নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

....

স্নিগ্ধতা

থিউরিটিকাল .....................

স্নিগ্ধতা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নিয়ে হুমায়ূন আহমেদের ভাবনা আমার সাথে মিলে গেলো

১০ ই মে, ২০১৩ দুপুর ২:৫০



মৃত্যু চিন্তা খুব অদ্ভুত একটা চিন্তা। যখনি মৃত্যুর চিন্তা মাথায় আসে প্রবল এক ঘোরের মধ্যে চলে যাই আমি। জগতটাকে খুব বেশি রহস্যময় মনে হয় তখন।

সবাই থাকবে যে যার মত, শুধু আমিই থাকবনা। আমার শূন্যতা হয়ত কিছুটা প্রভাব ফেলবে আমার কাছের মানুষগুলোর মনে, হয়ত তারা কয়েকদিন আমাকে নিয়ে ভাববে। কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। পৃথিবী থেকে ধীরে ধীরে মুছে যাবে আমার সমস্ত অস্তিত্ব।



গত রাতে একটা বিশেষ ঘটনার কারণে সারা রাত ঘুমাতে পারিনি। প্রচণ্ড অশান্তিতে কেটেছে পুরোটা রাত। শেষ রাতের দিকে হুট করে মাথায় মৃত্যু চিন্তা এসে ভর করল। মুহূর্তেই সমস্ত অশান্তি কোথায় যেন উধাও হয়ে গেল। অন্য এক অনুভূতি গ্রাস করে নিল আমার সমস্ত অস্তিত্ব। এই অনুভূতি অন্য কোন জগতের। এই জগতের কোন অনুভূতির সাথেই মিল নেই এর।



মৃত্যুর পর সামাজিক রীতি অনুযায়ী কবর দেয়া হবে আমার দেহটাকে। ঘুটঘুটে অন্ধকারে পড়ে থাকবে আমার প্রাণহীন দেহটা। বায়োলজিক্যাল সিস্টেম অনুযায়ী আমার প্রত্যেকটা মাংসপিণ্ড মিশে যাবে মাটির সাথে, কিছুদিন শুধুমাত্র আমার কংকালটাই শুয়ে থাকবে খালি মাটিতে। একসময় সেটাও নিঃশেষ হয়ে যাবে। কোন কিছুই অবশিষ্ট থাকবেনা আমার। আমার সমস্ত সম্মান, ক্ষমতা, চেহারার মাধুর্য মিশে যাবে মাটির সাথে। রাস্তার কুকুর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকে একই সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। পার্থিব কোন ক্ষমতাই আমার এই সিস্টেম ঠেকাতে পারবেনা। কোন কিছুই বন্ধ করতে পারবেনা প্রকৃতির এই অদ্ভুত চক্র।



খুব অবাক হই যখন দেখি কেউ কেউ সামান্য ক্ষমতা বলেই নিজেকে সুপারম্যান ভাবতে শুরু করেছে। আমরা সবাই তো মানুষ। মানুষে মানুষে তো কোন ভেদাভেদ থাকতে পারেনা। একজন মানুষ আরেকজন মানুষকে কোনভাবেই কষ্ট দিতে পারেনা, কোন ক্ষমতা বলেই না। ক্ষমতাবান, ক্ষমতাহীন, ধনী, গরিব, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সবাইকে মৃত্যু নামক রহস্যময় এক সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। এই সিস্টেমে কোন ক্ষমতা খাটেনা। এই সিস্টেম খুব বেশি নির্ভুল, এই সিস্টেম নিজেই মহা শক্তিশালী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: পুরো লিখাটার প্রতিটি অক্ষর, প্রতিটি লাইন, পুরো চিন্তাভাবনা এক ঘোরের মধ্যে নিয়ে গেলো।
রাস্তার কুকুর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকে একই সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। পার্থিব কোন ক্ষমতাই আমার এই সিস্টেম ঠেকাতে পারবেনা। কোন কিছুই বন্ধ করতে পারবেনা প্রকৃতির এই অদ্ভুত চক্র।- বড়ই রহস্যময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.