![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলখানায় বলিউড অভিনেতা সঞ্জয়কে নতুন চাকরি দেয়া হয়েছে। তিনি এখন থেকে কাগজ বাঁধাই এবং ফাইল বানানোর কাজ করবেন। পারিশ্রমিক পাবেন দৈনিক ২৫ থেকে ৪০ টাকা। গত ২২ মে ভোরবেলা তাকে নিরাপত্তার কারণে কঠোর গোপনীয়তা এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে পুনের ইয়ারওয়াদা জেলে স্থানান্তর করা হয় ।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্জয়কে প্রথমে রান্নাবান্নার কাজ দেয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণেই পরে তা বাতিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত, ব্যারাকের ভিতরেই কাজ করবেন তিনি। নতুন কাজ পাওয়ার আগ পর্যন্ত কঠিমিস্ত্রীর কাজ করছিলেন সঞ্জয়।
এদিকে ২৭ মে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সঞ্জয়কে বাড়ি থেকে খাবার দেয়ার অনুমতি বাতিলের আবেদন করেছে ইয়ারওয়াদা জেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত আসামি সঞ্জয়কে পাঁচ বছরের সাজা দেন ভারতীয় আদালত। মুন্না ভাই খ্যাত এ অভিনেতা সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আপিল করলে ১০ মে শুক্রবার তা নাকচ হয়ে যায়। ১৬ মে’র মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি মুম্বাইয়ের টাডা আদালতে আত্মসমর্পন করেন।
এর আগে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে নিম্ন আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দিলেও, তিনি ইতোমধ্যে আঠারো মাস জেলে কাটানোয় তাকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের ঘটনায় ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়েছিলেন।
বাংলানিউজ২৪ থেকে
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
জীনের বাদশা বলেছেন: খা এইবার লাল দালানের ভাত। আমার কেন জানি মনে হয় বলিউডের সব তারকার আন্ডার গ্রাউন্ড দুনিয়ার সাথে কানেকশন আছে।