![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২খ), বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২ক), বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ১)
বড় বড় স্থপতিদের পালা গেলো। এবার ভিন্ন কিছু।
“House Attack”—Vienna, Austria
অনেকেই এটাকে একটা উদ্ভট দালান হিসেবে জানেন। এই ভুল ধারণা দূর করার জন্যই মূলতঃ এটাকে এখানে অন্তর্ভূক্ত করা।
এটা আসলে একটা শিল্পকর্ম।
নীচের ভবনটি হচ্ছে Museum of Modern Art, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।MUMOK ("MUseum MOderner Kunst")
Laurids Ortner, Manfred Ortner এই দুই স্থপতির প্রতিষ্ঠান Ortner & Ortner এর ডিজাইনার। যাহোক এ ব্যাপারে এখানে বিস্তারিত আলাপ করতে চাচ্ছিনা, মূল প্রসঙ্গে যাওয়া যাক।
Erwin Wurm নামের এক প্রখ্যাত অস্ট্রিয়ান আর্টিস্ট, এই শিল্পকর্মটি ডিজাইন করেন। তিনি আর MUMOK মিলে এই শিল্পকর্মটি বাস্তবে রূপ দেন। Strabag, Felbermayr এই দুই নির্মাণকারী প্রতিষ্ঠান আর Knauf নামের মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ শিল্পকর্মটি তৈরী হয়। ২০০৬ এর ১৯ অক্টোবর এক প্রদর্শনী উদ্ধোধন করা হলে এটা সবার চোখে পড়ে। যতদিন প্রদর্শনী চলেছে ততদিন এটা ছিলো। প্রদর্শনী শেষ হয়ে যাবার পর এটাও সরিয়ে ফেলা হয়। এর দেয়াল জুড়ে অন্য সময়েও উদ্ভট শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে।China - Facing Reality
Erwin Wurm
Wurm এর আরেক শিল্পকর্ম
আসলে জাদুঘরের চৌহদ্দী জুড়েই নানা রকম আজব শিল্পকর্মের প্রদর্শনী চলে। তবে হাউজ অ্যাটাক শিল্পকর্মের জন্যই মূলত জাদুঘরের খ্যাতি তুঙ্গে পৌছে যায়।
মূল ভবনটি বাইরে থেকে সেরকম বিচিত্র কিছু নয়। উল্টো করা বাড়ীটি অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। তবুও ছবি দেখে অনেকেই এটা দেখতে সেখানে যান।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ওর চত্বরে আরও যে কত আজব প্রদর্শণী চলে, তা দেখলে হাসবেন।
২| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২
রাইসুল ইসলাম রাণা বলেছেন: অভিভূত!
০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:১৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একবার ভেবেছিলাম MUMOK নিয়ে পোস্ট দেই। পরে ভেবে দেখলাম, সেটা একটা বিরস স্থাপত্যের কচকচি হয়ে পড়বে। বরং এই বিস্ময়কর শিল্পকর্ম নিয়ে কিছু লিখলে নিজেরও ভাল লাগবে। আমি ভেবে পাইনা, মানুষ এগুলো চিন্তা করে কি করে! এরা কি সুপারম্যান?
৩| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
৪| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সিরিজটা চালিয়ে যান।
খুব ভাল লাগছে আপনার চমকপ্রদ বাড়ির পোস্ট।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত। কিন্তু পরবর্তী পর্ব দেয়ার দায় বোধ এসে যাওয়ার এক ধরণের ভয়ও কাজ করে...
৫| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
আরজু পনি বলেছেন:
আবার সেই অসাধারণ পোস্ট।
এক লাইকে মন ভরছে না আমার ।
ইদানিং মানুষজন কব্জি চিহ্ন (লাইক বাটন) কম চাপে কেন বুঝতে পারছি না।
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনারা এত ভাল ভাল পোস্ট দেন, যে লোকে ওগুলোতে লাইক চাপতে চাপতে ক্লান্ত হয়ে পড়ে। এরপর আমার এই বিরস পোস্টে এসে আর লাইক দেয়ার শক্তি থাকেনা....
৬| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯
দিগন্ত জর্জ বলেছেন: চিত্রকর্মগুলো দেখে অভিভূত। ধন্যবাদ আপনাকে আমাদের দেখার সুযোগকরে দেওয়ার জন্য।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
চিত্রকর্মগুলো আসলেই এত অদ্ভুত, যে থমকে যেতে হয়। শুভেচ্ছা রইলো।
৭| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
ফয়সাল রকি বলেছেন: আরজু পনি বলেছেন: ইদানিং মানুষজন কব্জি চিহ্ন (লাইক বাটন) কম চাপে কেন বুঝতে পারছি না।
লেখক বলেছেন: আপনারা এত ভাল ভাল পোস্ট দেন, যে লোকে ওগুলোতে লাইক চাপতে চাপতে ক্লান্ত হয়ে পড়ে। এরপর আমার এই বিরস পোস্টে এসে আর লাইক দেয়ার শক্তি থাকেনা....
আমার মনে হয়: লাইকবাটন দিয়ে যে লাইক দেয়া যায় এটা হয়তো অনেকে জানেনই না
পোষ্টে প্লাস +++ (লাইক বাটনে ক্লিক সহকারে)।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"আমার মনে হয়: লাইকবাটন দিয়ে যে লাইক দেয়া যায় এটা হয়তো অনেকে জানেনই না"
আপ্নেরে বহুত্ বহুত্ বহুত্ ধইন্যা...
৮| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
আরজু পনি বলেছেন:
আমার পোস্টে কেউ কেউ শুধু মুখে বলে যায় প্লাস বা ভালো হয়েছে বা এই ধরণের কিন্তু ভুলে যায় প্লাস বাটন চাপতে
তারপরও যে আমার পোস্টে তাঁরা এসে কষ্ট করে মতামত জানিয়ে যান...আমি তাদের এই মহানুভবতায় অনেক কৃতজ্ঞ।
আর আপনি যদি ওই কথা বলে নজর দ্যান তবেতো ...
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
নজর দিলে ক্ষতি কি? পোস্টের কপালে কাজলের টিপ দিয়ে রাখবেন....
৯| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আরজু পনি বলেছেন:
আরেকটা কথা...আমি খুব বাজে পোস্ট বা খুব অপছন্দ না হলে কিন্তু মন্তব্য করার সাথে প্লাস বাটনও চাপি।
এমনকি কখনো সময়ের অভাবে মন্তব্য করতে না পারলেও লাইক বাটন চেপে লেখার প্রতি ভালো লাগা জানিয়ে রাখি নীরবেই।
কেউ যদি তার পোস্টের লাইক বাটন-এর সংখ্যায় ক্লিকায় তবে অনেকেই সেখানে আমার নাম দেখতে পাবে ।
আমি (আরজু পনি বা আরজু নাসরিন পনি) মনে হয় ব্লগে একমাত্র ব্যক্তি যে সবচেয়ে বেশি লাইক বাটন চাপি অন্যের পোস্টে...
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার কর্মকান্ডে উদ্বুদ্ধু হয়ে অন্যরাও ভাল ভাল পোস্ট পড়ুক, আর মতামত শেয়ার করে আলোচনা করুক, এই কামনা রইলো। তবে যার যার মূল কাজ, ব্যবসা, চাকরী, ঘর সংসার সামলে...
জাদিদ ওরফে কাল্পনিক ভালবাসাকেও দেখি চুপে চুপে লাইক বাটনে চাপ দিতে। বেচারা মডু গিরি করতে গিয়ে ঠিকমত মন্তব্য লেখার হয়তো টাইমই পায়না...
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১০| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার পোস্ট
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কৃতজ্ঞতায়...
১১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৪
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ, ভাল থাকুন।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৪র্থ লাইক
ভিন্নতর স্বাদ দিলেন
+++++++
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। ব্যাপারটা যে পিওর আর্কিটেকচার নয়, তা আমিও প্রথমে খেয়াল করিনি। আপনার মন্তব্যে চোখে পড়লো।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: সুন্দর পোস্ট।
+++++
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অনেক ধন্যবাদ।
১৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
আমিই মিসির আলী বলেছেন: চৌহদ্দী জাদুঘর সম্পর্কে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ।
+++
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বাস্তবিকই জাদুঘরটি ৬০,০০০ বর্গ মিটারের এক বিশাল এলাকায় অবস্থিত। এখানে MUMOK ছাড়াও আরও জাদুঘর, যেমন Leopold Museum, centre for dance, নানা শিল্প সংস্কৃতির প্রতিষ্ঠান, ইত্যাদির সমারোহ।
আপনার ভাল লাগায় আনন্দিত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
প্রামানিক বলেছেন: দারুণ শিল্প কর্ম। ধন্যবাদ