নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

শিল্প কলা

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৬

একশবিশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় মূল্য হয় এককোটি এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশ চুয়ান্ন টাকা চুয়াত্তর পয়সা
। এই বিশাল মূল্য আর্টের এবং আর্টটি একটি সত্যিকারের আস্ত কলা স্কচটেপ দিয়ে বড় ক্যানভাসের সাথে সেঁটে দেয়া হয়েছে। মায়ামীতে প্রদর্শনরত কলার শিল্পকর্ম ১২০০০০ মার্কিন ডলারে তিনটি ক্যানভাসের দুটো বিক্রি হয়ে গেছে। প্রদর্শনীর দেয়ালে ঝুলে থাকা বাকি শিল্পকর্মটির কলাটি খুলে খেয়ে ফেলেছে নিউইয়র্কের অভিনয়ের শিল্পী ডেভিড দাতুনা। কারণ হলো, ক্ষুধার্ত ছিলেন এবং টুইট করে বলেছে কলাটি সুস্বাদু ছিল।
ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলান রচিত কৌতুক শিরোনামের শিল্পটি বিক্রি হওয়ার পর্যায়ে ছিল।
ঠিক কি ধারনায় এই আর্টটি কেনা হলো এতদামে এটা বুঝতে পারছি না কিছুতেই। শিল্পকর্মর মূল্যের মাপ ঠিক কোথায় অবস্থান করছে এবং কিভাবে নির্ধারন হয় এখন ।
অবশ্য ইমমানুয়েল পেরোটিন গ্যালারীর প্রতিষ্ঠাতা মৌরিজিও ক্যাটেলানের শিল্প সম্পর্কে বড় মাপের ধারনা দিয়েছেন। যা কেবল বস্তুতে সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে বিস্তার করে। আমি এর আগে এই শিল্পীর নাম শুনিনি । ছবিও দেখিনি ধারনা একদমই নাই। অভিনয় শিল্পী শিল্পটি খেয়ে না ফেললে হয়তো জানাও হতো না কখনো। শিল্পী আরেকটি কলা সেটে দিয়ে ক্যানভাসটি নতুন করে বানিয়ে দিবেন শুনেছি। যার মূল্যমান এত তা কি নষ্ট করা যায়।
বেশ উপকার করেছেন একদিকে শিল্পটি খেয়ে ফেলে। আমার মতন অজ্ঞাতের জানা হলো বর্তমান সময়ের নামি শিল্পীর নাম। এছাড়া নামটা অনেকের মাঝে প্রচার হলো।
শিল্পীর মাথায় যত রকমের নতুন ধারনা খেলা করে দর্শকের মাঝেও তেমন ভালো ভাবে দেখার অনেক মানুষ থাকে। তেমনি একজন পেয়ে গেছেন সত্যিকারের কলা আর খুলে খেয়ে ফেলেছেন দামের কথা বিবেচনা না করে। যেমন লণ্ডনের প্রদর্শনী থেকে শিল্পীর বানানো আঠারো ক্যারটের সোনার টয়লেট চুরি হয়ে গিয়ে ছিল। শিল্পের চেয়ে মূল্যটা অনেক ছিল ছয় মিলিয়ন। সেটা আকর্ষনিয় ছিল যে নিয়ে গেছে তার কাছে।




মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



১২০,০০০ ডলারের মুল্য টাকায় হবে হয়তো, ১ কোটী ৯ লাখ ৬০ হাজারের চেয়ে সামান্য বেশী

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

রোকসানা লেইস বলেছেন: ঠিক বলেছেন ভুল হয়েছে বেশ। কড়েগুনে শ মিলাতে পারি এতো বিশাল বড় অংক ভুল হওয়া স্বাভাবিক। ঠিক করে দিচ্ছি গুগলের সাহয্য নিয়ে।
ধন্যবাদ আপনাকে।
তবে কলার দাম এভাবে কোটি টাকার উপরে হলে জনগনের বিশাল সমস্যা হবে এমনিতে পিঁয়াজ নিয়ে সমস্যায় আছে মানুষ

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: ওকে।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

রোকসানা লেইস বলেছেন: কোন ব্যাপারে ওকে করলে বুঝতে পারলাম না

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




রোকসানা আপা,
শিল্পর কোনো মূল্য নেই, তবে নিলামে অনেক কিছুই হয়। আমরা দর্শক মাত্র। দেখাটাই আমাদের কাজ।
শুভ কামনা রইলো।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

রোকসানা লেইস বলেছেন: কতরকমের বৈচিত্রময় ভাবনা মানুষের। এখন একটু আধটা দেখার সুযোগ হয়ে গেল অন্তর্জালের বদৌলতে।
এটা মনে হয় নিলাম ছিল না। দাম ধার্য করা ছিল। একটি গ্রোসারী দোকান কিনেছে !
শুভেচ্ছা রইল

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ্‌ ভাল লিখেছেন তোহ্‌!
শুভেচ্ছা।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ বিএম বরকতউল্লাহ
আসলে বেশি কিছু লেখার ছিল না। খবরটাকে নিজের আশ্চর্য হওয়ার সাথে মিলিয়ে লিখে ব্লগার সহ যাত্রীদের সাথে শেয়ার করলাম।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,





এতো দামী কলা শিল্পকর্মটির কথা জানা ছিলো। জানা ছিলোনা সেই কলা খেয়ে ফেলার বৃত্তান্ত।
এবারে শিল্পীর উচিৎ হবে কলাটি ফর্মালিনে চুবিয়ে ঝোলানো। তরতাজা থাকবে অনেক দিন, পঁচবেনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

রোকসানা লেইস বলেছেন: হা হা হা ভালো বুদ্ধি দিয়েছেন তো আহমেদ জী এস
শিল্পীকে কেমনে জানানো যায় বিষয়টা এটা ভাবছি।

শুভেচ্ছা জানবেন

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালোবেসে আলগোছে আঙুলের ছোঁয়ায়
লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
যেথায় আমি বেঁচে থাকার মানে খুজে পাই
তাইতো আমি তোমার কাছে নিলাম হতে চাই।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

রোকসানা লেইস বলেছেন: বাহবা! দারুণ বলেছেন তো নূর মোহাম্মদ নূরু

তা নিলাম হওয়ার জন্য আপনিও কি স্কচটেপে সেঁটে ক্যানভাসে ঝুলবেন নিজেকে দেয়ালে?


শুভেচ্ছা জানবেন



৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসব অদ্ভুত ঘটনা আসলেই শিল্পমানের দিকে আঙুল তোলে বৈকি!!!

আর ক্রেতারাও বলিহারি!

শিল্পীকে ধন্যবাদ দিতেই হয়, যার যা কাজ তারই সৎকার করেছে ;)
আস্ত কলা শিল্প না হয়ে ক্ষুন্নি নিবারনের মাধ্যম হিসেবেই মানান সই! সত্যটাই তুলে ধরেছেন :P =p~

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

রোকসানা লেইস বলেছেন: ভাবলে অবাক লাগে কারো কাছে অর্থ কত অর্থহীন। সহজে পেয়ে যায়। আসল শিল্পীরা কি পরিমাণ দৈনতায় কাটিয়ে গেল জীবন। কেউ কেউ সত্যি ভাগ্যবান ক্রেতার মূর্খামির কাছে।

শুভেচ্ছা আপনাকে বিদ্রোহী ভৃগু

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,





কলা খাওয়ার দৃশ্যটি খুব মজার। লিংক দিলুম -

banana art eating


৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ।দেখেছি আমিও আবারও দেখলাম মজার ভিডিওটি আপনার দেওয়া লিঙ্ক থেকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.