![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার কৌশিক । যিনি একসময় ব্লগারদের নিয়ে ধারাবাহিক ভাবে এমনই একটি সাক্ষাতকার মূলক পোস্টের আয়োজন করতেন যার নাম ছিলো “ আগুনের পরশমণি "। সেই পোস্ট থেকেই মূলত প্রেরণা পাই আমার এই সাক্ষাতকার মূলক পোস্ট অন্তরঙ্গ আলাপন এর আয়োজন করতে ব্লগারদের সাক্ষাতকার নিয়ে। আমি ব্লগার কৌশিক ভাইয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন ব্লগার কৌশিক । পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।
ব্লগের একমাত্র বিপদজনক ব্লগ যিনি মনে করেন, “এখন যদি, মোবাইলে বা কম্পিউটারে ঘড়ি দেখে, যদি দেখি, যদি সময়টা দেখে ফেলি আর তারপরেও দেখি সময়টা স্থির, স্থিরের মত সময়, এবং যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে, যে মুখটা হা করে ছিলো - তার তেমনই আছে, যার হাতে বাঁশি ছিলো সে হুইসেল দিয়েই যাচ্ছে, এখন যদি এসব দেখি, সময় দেখে ঠিক দুপুর বারোটায় - তার অর্থ, আমিও দাঁড়িয়ে আছি”
ব্লগার কৌশিকের অনুমতি আমি প্রার্থনা করছি - তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
ব্লগার কৌশিক আপনাকে অন্তরঙ্গ আলাপনে শুভেচ্ছা।
২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগার কৌশিক আপনাকে অন্তরঙ্গ আলাপনে শুভেচ্ছা। আপনি কেমন আছেন?? আমাদের অন্তরঙ্গ আলাপনে এসে আপনার কেমন লাগছে?
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
আমিনুর রহমান বলেছেন:
আমার প্রথম প্রশ্নঃ
আমার মাথার চুল টাইফয়েডের কারনে গিয়েছে কিন্তু আপনার কিভাবে গেলো ??
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার হচ্ছে আপনার এই পর্বটা। ভালো লাগলো এই উদ্যোগ। কৌশিকদাকে স্বাগত জানাই।
আমার জানা মতে ব্লগিং এর জগতে তিনি দীর্ঘ দিন ধরে আছেন। তার কাছে আমার প্রশ্নঃ শুরুর দিকে ব্লগিং এর ধারা এবং বর্তমান সময়ের ব্লগিং এর ধারার মধ্যে গুনগত কোন পার্থক্য কি সৃষ্টি হয়েছে কিনা? এবং বর্তমান সময়ে যারা নতুন ব্লগিং এ যুক্ত হচ্ছেন তারা মূলত কেন আগ্রহী হচ্ছেন বলে আপনি মনে করেন?
এই প্রসংঙ্গে যদি ব্লগিং সম্পর্কে খানিকটা বলতেন তাহলে এই সম্পর্কিত ধারনাটা আরো কিছুটা শক্ত হত এবং নতুনরাও জানতে পারত।
আপনাকে অগ্রীম ধন্যবাদ।
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
শামীম সুজায়েত বলেছেন: শুভ কামনা রইলো। এগিয়ে চলুক কৌশিক দা'র উপস্থাপনায় দারুণ এ উদ্যোগ।
শুভ কামনা রইলো কুনো ব্যাঙের প্রতি।
ভাল থাকবেন সবাই।
৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮
টিভি পাগলা বলেছেন: অনেক কিছু জিজ্ঞাসা করার ছিলো, কিন্তু মডুদের বিশ্বাস নাই, তাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে হচ্ছে।
৭| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
আমি আলাপন দেখতেই আগ্রহী।
৮| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২
যুবায়ের বলেছেন: অন্তরঙ্গ আলাপন দেখতে গ্যলারীতে বসলাম।
৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: কৌশিক দা কেমন আছেন ?
আমি আপনার দলে, ইয়ে মানে আমিও একজন ব্লগার আর কি...!!
সেদিন আপনার খুব কাছেই ছিলাম । অপেক্ষা করছিলাম আপনি হয়ত ডাকবেন । ভাবছিলাম হয়ত একটা স্ট্যাটাস দিবেন, সিলেটের ব্লগার কে কে আছেন, চলে আসেন..
অপেক্ষাটা বৃথাই গেল, আপনার সাথে দেখা হল না
১০| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭
কৌশিক বলেছেন: স্নিগ্ধ শোভন, আপনার নামটা আমার পছন্দ হয়েছে। এজন্য ভালো লাগছে, একটা স্নিগ্ধতার স্পর্শ পাচ্ছি।
আমাকে সাক্ষাৎকারে ডাকায় থ্রিল অনুভব করছি। সম্মান হিসাবে ধরে নিয়েছি। এবং কৃতজ্ঞতা অনুভব করছি।
১১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
কৌশিক বলেছেন: আমিনুর রহমান, মাথার চুল টাইফয়েডের কারণে যেতে পারে, তবে এটা মোর জেনেটিক্যাল হতে পারে। আবার অন্য কোনো ড্রাগও হতে পারে। যেহেতু আমাদের দেশে প্রচলিত বেশীরভাগ ঔষধ আমাদের আবিস্কার করা নয়, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অন্য দেশের এবং সেসব দেশে হিউম্যান ট্রায়াল নিষিদ্ধ সেহেতু আমাদের দেশে এসব ঔষধ উৎপাদনের বিষয়ে তাদের এনকারেজমেন্ট রয়েছে এবং আমরা বিগলিত হয়ে সেসব দান মনে করে উৎপাদন করে যাচ্ছি কোনো রিসার্স ছাড়া, যা প্রকারন্তরে আমাদের হিউম্যান ট্রায়াল হিসাবে ব্যবহৃত হতে বাধ্য করছে - এসব কারণে এসব ঔষধের বড় ধরণের প্রতিক্রিয়া আমাদের দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতে রয়েছে। অল্প বয়সে চুল পরে যাওয়ার এটা অন্যতম কারণ হিসাবে আমি এসব ঔষধের গিনিপিগ হিসাবে আমাদের ব্যবহৃত হবার অন্যতম মনে করি।
১২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
কৌশিক বলেছেন: কাল্পনিক_ভালোবাসা, গুনগত পার্থক্য তো অবশ্যই সৃষ্টি হয়েছে। কয়েকটা স্পষ্ট বোঝা যায়। প্রথমত, এখন যারা ব্লগিং করেন তাদের সামনে বাংলা ব্লগিং এর ইতিহাস জানার সুযোগ আছে, আর ইতিহাস থেকে অনেক শিক্ষনীয় বিষয় সে তার ব্লগিং এ প্রতিফলন করতে পারে।
দ্বিতীয়ত, এখন ব্লগিং এর নানান বিশেষায়িত বিভাগ রয়েছে - যা একজন ব্লগারের পছন্দকে নিদৃষ্ট করতে সহায়তা করে।
তৃতীয়ত, ব্লগিং এখন সোশ্যাল নেটওয়ার্কে সম্প্রসারিত হয়েছে যা একজন ব্লগারের দায়িত্ব ও দৃষ্টি প্রসারণে ভূমিকা রাখছে।
চতুর্থত, এখন ব্লগিং কে সাহিত্য থেকে আলাদা করা যায় - আগে যেটা পৃথক করা খুবই বিতর্কমূলক ছিলো।
এমন আরো অসংখ্য গুনগত পার্থক্য বলা যায়। সময়ের অভাবে সংক্ষিপ্ত করলাম।
বর্তমান সময়ে যারা ব্লগিং এ আগ্রহী হচ্ছেন - আর আগে যারা আগ্রহী হয়েছেন - কারণ সম্ভবত সার্বজনীনই হবে। যে কারণে মানুষ মত প্রকাশ করতে চায় বা প্রয়োজন বোধ করে - সেই কারণটা সর্বযুগে ছিলো এবং মানুষ এর জন্য নানান মিডিয়াম বেছে নিয়েছে। এখন সবচেয়ে সহজ ব্লগিং প্লাটফর্ম বলে মানুষ এটার মাধ্যমে মত প্রকাশ করছে ও আরো নানানভাবে ব্যবহার করছে।
নতুনদের জন্য আরো কিছু বলার ছিলো আমার বা এ বিষয়টিকে আরো সম্প্রসারিত করা যায়, কিন্তু আপাতত প্রশ্নের বৈচিত্রগুলো দেখার জন্য বিরতি দিচ্ছি এই প্রসঙ্গ থেকে।
১৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধেয় কৌশিক ভাই আমার খুব প্রিয় একজন ব্লগার আপনি। আমার সৌভাগ্য হয়েছে কয়েকবার আপনার সাথে কথা বলার। কিন্তু কখনও কিছু জিজ্ঞাস করা হয়ত হয়ে উঠেনি এক দুইদিনের পরিচয়ে। আজ যেহেতু এই সাক্ষাতকারের মাধ্যমে কিছুটা সুযোগ পেলাম তাই সুযোগের সদ ব্যবহার করতেই হয়।
আমার প্রথম প্রশ্নঃ কেমন আছেন ভাইয়া ?
দ্বিতীয় প্রশ্নঃ সামহোয়্যার ইনের সাথে আপনার পরিচয়টা হয় কিভাবে ? কিছু স্মৃতিচারণ করলে খুশি হব এই ব্লগের সাথে আপনার দীর্ঘ দিনের পথ চলার অভিজ্ঞতার আলোকে।
১৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০
কৌশিক বলেছেন: মামুন রশিদ, আপনার মন্তব্য পড়ে আর ভালো থাকা গেলো না। দেখা না হওয়ার জন্য অনুতাপ হচ্ছে এখন।
১৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০
আমিনুর রহমান বলেছেন:
আমি তো ভেবেছিলাম ভাবী মনে হয় রেগে গেলে আপনার চুল ধরে টানাটানি করে
প্রাপ্তি কেমন আছে?
১৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
কৌশিক বলেছেন: কান্ডারী, ব্লগের সাথে পরিচয় ঘটে আমার ২০০৬ এর ২১ শে ফেব্রুয়ারী রাতে এনটিভির একটা আইটি বিষয়ক অনুষ্ঠান ছিলো সেটার ওয়েব পরিচিতি অংশে। সেখানে সামহোয়ারইনের কথা বলা হয়েছিলো এবং এখানে কি করা হয় ইত্যাদি জানানো হয়। পরেরদিন অফিসে গিয়ে আমি ব্লগটা খুঁজে বের করি ও রেজিস্ট্রেশন করি এবং সাথে সাথে একটা পোস্ট দেই।
ব্লগ ও ব্লগারদের সাথে আমার আসলে একটা নাড়ির সম্পর্ক তৈরী হয়েছে। তবে সবচেয়ে ভালো সময় কাটিয়েছি ২০০৬ এ এবং সবচেয়ে খারাপ সময়ও কাটিয়েছি ২০০৬। সেসময়ে একবার আমি আমার ব্লগটা মুছে দিয়েছিলাম। এবং পাসওয়ার্ডটাও সবাইকে জানিয়ে দিয়েছিলাম।
মুছে দেবার কারণটা একটু বলি। একবার একজন ব্লগার সাহায্যের জন্যে ব্লগে একটা পোস্ট দেয়। তার অসুস্থ্যতার সত্যতা যাচাইয়ের জন্য আমরা কয়েকজন তার বাসায় গিয়েছিলাম। আমাদের সবার তখন মনে হয়েছে তিনি অসুস্থ্য বটে, তবে এত বেশী নয় যার জন্য হাত পাততে হবে। পরে জানলাম যে তিনি আসলে ঋণগ্রস্থ যার জন্য নিজের অসুস্থ্যতাকে পুজি করে ব্লগ থেকে সাহায্য চাইছিলেন। কারণ এর কিছুদিন আগেই প্রাপ্তি নামক একজন শিশুর জন্য ব্লগাররা বিশাল একটা ফান্ড তৈরী করতে পেরেছিলো যে ছিলো লিউকিমিয়ায় আক্রান্ত। পরবর্তীতে এমন অনেক সাহায্যপ্রার্থী আসতে থাকায় আমরা সেগুলো ভেরিফাই করার উদ্যোগ নেই। এবং সেটা আবার ব্লগারদের জানানো হয়েছিলো যে আমরা এই মনে করছি - এখন আপনারা ভেবে দেখুন কি করবেন।
এই ঘটনা নিয়ে যখন আমি পোস্ট দেই তখন উক্ত সাহায্যপ্রার্থী আমাকে ভিন্ন ভিন্ন নিকে আক্রমন করতে শুরু করে। ব্লগে ঐ প্রথম আক্রমনে আমি একদমই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। যার ধাক্কা সামলাতে আমার ব্লগ থেকে বিদায় নেবার সিদ্ধান্ত নিয়ে পোস্ট পর্যন্ত মুছে দিয়েছিলাম।
১৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
ব্রাত্য রাইসু বলেছেন: কৌশিক, আপনি কি শিক্ষিত লোকদের যোগাযোগের ক্ষেত্রে এফবি আর সামহোয়্যার কোন কোন পয়েন্টে আলাদা তা বলতে পারেন? আপনার কাছে কোনটা বেশি নিকটবর্তী?
১৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
আরজু পনি বলেছেন:
কৌশিক,
ইয়ে মানে, বস....আপনার কথা বলার স্টাইল আমার দারুণ পছন্দ ।
বুঝতে দেড় বছর পার করতে লাগছে :>
১৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ এটা খুবই দুঃখজনক যে আজও কেউ কেউ এভাবে ব্লগারদের আক্রমন করে থাকে। যার কারণে অনেক সময় ব্লগের পরিবেশ নস্ট হয়। আসলে আমাদের সবারই উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে ব্লগে একটি সুন্দর ও সুস্থ পরিবেশ বজায় রাখা।
আচ্ছা ভাইয়া ব্লগটা আসলে কি ? সাহিত্য চর্চা কিংবা তথ্যভান্ডার সমৃদ্ধ করার একটি স্থান ?
বলা হয়ে থাকে সামহোয়্যার ইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ কিন্তু এই ব্লগটিকে ঘিরে অনেক সময় দেখা যায় এখানে কেউ কেউ রাজনৈতিক ভাবে এটিকে ব্যবহার করার চেস্টা করে। এই বিষয়ে আপনার অভিমত জানতে চাই। আপনি কি মনে করেন ব্লগ দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে কিংবা ব্লগ রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়া কতটা যুক্তিযুক্ত ?
২০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্নিগ্ধ শোভনকে ধন্যবাদ এমন চমৎকার একজন ব্লগারকে আজলে নিয়ে আসার জন্য ।
কৌশিক ভাইয়া@
কিছুদিন আগে আমি একটা পোস্ট লিখেছিলাম " প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায় Click This Link
সেখানে ব্লগার জুলভার্ন ভাইয়ার একটা অভিমত ছিল । আপনি কি উনার সাথে একমত ?
সামু মডারেটরের অনুগ্রহভাজন ব্লগারদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে উলটা অভিযোগকারীর শাস্তি হয়! একজন ধীবর কিম্বা জুল ভার্নের নাম নিয়ে গালাগালি ফুলঝুড়ি ফুটিয়ে পোস্ট দিলে আসিফ মহিউদ্দিন গং দের শাস্তি হয়না কিন্তু ধীবরের কমেন্টস ব্যন হয় ১৮ মাসের জন্য। একই অপরাধে কারোর কমেন্টস ব্যান তুলে নেয়া হয়-কিন্তু ধীবরের শাস্তি বহাল থাকে! সামুর সব থেকে ঘৃনিত গালিবাজদের শাস্তি হয়না-কিন্তু সেই গালিবাজ গংদের গালাগালির প্রতিবাদে গালি দিলেই সেই ব্লগারদের শাস্তি হয়! কতিপয় অর্ধ শিক্ষিত ব্লগারের গ্রুপিং এর শিকার হয়ে অসংখ্য নীরিহ ব্লগার শাস্তি পায়-কিন্তু গালিবাজ ব্লগাররা ধরা ছোঁয়ার উর্ধে থেকে যায়! সামুর দর্শনে এইটা ধার্য্য করে দেয়া হয়েছে-যে আপনি যদি সামু মডারেটরের পৃষ্ঠপোষক অশ্লীল, গালিবাজ ব্লগারদের আগ্রাসী রীতিতে স্বদেশপ্রেমী, কোরান বিদ্বেসী না হোন তাহলে আপনি অবধারিত ভাবেই একটা ছাগু! আমাদের দেশ, মানুষের সুন্দরের জন্য, ভালোর জন্যে কী করা যায়, সেসব ভাবনা কারোর নেই। কিন্তু কাল্পনিক ছাগুনিধন আর বরাহ শিকারের যুদ্ধংদেহী রণহুংকার থেকে থেকে সামু প্রাঙ্গনকে প্রকম্পিত করতে পিছিয়ে নেই।
সামুতে যথেষ্ট কাঁদা ছোঁড়াছুড়ি হয়েছে। মাঝখানে সামুর শনৈঃ শনৈঃ উন্নতি হয়েছে, ব্লগারের সংখ্যা বেড়েছে-যা সামু কর্তিপক্ষকে আরো বেশী অহংকারী এবং আগ্রাসী করে তুলেছে। আমি অবাক হয়ে দেখলাম এক ধরনের বালখিল্য প্রতিযোগিতা শুরু হয়েছে গোটা জিনিসটা নিয়ে-যেখানে সামু মডারেটর উস্কানী এবং মডারেশন প্যাণেল নামে ফ্যাসিস্ট আগ্রাসীদের পক্ষাবলম্বন করে পরিস্থিতি আরো বেশী উত্তপ্ত করে দেয়, যা অগ্নিতে ঘৃতাহুতিসম। সামু ব্লগের পরিধি বেড়েছে এবং বেড়েছে সামুতে অশ্লীলতা, অসভ্যতা, ইতরামী আর নোংরামী-শুধু বাড়েনি সামুর পোস্ট/লেখার গুণগত মান।
দিনের পর দিন সামুর পরিবেশ হয়েছে বৈরী। এখানে এখন কিছু প্রচলিত গালির মাঝে সম্প্রতি গুঁতোগুঁতির শীর্ষে রয়েছে "ছাগু" আর "সুশীল" শব্দ দুটি। আমার অবজারভেশান হল, আপনি সামু ও গালিবাজদে(সামুর সাথে গালিবাজদের এক করে ভুল করিনি-যেনে বুঝেই করেছি) রীতি মাফিক কথা না বললেই আপনি "ছাগু" আর ওদের সাথে সুর মেলালেই "সুশীল" হয়ে যাবেন! বর্তমানে সামুকে বলা যায় ফ্যাসিস্টদের চারণভূমি, নব্য চেতনায় অতিউজ্জিবীত যশোপ্রার্থীদের প্রজননভূমি। এই শ্রেনীর ব্লগারদের কু-কীর্তি নিয়ে কিছু বললেই তাকে গো আযম, নিজামীদের সাথে তুলনা করা হয়। সামুতে কাউকে তাড়াতে সিন্ডিকেট করে আন্দোলন করা হয়-কিন্তু যারা সিন্ডিকেট করে কাউকে তাড়ায় তাদের থেকে ভন্ড সামুতে দ্বিতীয় কোনো সন্ত্রাসী সিন্ডিকেট নেই।
আমি কখনোই ভাবিনি আমাকে এইরকম একটা লেখা লিখতে হবে। আমি নিশ্চিত এই লেখা দিয়ে আমি নিজেকে সামুর বড় শত্রুদের একজনে পরিনত করলাম।
ব্লগার/পাঠক বন্ধুরা সব কিছুর পরও একবার শুধু নিজেকে জিজ্ঞেস করে দেখেন-সামু যে সংস্কৃতি চালু করতে চাচ্ছে,সামুর ব্লগার হিসেবে যে সংস্কৃতি আমরা লালন করছি তা ব্যাক্তি, সমাজ, রাস্ট্রের জন্য কতটুকু কল্যাণকর?
ভালো থেকো প্রিয় সামহোয়্যারইনব্লগ। ভালো থাকুন প্রিয় ভালো লেখক-পাঠক ব্লগার বন্ধুরা।
ধন্যবাদ ।
২১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৬
কৌশিক বলেছেন: রাইসু দা, একজন মানুষ সম্বন্ধে জানার জন্য যেসমস্ত তথ্য দরকার সেসব সামহোয়্যারের তুলনায় এফবিতে বেশী থাকে। এই তথ্য ব্যক্তিগত থেকে শুরু করে তার বিভিন্ন ক্যাপাসিটির হতে পারে। সেক্ষেত্রে এক বিশেষ ধরণের মানুষকে শনাক্ত করা ও যোগাযোগ করা উভয় প্রকারেই এফবি বেশী টুলস দেয়। মানে বলতে চাচ্ছি তথ্য ও যোগাযোগের টুলস/ফিচার এবং এর ভলিউম ও প্রযুক্তি বিচারে এ দুটো প্লাটফর্ম পৃথক; এফবিতে বেশী, ব্লগে কম।
আমার কাছে এফবি বেশী নিকটবর্তী মনে হয়।
২২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩
এম মশিউর বলেছেন: আজই জেনারেল হলুম! প্রথম দিনে "অন্তরঙ্গ আলাপন" এর গ্যালারিতে সবার কর্মকান্ড দেখতে চলে এলাম। প্রথম দিনেই উটকো ঝামেলা হতে চাই না। তাই প্রশ্ন করা থেকে বিরত রইলাম। এখনো সবাইকে চেনা হয় নি। আগে পরিচিত হয়ে নিই, পরে আলাপ করা যাবে।
বিঃ দ্রঃ মশিউর নামে সামুতে বেশ কয়েকজন ব্লগার দেখলাম। এক নামে অনেকেই থাকতে পারে; তাই বলে সবাইকে এক ক্যাটাগোরিতে ফেলবেন না।
আর হ্যা, কৌশিকদা কে শুভেচ্ছা।।
২৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এক সময় ২০০৭/২০০৮ আপনার পোস্টে মাঝে মাঝে কমেন্টের সূত্রে টুকটাক আলাপও হইতো। তারপর আপনারে আমার কাছে শত্রুগোত্রভুক্ত মনে হইতেছিল। তার আরো পরে দেখি আর দেখাই যায় না। তখন মনে হইতে ছিল লোকটারে একটু মিসাইতাছি। যাই হোক, আগে বলেন কেমন আছেন? ইদানীং অবসর সময়গুলা কেমনে কাটাইতাছেন?
২৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
কৌশিক বলেছেন: যারা এই পোস্টে মন্তব্য করেছেন, দেখছেন এবং অংশ নেবেন বলে ভাবছেন - তাদের কাছে ক্ষমা চেয়ে আজকে বিদায় নিচ্ছি। তবে আবার যখন লগইন করবো তখন উত্তর দেবো।
২৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: কৌশিক ভাইয়ের নাম শুনেছি অনেকবার তবে উনার সাথে কথা হয়নি এমনকি উনার সম্পর্কে তেমন ধারনাও অর্জন করতে পারিনি।
আশা করি এই পোস্টের মাধ্যমে উনার সম্পর্কে ধারনা অর্জন করতে পারবো।
২৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
রিফাত হাসান বলেছেন: কৌশিক, হঠাৎ আপনার লিঙ্ক দেখে ঢুকে পড়লাম। ফেসবুকে। অনেকদিন পর ব্লগে আসা। পাসওয়ার্ডটা মনে করতেও কষ্ট হয়েছে। সময়টা তো বহুত লম্বা। তো, এইটা কেন, আপনার কী মনে হয়? ফেসবুক জনপ্রিয় হবার সাথে কি ব্লগ অজনপ্রিয় হবার কোন সম্পর্ক আছে? নাকি উভয়ের ভোক্তা, ব্যবহারকারী, ক্লাস আলাদা। নাকি একটা সময়ে এরকমই হবার কথা। আপনি ব্লগিং কেন করেন?
২৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫০
লিন্কিন পার্ক বলেছেন:
ব্লগে অনেকেই তাদের পোস্টে করা কমেন্ট এর জবাব দেয় না একজন সিনিয়র ব্লগার হিসাবে বিষয়টাকে কিভাবে দেখেন ?
২৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪
সবাক বলেছেন: কৌশিক ভাই, আমি আপনার একজন ভক্ত। কিন্তু আপনার কাছে আমার কোন প্রশ্ন নেই, কেন নেই?
২৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হায়, হায়!
আলাপন বিরতি দিয়ে অতিথি ঘুমালে চলবে?
৩০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮
মাহবুব রশিদ বলেছেন: আইজ থেইকা ২০ বছর পর যখন বাংলাদেশের অনলাইন্সফিয়ারের ইতিহাস লেখা হবে তার অন্যতম আর্কিটেক্ট হিসেবে আপনার নামও থাকবে।
কোশ্চেন ১: এই বিষয়টা কি আপনেরে চাপে ফ্যালে?
কোশ্চেন ২: আপনি এবং আপনেরা একটা জাতির জন্য একটা জগত তৈরি করার দায় নিছিলেন। সেই চাপটা কি তখন বোধ করছিলেন?
কোশ্চেন ৩: কইরা থাকলে সেক্ষত্রে কি রকম দায়িত্বশীলতা দেখাইছিলেন?
না কইরা থাকলে কেন করেন নাই?
অপশোনাল কোশ্চেন : আপনে এত ডরপোক ক্যা?
৩১| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কৌশিক, আপনি অতিথি, ভাল লাগছে।
একদিন আপনি একজন ব্লগারকে মন্তব্য করলেন যে আপনি মডারেটর না ও এটা আপনি অনেককে বলেছেন কিন্তু কেউ আপনাকে বিশ্বাস করে না। আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে বিশ্বাস করি। আপনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। এর কিছুদিন পর আপনার এক পোষ্টে একজন একটা আক্রমণাত্বক কমেন্ট দেয়ার সাথে সাথে দেখি কমেন্ট মডারেটর ডিলিট করে দিয়েছেন ও সেই ব্লগার জেনারল হয়ে গেছেন। সেই ব্লগার ফিরে এসে আবার কমেন্ট দিয়েছিল যে আপনি তাকে জেনারেল করে দিয়েছেন। তখন বাংলাদেশ সময় রাত ৩/৪ টা বাজে। তখন কোনো মডারেটর অনলাইনে থাকার কথা না, থাকলেও এত তাড়াতাড়ি কমেন্ট ডিলিট ও জেনারেল হতে কাউকে দেখিনি। মডারেটরদের কাছে তো অভিযোগ করলেও কাজ হয় না। কিন্তু আপনার ব্যাপারে কিভাবে হল?
শুভেচ্ছা।
৩২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭
সোহাগ সকাল বলেছেন: আলোচনায় মজা পেলাম নাহ। কেমন যেন প্রাণ নেই।
৩৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭
একজন আরমান বলেছেন:
সুন্দর পোস্ট।
আমার কোন প্রশ্ন নেই। আমি শুধু দর্শক।
৩৪| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
খাটাস বলেছেন: শোভন ভাই কে অনেক ধন্যবাদ সুন্দর একটা আয়োজনের জন্য।
কৌশিক দা কে আমার একটা প্রশ্ন কাণ্ডারি ভাই করে ফেলেছেন, ব্লগ আসলে কি?
কৌশিক দা কে আমার প্রশ্ন, ব্লগে রাজনিতির আলাপ হউয়া অস্বাভাবিক কিছু নয়, তবে মাঝে মাঝে তা প্রোপাগান্ডায় রুপ নেয়। ব্লগে অনেক বিজ্ঞ ব্লগার দের পাশাপাশি অনেক তুলনা মুলক কম বয়সী ব্লগার আছেন। মানুষের মেজরিটি ফলো করার প্রবনতা বেশি। প্রোপাগান্ডা মাঝে মাঝে মেজরিটির পর্যায়ে চলে যায়। রাজনৈতিক মতাদর্শ নির্ধারণে তাই সব কিছু যাচাই করে অপেক্ষাকৃত কম বয়সী ব্লগার রা কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন? এই বিষয়ে কৌশিক দার পরামর্শ আশা করছি।
কৌশিক দার জন্য অনেক শুভ কামনা।
শোভন ভাই আপনার উপস্থাপনা ও ভাল লাগছে। প্লাস টা আপনার জন্য।
৩৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
কৌশিক বলেছেন: সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে সারাদিন আমি কমপক্ষে ৫০০ কিমি জার্নি করেছি। পথে নেট খুব ভালো না থাকায় লগইন করতে পারিনি।
আমি সবার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি সিরিয়াল অনুযায়ী। তবে স্বর্না, আপনার অভিযোগের বিষয়টি গুরুতর হওয়ায় আমি এটার উত্তর বা ব্যাখ্যা বা আমার সত্যতা বিষয়ে সন্দেহ তৈরী হওয়ায় এটাকে সিরিয়াসলী নিচ্ছি। এবং সামহোয়্যার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে কারণ তারাই তো আসলে বলতে পারবে আমি মডারেটর কিনা।
তবে স্বর্না, এমন ঘটনার ঘটার পেছনে অন্যান্য সম্ভাবনা নিয়ে আমি আলাপ করবো, সিরিয়াল অনুযায়ী প্রশ্ন-উত্তর দেবার অংশে। আমার সীমাবদ্ধতার কারণে উত্তর পেতে দেরী হতে পারে, কিন্তু আমি অগ্রাধিকারভিত্তিতেই, মানে আমার একদম নেট-প্রাপ্তি মাত্রই উত্তরগুলো দেবো।
৩৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কৌশিক বলেছেন: আমিনুর, প্রাপ্তি কেমন আছে আমি সরাসরি জানি না, তবে অন্যান্যদের মাধ্যমে জেনেছি প্রাপ্তি ভালো আছে। এটা খুব ভালো হবে, যদি আপনারা একবার প্রাপ্তি সোনামনিকে দেখে আসেন।
৩৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫
কৌশিক বলেছেন: কান্ডারী, ব্লগ টা আসলে সাহিত্য চর্চা কিংবা তথ্যভান্ডার সমৃদ্ধ করার একটি স্থান সহ আরো অনেক কিছু। এর একা সংঙা ছিলো একসময়, কিন্তু এখন নতুন সংঙা নির্মাণের সময় হয়েছে বা নতুন ভাবে এর সংঙা করা হয়ে গেছে হয়তো। এবং এই সংঙা বাংলাদেশের সাথে অন্য দেশের আলাদা হবে এটাই স্বাভাবিক। আমাকে যদি ব্লগের সংঙা বলতে বলেন, তবে আমি যে কথাটা বলবো তা ইতোমধ্যে একপ্রকারে বলে ফেলেছি।
যে কারণে মানুষ মত প্রকাশ করতে চায় বা প্রয়োজন বোধ করে - সেই কারণটা সর্বযুগে ছিলো এবং মানুষ এর জন্য নানান মিডিয়াম বেছে নিয়েছে। এখন সবচেয়ে সহজ ওয়েব বলে মানুষ এটার মাধ্যমে মত প্রকাশ করছে যাকে আমরা ব্লগিং বলতে পারি।
ব্লগ রাজনীতে প্রভাব বিস্তার করতে পারে বলে আমি মনে করি না, তবে হয়তো পারবে - যখন সবাই ব্লগিং করবে। তখন আর এটাকে আলাদাভাবে ব্লগিং বলার দরকার হবে না।
রাজনৈতিক ব্লগপ্লাটফর্ম হতে পারে, তবে কোন ব্লগের কি চরিত্র সেটা বুঝতে অনেকে হিমশিম খায়। এর ব্যাখ্যা বিস্তারিত হতে পারে। এবং সেটা কখনও অন্য কোনো উপায়ে আপনার সাথে আলাপ করতে আগ্রহী।
৩৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২১
কৌশিক বলেছেন: তাসনুভা, আমি জুলভার্ন ভাইয়ের মন্তব্য পড়লাম। এর সাথে একমত বা দ্বিমত হবার আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার মত বলতে পারি। কারণ ব্লগে যে যেভাবে মিথস্ক্রিয়া করে সে আলোকেই তার মতামত তৈরী হয়। তাছাড়া ব্লগ প্লাটফর্মের আসল উদ্দেশ্য কি সেআ অনুধাবনের ক্ষেত্রে 'অনুমান' একেবারেই অচল, যেখানে অনেক প্রকাশ্য প্রমাণ রয়েছে এর উদ্দেশ্য পরিস্কার হওয়ার।
৩৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২
কৌশিক বলেছেন: বারবার সার্ভার দু:খিত দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি। সময় করে পরে আবার উত্তর দেবো।
৪০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: শোভন ভাই অনেক ধন্যবাদ চমৎকার আয়োজনের জন্য। ++++++
কৌশিকদা শুভেচ্ছা নিবেন।
৪১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কৌশিক, না, অভিযোগ না। আপনি অতিথি, তাই কি জিজ্ঞেস করব ভেবে ওটা জিজ্ঞেস করেছি।
৪২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
অদৃশ্য বলেছেন:
ভাবছি কৌশিক ভাইকে কি প্রশ্ন করা যায়...
আচ্ছা প্রশ্ন রেখেই গেলাম শেষ পর্যন্ত...
শোভনের এইসব মজার ব্যপারগুলো ভালো লাগে
শুভকামনা...
৪৩| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ জানবেন,
ব্লাগার কাল্পনিক_ভালোবাসা, তাসনুভা সাখাওয়াত বিথি, একজন আরমান, খাটাস , এহসান সাবির, অদৃশ্য।
৪৪| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কৌশিক দা'র কাছে কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করে যেতে পারেন। উনি সময় করে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে জাবেন।
অন্তরঙ্গ আলাপনের সাথেই থাকুন এবং প্রিয় ব্লগারদের সম্পর্কে জানার বিষয়গুলো জেনে নিন।
৪৫| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
কৌশিক দা আপনার কাছে আমার কিছু প্রশ্ন।
১) আপনার পছন্দের রং কি?
২) আপনার প্রিয় খাবার কি?
৩) আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?
৪) আপনি অবসরে কি করতে ভালোবাসেন?
৪৬| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
জুন বলেছেন: স্নিগ্ধ শোভন আপনার এই সিরিজটা বেশ আকর্ষনীয় ।
অপেক্ষায় থাকি, দেখা যাক একদিন আমিও হয়তো সুযোগ পাবো :#>
+
৪৭| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ জুন আপু।
অবশ্যই সুযোগ পাবেন।
৪৮| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২
কৌশিক বলেছেন: সরি ফর লেট রেসপন্স। ভীষণ ব্যস্ততা ও নেট ধীরগতির মধ্যে ছিলাম। বাকী প্রশ্নগুলোর জবাব এখন দেবো। এপোলজি ওয়ান্স এগেইন।
৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কৌশিক দা।
৪৯| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১
কৌশিক বলেছেন: রিফাত ভাই, ফেসবুক জনপ্রিয় হবার সাথে কি ব্লগ অজনপ্রিয় হবার একটা সম্পর্ক অবশ্যই আছে। একই সাথে উভয়ের ভোক্তা, ব্যবহারকারী, ক্লাস আলাদা।
আমি ব্লগিং করি প্রথমত এর ভালো একজন ভোক্তা, এজন্য। নানাভাবে একে ব্যবহার করতে পারি - যেটা ফেসবুকে পুরোপুরি পারি না।
৫০| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
কৌশিক বলেছেন: লিন্কিন পার্ক, ব্লগে অনেকেই তাদের পোস্টে করা কমেন্ট এর জবাব না দেয়ার নানা কারণ থাকতে পারে। তবে দুটো প্রধান, ১) সময় না পাওয়া, ২) ভাব দেখানো।
এ বিষয়টা আমি খুব স্বাভাবিকভাবে দেখি। যে ভাব দেখায় তার ভাবটা মানুষ ধরে ফেলে খুব তাড়াতাড়িই, এবং যে সময় পায় না বলে উত্তর দিতে পারে না - তারটাও মানুষ বুঝে ফেলে তাড়াতাড়ি, একমাত্র ছাগল ও গরুদের এটা বুঝতে একটু কষ্ট হয়।
৫১| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯
কৌশিক বলেছেন: সবাক, তুমি আমারে একটা প্রশ্ন না কইরা পারলা কেমনে?
তবে আমার কাছে তোমার কোনো প্রশ্ন না থাকার কারণ যা ধারণা করতে পারি তা হলো:
১. সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার
২. পিয়াজের মূল্যবৃদ্ধি
৩. তোমার সন্তান বড় হচ্ছে
৪. তুমি নতুন একটা প্রেমেও না পড়তে পারা
৫. সামনে নির্বাচন ও নতুন সংসদ ইত্যাদি বিষয়ক জটিলতা
৬. ঢেড়সের দাম নিয়ে কারো কোনো দুশ্চিন্তা বা আলাপ না থাকা
ইত্যাদি ইত্যাদি ৬৭ টি কারণ আছে।
৫২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২২
রেজোওয়ানা বলেছেন: কৌশিক ভাইয়ার কাছে কোন প্রশ্ন নেই, তবে কৌশিক ভাইয়াকে নিয়ে কিছু কথা শেয়ার করবার আছে!
আমি যখন প্রথম সামহোয়্যার ইনে লেখা শুরু করলাম সেটা ছিল ২০০৯ সাল! কৌশিক ভাই তখন সমুদ্র তীরে হোন্ডার উপরে ভাব নিয়ে বসে থাকা প্রোপিকের একজন মারকুটে, নিয়মিত, প্রভাবশালী দক্ষ ব্লগার।
সেই সময়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, 'কয়েকজন পৌরানিক ব্লগার' নামে, সেখানে কৌশিক নামটির পৌরাণিক বর্ণনা ছিল সাথে সেই আদি কৌশিকের মাথায় ঠিকি, পরনে ধুতি এবং হাতে ভিক্ষার থালা হাতে একটা ছবিও ছিল! একদিন দেখি এই প্রচন্ড স্মার্ট ব্লগারটি আমার পোস্টে দেয়া সেই টিকি ওয়ালা ছবিটা তার ব্লগের প্রোফাইল পিকচারে লাগিয়েছেন......নতুন একজন ব্লগারের কাছে এটা যে কত বিস্ময়কর আনন্দময় অনুভূতি ছিল সেটা বোঝানো যাবে না।
এরপর এক সময়ে কৌশিক ভাইয়ার সাথে সত্যি সত্যি পরিচয় হলো এবং আবিষ্কার করলাম একজন অমায়িক, বন্ধুবাৎসল ও প্রতিভাবান মানুষের। ব্লগে তাকে যেমন মারকুটে লাগে বাস্তবে সে মোটেও তেমন নন, এমন নরম স্বভাবের এবং সূক্ষ হিউমার বোধ সমৃদ্ধ মানুষ আমি কমই দেখেছি!!
আরেকটি কথা না বললেই নয়, একজন ব্লগার হিসেবে ব্লগ লেখার বাইরে ব্লগ নিয়ে আমার যতটুকু এক্টিভিটিস তার পেছনে সকল অবদান আসলে এই হেল্পফুল মানুষটির!
অনেক শ্রদ্ধা রইলো ভাইয়া
৫৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পর পর দুজন পুরুষ ব্লগার হয়েছে । এবার রেজওয়ানা আপু অথবা পনিপু অথবা শায়মাপু অথবা জুন আপু অথবা তিতির আপু অথবা মাহমুদা আপু অথবা এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা থেকে যে কোন একজন হলে ভালো হয় ।
@স্নিগ্ধ শোভন
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: আমিও তাই চিন্তা করছি। দেখি কে সময় দেন।
অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যর জন্য ।
৫৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
রিমঝিম বর্ষা বলেছেন:
আরে দারুনতো!! ভীষণ ভালো লাগলো এই জিনিসটা। প্লীজ........আপু-দেরকে নিয়ে আসুন। অপেক্ষায় থাকলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ বর্ষা।
আপুদেরকে আনার চেষ্টায় আছি। সাথেই থাকুন অন্তরঙ্গ আলাপনের।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫
কৌশিক বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এমন পরিশ্রমী কাজ করার জন্য ও সময় এর পেছনে খরচ করার জন্য। জানি না এতে কি লাভ হবে কার - তবে আপনার যদি ভালো লাগে, আনন্দ পান এই কাজটা করে আমি আপনাকে সঙ্গ দেবার জন্য আছি।