![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরফ গলা নদী
- জহির রররায়হান
ঘরাণাঃ চিরায়ত উপন্যাস
প্রকাশনীঃ অনুপম প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
মুদ্রিত মূল্যঃ ১২০ টাকা
অনেকদিন পড়ি পড়ি করেও পড়া হচ্ছিল না। অবশেষে পড়ে ফেললাম কালজয়ী উপন্যাসটি। পড়ে কয়েক হাজার ভোল্টের শক খেলাম। সেই সাথে আফসোসও হচ্ছে এমন একটি বই এতোদিন ফেলে রেখেছিলাম বলে। মাত্র ঘন্টা দুয়েক সময় দিয়ে কেন আরও কিছুদিন আগে পড়লাম না।
" কেন কাঁদছো লিলি? জীবনটা কি কারো অপেক্ষায় বসে থাকে? আমাদেরও একদিন মরতে হবে। তখনো পৃথিবীটা এমনি চলবে। চলা বন্ধ হবে না কোনদিন। যে শক্তি পৃথিবীকে চালিয়ে নিয়ে যায় তার কি কোনো শেষ আছে লিলি?" এ অনুচ্ছেদটিই লেখক ফুটিয়ে তুলেছেন সমগ্র উপন্যাস জুড়ে।
পৃথিবীর এ চলার শক্তিই প্রত্যেকের জন্য একটি কবর খুড়ে রেখছে। মরে গলে পচে যাওয়া শরীর নয়, রক্ত-মাংস-হাড় নয়; বরং মুছে ফেলা অতীত আর উপড়ে ফেলা হৃদয় স্থান পায় সেখানে। এ কবরে আলো থেকেও আলো নেই, প্রাণ থেকেও প্রাণ নেই। আছে প্রিয়জনদের ফিরে পাওয়ার আকাঙ্খা, স্বপ্ন দেখার বিলাসীতা আর জীবনকে আকড়ে ধরা অন্ধকার। তেনমই একটি কবরে বসবাস একটি পরিবারের, কিছু নামের। মাহমুদ, মরিয়ম, হাসিনা, দুলু, খোকন, সালেহা বিবি, হাসমত আলী। এখানে আছে আশা, আছে স্বপ্ন, আছে নিম্নবিত্তের জীবন। কিশোরী প্রেমের সলজ্জ সাধ, আদর্শের লড়াই আছে।
পুরো পরিবাটাই যেন তাসের বানানো একখানা ঘর। আর প্রতিটা নামই যেন এক একটা তাস। তাস দিয়ে ঘর বানানো কঠিন। সাবধানে গড়তে হয় এ ঘর। কিন্তু ভাঙার জন্য একটি ফুঁ ই যথেষ্ট। আর সেখানে যদি পুরো ছাদটাই ভেঙে পড়ে তবে? 'বরফ গলা নদী' সেইসব তাসদের আখ্যান।
এই বইয়ে নিম্নবিত্তের সংগ্রাম আছে, দুঃখ-দৈন্য আছে, দশ টাকার জন্য মেয়ের জামাই-এর কাছে হাত পাতা আছে, ন্যায়-অন্যায়ের লড়াই আছে, আত্মমর্যাদার সীমাবদ্ধতা আছে।
হতবাক হয়ে পড়তে থাকি। দলা পাকিয়ে কান্না উঠে আসে। বইয়ের ভাঁজে মুখ লুকোই। 'জহির রায়হান' বলেই হয়তো এতো সাবলীল, এতো আবেগময়, মায়াময়, এতো অসাধারন
সূত্রঃ https://goo.gl/34n5mU
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: পড়ে ফেলুন। না হলে পড়ে আমার মত আফসোস করবেন
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮
নাফিজ মেহরাব বলেছেন: অসাধারণ উপন্যাস। আমি যে রাতে পড়েছিলাম সে রাত পুরা তব্দা মেরে বসেছিলাম। ঘুমাতে পারিনি
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: জহির রায়হান মানেই তো তব্দা খাওয়া। এইমাত্র আবার খেলাম শেষ বিকেলের মেয়ে পড়ে। এদিও এটা তৃতীয়বারের মত পড়লাম
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮
রক্তিম দিগন্ত বলেছেন:
সুন্দর রিভিউ।
অনেক উপন্যাসই পড়েছি, কিন্তু জহির রায়হানের উপন্যাসের মত অতটা মনকাড়া আবহ কোনটাতেই পাইনি। উনার লেখা পড়ার সময় মনে হয় একটা অন্য জগতে আছি। পড়ার শেষে মনে হয় - কেন শেষ হল আবহটা!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: আফসোস ভাই, এমন একটা নক্ষত্র আমরা অকালে খসে পড়তে দেখলাম। সবাই সব জানে কিন্তু কেউ আজ পর্যন্ত টু শব্দটিও করল না।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
কালপুরুষ কালপুরুষ বলেছেন: Bes valo preview
Boita Pete hbe dekhchi।