নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আশা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১

অনু গল্প

রোদ্দুর হতে চাওয়া ছেলেটা হারিয়ে গেছে । যাক, কিন্তু আমি বাঁশির সুরটা ঠিক গায়ে জড়াব। হয়ে উঠব বাঁশি। আকাশের সাথে ভাব করব তন্ময় হয়ে যাবে প্রকৃতি। আমাদের ভালোবাসা প্রাণ পাবে সুরে। আমাদের ভালোবাসা কথা বলবে উচ্ছ্বল হয়ে।
পাহাড়ের ঢেউয়ে নাচবে প্রতিধ্বনি।
স্রোতের মতন বয়ে যাবো বালিয়াড়ি ভেঙ্গে ভেঙ্গে। আমাদের সকাল দুপুর রাত অম্লমধুর স্পর্শ সুখে কাঁপবে । বয়ে নিবে ফুলের সুগন্ধ। আঁচল বিছিয়ে শুতে দিব রোদ্দুর, জোছনা, তারায় খচিত আকাশ যখন যাকে কাছে পাবো। গলে যাবো মোমের মতন আলো দিয়ে। সুর তুলে ঝাড় বাতি জ্বালাব দিগন্ত ব্যাপী। ক্যানভাসের রঙ নিপুণ কথার ছন্দে, ঝরে পরেবে, মুগ্ধ করবে।
ভালোবাসা এবং সুর মিলে মিশে যাবে দিগন্তের মতন।
অমলকান্তিরা হারিয়ে যায় কিন্তু নির্ঝরের স্বপ্ন এগিয়ে যায় নির্দিষ্ট গন্তব্য বয়ে, দিগন্ত থেকে দিগন্ত ব্যাপী ছড়িয়ে পরে সুরের ব্যঞ্জনে।
আমি হারাবো না ভালোবাসা। আমি স্বপ্নের হাত ধরে বয়ে চলি নিরবধি। আমি আকাশ কুসুম সন্ধ্যা বিকাল একাকার করেছি। ঊষা অস্তের রঙিন আলো মেখেছি গায়ে। মেখে নিয়েছি জোনাকের আলো গায়ে। গাঢ় অন্ধকারেও দেখতে পাবে আমাকে।
আমি তা তা থৈ থৈ উচ্ছলতা বয়ে বেড়াব আজীবন সুখের অবগাহণে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬

রোকসানা লেইস বলেছেন: না পড়েই মনে হয় মন্তব্য দিয়েছো।
আবার পড়ো বুঝে যাবে

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩১

ইসিয়াক বলেছেন: কি হলো ? ঠিক ধরতে পারলাম না।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭

রোকসানা লেইস বলেছেন: তাই কি আর করা । পড়ার জন্য এবং মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.