নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখগ

ভালবাসুন তাকে, নিজেকে এবং অবশ্যই দেশকে।

আনমনা 007

ভালবাসুন তাকে, নিজেকে এবং অবশ্যই দেশকে।

আনমনা 007 › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার বিষয়ক সমস্যা, হেল্প প্লিজ :| :|

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮

সিপিউ থেকে মনিটরে কোন আউটপুট আসছে না, কি সমস্যা হতে পারে, হেল্প প্লিজ..........

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

অদৃশ্য বালক বলেছেন: [email protected]
মেইল করতে পারেন।

২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

গোবর গণেশ বলেছেন: অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনি প্রাথমিক কিছু কাজ করে দেখতে পারেনঃ

প্রথমে দেখুন আপনার কম্পিউটারটি অন হয় কিনা, অর্থাৎ কম্পিউটারের ভিতরের সিপিইউ কুলার ফ্যান ঘুরে কিনা, পাওয়ার বাতি জ্বলে কিনা।

এবার বলুন আপনার মনিটর সম্পর্কে, এটি কি সিআরটি, নাকি এলসিডি; সিগন্যাল ইনপুট অপশন কি একটাই নাই একাধিক

১। প্রথমেই নিশ্চিত হয়ে নিন মনিটরের সাথে সিগন্যাল ক্যাবলটি ঠিকভাবে যথাস্থানে লাগানো আছে কিনা। মনিটরে পাওয়ার অন হয় কিনা দেখুন, যদি অন হয় তাহলে মনিটরে যদি একাধিক ইনপুট ব্যবস্থা থাকে তবে মনিটরে ইনপুট বাটনে প্রেস করে দেখুন।
২। এবার মনিটরের পাওয়ার অন করে সিগন্যাল ক্যাবলটি খুলে দেখুন কোনরকম সিগন্যাল ডিসপ্লে দেখায় কিনা। যদি না দেখায় তাহলে আপাতত মনেহয় মনিটরে সমস্যা। আবার অনেক পুরনো কিছু সিআরটি মনিটরে সিগন্যাল ডিসপ্লে দেখায় না।
৩। কম্পিউটারের বামদিকের ঢাকনা খুলুন (অবশ্যই পাওয়ার ডিসকানেক্ট করে নিন) রেম খুলে পরিষ্কার করে আবার যথাস্থানে যথানিয়মে ভালোভাবে লাগিয়ে অন করুন।

প্রাথমিক কাজে সমাধান না হলে একটু গভীরে নামতে পারেন যদি সাহস থাকে।

১। পাওয়ার ডিসকানেক্ট করে রেম খুলে রেখে পাওয়ার অন করে শুনুন কোন বিপ দেয় কিনা; যদি বিপ দেয় তাহলে আপাতত ধরে নিন আপনার মাদারবোর্ড ও প্রসেসর ঠিক আছে। আবার পাওয়ার ডিসকানেক্ট করে রেমটি/রেমগুলো খুলে রেমের স্লট/ব্যাংক চেঞ্জ করে লাগান। একাধিক রেম থাকলে একটি একটি করে লাগিয়ে পরীক্ষা করুন।
২। মাদারবোর্ডের ২৪/২০ পিনের এবং ৪ পিনের পাওয়ার কানেকটর খুলে আবার ভালো করে চাপদিয়ে লাগান।
৩। অনেক সময় প্রসেসর খুলে লাগালে সমাধান হয়। কিন্তু এই কাজটা একটু বেশি গভীর। কারণ কুলার ফ্যান খুলা এবং লাগানোর নিয়ম না জানলে লক ভেঙে কুলার ফ্যানটি বাদ হয়ে যেতে পারে। আবার প্রসেসরের উপরে থার্মাল পেষ্ট থাকে সেটি না লাগালেও অনেক বড় ক্ষতি হতে পারে। আর মাদারবোড/প্রসেসরের পিন ভেঙে গেলে তো পুরাই শেষ।

এতে যদি কাজ না হয়তবে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখতে হবে অথবা মাদারবোর্ড বা রেম খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০২

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ ভাই, প্রাথমিক কাজে সমাধান হয়নি, দেখি গভিরে যেয়ে

৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ৭:১৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: @@গোবর গনেশ........লেখকের ১লাইনের পোষ্টের বিপরীতে আপ্নিতো বিশাল সমাধান নিয়া হাজির হইছেন।
এভাবে হেল্প না করে বরং আগে দেখুন আসলেই উনি উনার সমস্যার সমাধানে কতটুকু এ্যাকটিভ । তানাহলে যার সমস্যা তার প্রাইমারী দ্বায়িত্ব হলো বিস্তারীত ভাবে সমস্যাটার কথা উপস্থাপন করা..........। এভাবে দায়সারা গোছের নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.