নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিবিজিবি

সালাহউদ্দীন আহমদ

সে কহে বিস্তর মিছা................যে কহে বিস্তর!

সালাহউদ্দীন আহমদ › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই মূলক পোষ্ট

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫

চতুর্দিকে হাহাকার। কেউ সুখী নয়। এর মাঝে এক জুনিয়ারের উদ্ভট খায়েস জাগলো। সে আর চাকরী করবেনা। আগামীকাল চাকরীটা থাকবেতো? এই চিন্তা ঘাড়ে নিয়ে সে আর চলতে নারাজ।

৫ থেকে ১০ লাখের মধ্যে ব্যবসার কোন বুদ্ধি কেউ দিতে পারেন। জুনিয়ার ব্যাংকে খোঁজ নিয়েছে। লাখে বড় জোর মাসে ৬৫০/- দেয় ফিক্সড ডিপোজিটে।

পোস্ট অফিস যদ্দুর জানি কিছু বেশী দেয়। কেউ কি বিস্তারিত জানাতে পারেন। সরকারী ওয়েবসাইটে কোন কাজে লাগার মত তথ্য নেই।

ছোট মুদী দোকান খুলতে কি রকম লাগতে পারে।

যাহোক; এ জাতীয় পোস্ট আগেও দু'একটা দেখেছি বলে মনে পড়ে। তবে এখন আর খোঁজার মন মানসিকতা নেই। অনলাইনে ব্লগারের সংখ্যাওতো দেখি আশংকাজনকভাবে কম। আজ কাল কি সবাই ব্লগিং ছেড়ে দিয়েছে?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫০

রাজিব বলেছেন: ভাই ১০ লাখ টাকা ব্যঙ্কে রাখলে ৭০০০ টাকা পাবে ঠিক আছে কিন্তু ঝুকি ছাড়া। সঞ্চয়পত্র কিনলে হয়তো একটু বেশি। বাংলাদেশে কোন ঝুকিবিহিন ব্যবসা নেই। উনি সিএনজি হয়তো কিনতে পারেন বা ১৫ টা রিকশা। দিনে ১০০০ এর কাছাকাছি টাকা আসবে। অথবা চটপটির দোকান দিতে পারেন।
বেশি ঝুকি নিতে পারলে সুদে টাকা খাটাতে পারেন। ১০ লাখে ৩০,০০০ আসবে একদম বসে বসে কিন্তু ঐ যে চড়া সুদ মানে হল চড়া ঝুকি।
আমাদের ব্লগঃ http://blog.e-cab.net/

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সঞ্চয়পত্রের ব্যাপারে সে খোঁজ নিয়েছিলে। ব্যাপারটা খুব সুবিধার না মনে হচ্ছে। কম টাকার কিনলে সমস্যা নেই। কিন্তু যেই শোনে ১০ লাখ টাকার, অমনি চোখের দৃষ্টি বদলে যায়। মুনাফা তোলায়ও নাকি সমস্যা। সরকারী অফিসের কাজ আর কি।

রিক্সার ব্যাপারটা তার মনে ধরেছে। সে খোঁজ নিচ্ছে ১৫টা রিক্সার জন্য গ্যারেজের ব্যাপারে কত খরচ পড়বে।

সুদে সে মনে হয় টাকা খাটাতে পারবেনা। সেজন্য অন্য রকম মেন্টালিটি লাগে।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনাদের ওয়েব সাইটে টি-শার্টের ব্যাপারে সে জানতে আগ্রহী। তার পুঁজির ভেতর কি এটা সম্ভব। রিটার্ন কি রকম হতে পারে?

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

লাজুক ছেলে...... বলেছেন: খাবার হোটেল বা ঔষধ এর দোকান এর ব্যাবসা আমার ১ম পছন্দ। এই টাকাই শুরু করতে পারার কথা।

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অনেক ধন্যবাদ। খোঁজ নিতে বলবো। আসলে তথ্য পাওয়াই মূল সমস্যা।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

নতুন বলেছেন: খাবারের হোটেল ভাল ব্যবসা কিন্তু প্রধান পুজি হতে হবে স্হান/ লোকেসান...

৭০% লাভ থাকে খাবারের আইটেমে... কিন্তু বিক্রি হতে হবে তার জন্য লোকেসানটা একটা বিরাট পুজি এই ব্যবসায়...

দেশে মানুষের অভাব নাই তাই খাবার ব্যবসায় লস হবার সম্ভবনা কম...শুধু স্হান নিবাচনে খেয়াল রাখতে হবে যাতে আপনি পযাপ্ত কাস্টমার পান এবং আপনার খাবার বিক্রি হয়...



২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সুন্দর পরামর্শ। কিন্তু যদ্দুর জানি ভাল জায়গায় সালামী দিয়ে, জায়গার ভাড়া দিয়ে এই পুঁজিতে সেটা সম্ভব না। আমি খোঁজ নিতে বলে দেখবো।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮

নতুন বলেছেন: ছোট করে শুরু করতে পারেন... টারগেট করুন যারা বেশি খরচা করে তাদের বাজার ধরতে..

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"টারগেট করুন যারা বেশি খরচা করে তাদের বাজার ধরতে.."
মানে যারা পাত্তিওয়ালা কিশোর যুবক? তারা তো জব্বর ডেকোরেশানওয়ালা ব্র্যান্ড নাম ছাড়া অন্য দোকানে ঢোকেনা।

আপনার পরামর্শের সমালোচনা করছিনা। পজিটিভ পরামর্শে জন্য ধন্যবাদ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

নতুন বলেছেন: তারা অবশ্যই ব্রান্ডের পেছনে পয়সা খরচা করবে.... :)

যারা কেএফসি/পিজাহাটে যাবে তারা নামে জন্যই যাবে...তাদের আপনি ধরতে পারবেন না...

আর কেএফসি/পিজাহাটে সাথে প্রতিযোগিতা না করে অন্য রকমের খাবারের চেস্টা করতে পারেন...

কিন্তু উদ্দেশ্য থাকতে হবে যারা পয়সা খরচা করে তাদের জন্য পন্য বিক্রি করতে...

বিভিন্ন দেশের স্ট্রিটফুডের দিকে নজর দিতে পারেন...

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
গঠনমূলক পরামর্শ। দেখি আলাপ করে। ছেলেটার বয়স বেশী নয়। তাই দৌড়ঝাপ করতে পারবে। দেখা যাক শেষমেষ কি করে।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫

রাজিব বলেছেন: @লেখকঃ ভাই আপনার সেই জুনিয়রের জন্য ব্যবসা না। ব্যবসা মানে প্রথমে শিখতে হয় ঠকতে হয় এবং ঝুকি নিতে হয়। আপনার উনি ঝুকি না নিয়ে মুনাফা চাচ্ছেন। টিশার্ট এর ব্যবসা খুবই লাভজনক হতে পারে এবং ৫ লাখ টাকা হলেও চলবে কিন্তু ব্যবসা করাতো আগে শিখতে হবে। আগেই হিসাব করছেন রিটার্ন কেমন। ঠিক মত করতে পারলে মাসে ১ লাখ আসাও কঠিন কিছু না। কিন্তু না জেনে না বুঝে নামলে ৫ মাসেই ৫ লাখ টাকা সহজেই হারাবেন। আমার কথায় কিছু মনে করবেন না। চাকুরির মানসিকতা যাদের থাকে তাদের জন্য ব্যবসা নয়।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কিছু মনে করার প্রশ্নই আসে না। যে কোন পরামর্শের জন্যই এই পোস্ট। আপনাদের কমেন্ট থেকেওতো প্রকৃত তথ্য উঠে আসছে। আমি কিছু মনে করিনি। তবে যার টাকা সে কিছু বিষয়ে জানতে চাইতেই পারে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিনা পয়সায় একটা ব্যবসা আছে, সাপ্লাই চেইন বিজনেস। এজন্য দরকার অনেক পরিশ্রম আর বিস্তর যোগাযোগ আর মার্কেটিং পলিসি আর যে প্রডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেটার উপর ভালো জ্ঞান। একজন থেকে একটা প্রডাক্ট এনে আরেকজনের কাছে বেচবেন। শুধুমাত্র ভালো যোগাযোগ থাকলেই এ ব্যবসা্ মন্দ নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল পরামর্শ। সে বর্তমানে এক জনের সাথে সাব-কনট্র্যাক্টে কিছু টাকা ইনভেস্ট করে ঐ নিয়ে দৌঁড়ঝাপে ব্যস্ত।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

নীল ভোমরা বলেছেন:

এক কাজ করেন.....সামনেই গরমের দিন আসতেছে..... বরফ ঠান্ডা আখের রস বিক্রির ধান্ধা করতে পারেন। আখ চিবড়িয়ে রস করার ৫টা মেশিন কিনে সুবিধামত স্থানের ফুটপথে বসিয়ে দেন ৫ জনকে!.......আখের রস বেচে আখের গোছানো আরকি!....... :-B

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ব্যবসার যা অবস্থা, তাতে ক'দিন পর ঐ কাজই করতে হবে মনে হচ্ছে... :-B

৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনলাইন বিজনেস যেমন বুটিক হাউজ দিয়ে দেখতে পারেন। কম পুঁজিতেই সম্ভব।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
পরামর্শের জন্য ধন্যবাদ।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

পাঠক মানব বলেছেন: অফিস গুলোতে লাঞ্চের সাপ্লাই দিতে পারে। চাহিদা আছে প্রচুর।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
পরামর্শের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.