্ট
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা
ভরপুর ধন্যবাদ সুফি ভাই।
২৭| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ঢাকাবাসী বলেছেন: প্রচুর পরিশ্রম আর হোমওয়ার্কের ফসল এই চমৎকার রোবোটিক পোষ্ট। অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর পোষ্ট উপহার দেয়ার জন্য। জানলুম অনেক কিছু।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
ব্লগে শুভেচ্ছা।
২৮| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১২
নস্টালজিক বলেছেন: দুরন্ত রোবট পোস্ট!
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
২৯| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩
অদৃশ্য বলেছেন:
চমৎকার পোষ্ট... অনেক কিছুই জানা হলো ছবিগুলোর সাথে...
আই রোবট দেখবার পর থেকে রোবটদের প্রতি আগ্রহ খানিকটা বেড়েছে...
শুভকামনা...
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ অদৃশ্য।
আগ্রহ থাকতে থাকতে একটা কিনে ফেলেন।
৩০| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রোবটিক্সের উপর এর চেয়ে প্রাঞ্জল ভাষায় পোস্ট হয় না। খুব আগ্রহ নিয়ে পড়েছি।
বলছিলাম কী, প্রথম Gynoid-এর ছবিটা কি সত্যিই Humanoid?
খুব সুন্দর পোস্ট। শুভেচ্ছা থাকলো।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
আসলেই Humanoid
লাগলে বইলেন ।
অনেক ধন্যবাদ ভ্রাতা।
৩১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০
রোকেয়া ইসলাম বলেছেন: |রোবটিক্স||............
সুন্দর একটা পোষ্ট। পড়ে ভালো লাগলো। রোবটের মত এত জটিল বিষয়টাকে এত সুন্দর করে সহজ ভাষায় লিখেছেন। যা সত্যি অসাধারন। খুব ভাল লাগলো। শুভেচ্ছা রইলো।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
ভাল থাকুন নিরন্তর!!
৩২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রোবটিক্স!
দারুন পোস্ট নিঃসন্দেহে।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
৩৩| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬
জুন বলেছেন: অসাধারন রোবটিক পোষ্ট কিন্ত কিশোর বয়সে জাফর ইকবালের কপোট্রনিক সুখ দুখ পড়ে কেন জানি রোবট ভয় পাই।
তবে রোবট নিয়ে আপনার বিশদ আলোচনা ভালোলাগলো স্নিগ্ধ শোভন
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার ব্লগে অভিনন্দন।
৩৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০
শ্রাবণ জল বলেছেন: ল্যাপরোস্কপিক সার্জিকেল রোবট দেখে ভয় পেয়েছি।
অনেক কিছু জানা হল।
ভাল পোস্ট।
ভাল লাগা।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ শ্রাবণ। ভাললাগায় সুখী হলাম।
৩৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০
হৃদয় রিয়াজ বলেছেন: জ্ঞাননির্ভর। ভাল লাগল ভ্রাতা +++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রতা।
সার্ভার প্রবলেম এর জন্য প্রতিউত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।
৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
শামির শাকির বলেছেন: রোবটিক্স নিয়ে এইটা দেখতে পারেন। মজার ব্যাপার হল- পুরোটা বাংলায়!...
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগে শুভেচ্ছা।
আপনার দেওয়া লিংক থেকে ঘুরে আসলাম। ভাল লাগল।
৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
শায়লা িসিদ্দক বলেছেন: চমৎকার পোস্ট
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: সময় করে পোষ্টটি পড়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: রোবটিক্স এ প্লাস।
অপ্রত্যাশিত পোস্ট, চমৎকার।
অনবদ্য স্নিগ্ধ শোভন।