![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ ধরণের পোস্ট হয়তো অনেকের কাছেই বিরক্তিকর। কিন্তু এরপরও না দিয়ে পারলাম না। আজ সকালে বিটিভি দেখছিলাম। দুই সুন্দরী উপস্থাপিকা আজকের এই দিনে অতীতে বিশ্বে কি হয়েছে তার বিবরণ দিচ্ছিলেন। হঠাৎ একজন বলে বসলেন:
"আজ এই দিনে এডমন্ড হিলারী এবং তেনজিং নোরগে এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন।"
তাদের দোষ দিচ্ছিনা, কেননা যেই সুপন্ডিত তথ্য জোগাড় করেছেন ব্যাপারটা তার দোষ। উপস্থাপিকাদের হাতের স্ক্রীপ্টে যদি লেখা থাকে বাংলাদেশের অমুক চিত্রনায়ক অ্যান্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেছেন, তবে তারা সেটাই পড়বেন।
১৯৫৩ সালের ২৯ মে তেনজিং আর হিলারী এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন। "They reached the summit at 11:30 am on 29 May 1953, climbing the South Col route. Before descending, they stopped at the summit long enough to take photographs and to bury some sweets and a small cross in the snow." - উইকিপিডিয়া।
বিটিভির চোখে এ পোস্ট পড়বে কিনা জানিনা। তবে আমি আমার ক্ষুদ্র কর্তব্য পালনের চেষ্ট করলাম।
উইকিপিডিয়ার লিংক
তারিখটা জানা ছিলো। কেননা এদিনে আমার বিপক্ষের গায়ে হলুদ হয়েছিলো।
২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
তারিখটা ঠিক আছে, সন আরও অর্ধ শতাব্দী এগিয়ে আনতে হবে।......
২| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
আমিনুর রহমান বলেছেন:
আমি তো বলি বিটিভিই আমাদের একমাত্র বিনোদন দেয়
২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
৩| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৬
ফিলিংস বলেছেন: @ ঢাকাবাসী -আমিতো চোদনা হয়ে গেলাম । ১৯৫৩ না ২৯ শে জুলাই বিপক্ষের গায়ে হলুদ। ।
৪| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯
এরিক ফ্লেমিং বলেছেন: মানুষ বিটিভি দেখে কিনা এটা তার পরীক্ষাও হতে পারে !!!
অন্তত একজন মানুষ তো বিটিভি দেখেছে, তাও সকালে।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
পরীক্ষায় বিটিভি পাশ করেছে তাহলে.
৫| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩
এরিক ফ্লেমিং বলেছেন: ২৯ জুলাই ২০১৫, বুধবার । ১৪ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো
• ১৫৮৮-ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী অ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে।
• ১৮৫১ - অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন।
• ১৮৫৮ - এই দিনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৮৯১- উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি।
• ১৯৫৩ - তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট শৃঙ্গে পা রাখেন।
• ১৯৫৭ - আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত ।
• ১৯৫৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) প্রতিষ্ঠিত হয়।
• ২০০৫- সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিস্কৃত হয়।
তথ্য সূত্র:
http://www.banglanews24.com/fullnews/bn/412774.html
৬| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
এরিক ফ্লেমিং বলেছেন: At 11:30 a.m. on May 29, 1953, Edmund Hillary of New Zealand and Tenzing Norgay, a Sherpa of Nepal, become the first explorers to reach the summit of Mount Everest, which at 29,035 feet above sea level is the highest point on earth.
http://www.history.com/this-day-in-history/hillary-and-tenzing-reach-everest-summit
৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ক্রস-রেফারেন্স পেশ করার জন্য ধন্যবাদ।
৭| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: খুবই সম্ভব। যে তথ্য উতস থেকে নিছে ওইটাই হয়তো ভুল ছিলো।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বিটিভি যেহেতু রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান, সেহেতু এর মর্যাদা বেশি। চ্যানেল আই কিছু হাবিজাবি করলে, আব্দুর রশীদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ, ফরিদুর রেজা সাগর বা অন্যান্যদের নিয়ে কিছু ক্যারিকেচার হতে পারে, কিন্তু বিটিভি ভুল করলে তার দায়ভার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের।
তাই কোন চটুল ব্লগসাইট মার্কা ওয়েবসাইট বা বিসিএস গাইড না দেখে সরাসরি কোন অথেনটিক সোর্স থেকে তথ্য নেয়া উচিত।
৮| ৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেউ বিটিভি দেখে!!!
তার তথ্য মনোযোগ দিয়ে শোনে!!!
তারপর আবার তথ্য সংশোধন করে দেয়!!!
আপনার রসবোধ দারুন মশাই
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
তাইতো। বিটিভি দেখাটা মনে হয় উচিত হয়নি.
৯| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: লেখককে ধন্যবাদ তার ভূল ধরাইয়া দেওয়ার জন্য। আসলে আমাদের মাঝে অনেক মানুষ আছে, যাচাই বাচাই ও সঠিক তথ্য না জেনেই বলে ফেলেন, আপনী যদি তাকে ধরাইয়া দেন, তবে সে বলবেন, আমার যা খুশি বলবো, তাতে আপনার কি?
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।
১০| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৬
আব্দুল্যাহ বলেছেন: "বিপক্ষের গায়ে হলুদ" এটাই দাগ কেটে গেল
০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনারও সে দিনটি মনে থাকবে।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১
এহসান সাবির বলেছেন: আমরা বেঁচে গেছি!! আমাদের টিভিতে বিটিভি দেখা যায় না
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
ঢাকাবাসী বলেছেন: ১৯৫৩ সনে আপনার বিপক্ষের গায়ে হলুদ! মজা পেলুম। আর বিটিভি মানে হল দুনিয়ার সবচাইতে নিকৃস্ট অশিক্ষিত অপদার্থ পাচাটা রোকদের নিয়ে চ্যানেল।