![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন প্রেমিক পুরুষের উঞ্চ আলিঙ্গন কিংবা তোমার নরম ঠোঁটে তার আলতো চুম্বনে আমায় কি তোমার একবারও মনে পড়বেনা? অবকাশ যাপনের কোন এক গোধূলি লগ্নে সমুদ্র সৈকতে, পার্কে কিংবা ব্যস্ত রাস্তায় কারো হাত ধরে হাটার সময় আর একটা অদৃশ্য হাত কি তোমার হাতটা ধরবেনা? আচ্ছা বলতো কি পরিমাণ ভালোবাসলে একটা মানুষকে আর উপেক্ষা করে থাকা যায়না? এই উত্তরটা যেদিন পাবে সেদিন আমার কথা কি একবারও মনে পরবে না? ভালোবাসা, ব্যস্ততা, ক্লান্তি কিংবা বিষন্ন অবসরে একটা অতৃপ্ত হৃদয়ের কথা ভেবে মনের অজান্তে তোমার চোখের কোন বেয়ে কফোঁটা জল ঝরবেনা? আচ্ছা সত্যি করে বলতো এই পাগল ছেলেটার কথা কোনদিন একটি বারের জন্যেও মনে পরবেনা?
কোন প্রেমিক পুরুষের উঞ্চ আলিঙ্গন
কিংবা তোমার নরম ঠোঁটে তার আলতো চুম্বনে
আমায় কি তোমার একবারও মনে পড়বেনা?
অবকাশ যাপনের কোন এক গোধূলি লগ্নে
সমুদ্র সৈকতে, পার্কে কিংবা ব্যস্ত রাস্তায় কারো হাত ধরে হাটার সময়
আর একটা অদৃশ্য হাত কি তোমার হাতটা ধরবেনা?
আচ্ছা বলতো কি পরিমাণ ভালোবাসলে
একটা মানুষকে আর উপেক্ষা করে থাকা যায়না?
এই উত্তরটা যেদিন পাবে সেদিন
আমার কথা কি একবারও মনে পরবে না?
ভালোবাসা, ব্যস্ততা, ক্লান্তি কিংবা বিষন্ন অবসরে
একটা অতৃপ্ত হৃদয়ের কথা ভেবে মনের অজান্তে
তোমার চোখের কোন বেয়ে কফোঁটা জল ঝরবেনা?
আচ্ছা সত্যি করে বলতো
এই পাগল ছেলেটার কথা
কোনদিন একটি বারের জন্যেও
মনে পরবেনা?
©somewhere in net ltd.