![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের অন্তর্গত
—সুনীল গঙ্গোপাধ্যায়
কারোর আসার কথা ছিল না
কেউ আসেনি
তবু কেন মন খারাপ হয় ?
যে-কোন শব্দ শুনেই
বাইরে উঠে যাই
কেউ নেই-
অদ্ভুত নির্জন হয় পৃথিবী
ঘুম ভাংগার ঠিক আগের মূহুর্তের
স্বপ্নে আমিও যেন সেই স্বপ্নের
অন্তর্গত ।
ভীষণ অস্থির লাগছে । আজ সারাদিনে কারো সাথেই কথা বলতে ইচ্ছে হয় নি । কারো সাথেই না, কোন কিছুই না । সব কিছু শূন্য মনে হচ্ছে । কোন আবেগ, কোন কষ্ট, কোন সুখ আমাকে স্পর্শ করছে না । ক্ষণে ক্ষণে চোখ ভিজে উঠছে । আমারই কেন এমন হবে ?? হারিয়েছি আমি, প্রতারিত হয়েছি, ধ্বংস হয়েছি আবার কষ্টও পাচ্ছি আমি । আমারই কেন মনের টান পড়ে ?? কেন ??
©somewhere in net ltd.