![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন গ্রামীণ সড়কে চলাচলকারী অধিকাংশ সিএনজি বেবি ট্যাক্সিগুলোতে যত্রতত্র মনগড়া স্লোগান লেখা দেখা যাচ্ছে। এতে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ যুব সমাজ বিভ্রান্তিতে পড়েছে। জানা গেছে, উপজেলার ৪৪ কিলোমিটার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত অর্ধশতাধিক পরিচিত গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে লাটিমী, পদুয়া, গাংরা, ফকিরবাজার, চিওড়া, আমজাদের বাজার, নানকরা, বাতিসা, চৌদ্দগ্রাম, ট্রেনিং সেন্টার, নবগ্রাম, কোমাল্লা, আমানগণ্ডা, নালঘর রাস্তার মাথা, মিয়াবাজার উল্লেখযোগ্য। এসব সড়কে প্রতিদিন হাজার হাজার সিএনজি বেবি টেক্সি চলাচল করে। সম্পতি দেখা যাচ্ছে, অধিকাংশ সিএনজি বেবি টেক্সি মালিক ও চালকরা গাড়িটি রং করার সময় পিছনে বিভিন্ন ধরনের স্লোগান লেখে। কয়েকটি পরিচিত স্লোগান হচ্ছে : ‘প্রেম করে বিয়ে করুন, যৌতুকমুক্ত দেশ গড়ুন’, ‘প্রেম ছাড়া বিয়ে হয় না’, ‘প্রেমের অপর নাম জীবন’, ‘অবৈধ মাল নিয়ে গাড়িতে উঠিবেন না’ এবং ‘অবৈধ মালের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়’। এসব পড়ে বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীসহ যুব সমাজ। উল্লেখিত স্লোগান ‘প্রেম করে বিয়ে করুন, যৌতুকমুক্ত দেশ গড়ুন’ এ প্রথমাংশ বিভ্রান্তিকর মনে হলেও শেষাংশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে ‘অবৈধ মাল নিয়া গাড়িতে উঠিবেন না বা ‘অবৈধ মালের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়’ এসব শ্লোগান লিখে চালকরা যত্রতত্র মাদক বহন করছে। এক্ষেত্রে অনেক চালক জানান, ভাড়া বেশি পাওয়ার কারণে ফেনসিডিলসহ পাচারকারীদের রিজার্ভ ভাড়া নেয়া হয়। সম্প্রতি এরকম স্লোগান লেখা বেশ কয়েকটি সিএনজি বেবি টেক্সি পুলিশ ও বিজিবি আটক করেছে।
সুত্র- আমার দেশ
২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
সাদা রং- বলেছেন: কথাতো বেঠিক না।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
samolbangla09 বলেছেন: হ কথাতো একদম খাটি!! প্রেম করে বিয়া করুম,,,,, যৌতুকমুক্ত দেশ গড়ুম
৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
ড. জেকিল বলেছেন: দেশের স্বার্থে এখন দেখি একটা প্রেম করা দরকার।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
লিংকন১১৫ বলেছেন: