নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বেহালাবাদক জ্যোর্তিময়রোগী এবং ডাক্তার

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫২


চিকিৎসা বিজ্ঞানের উন্নতি প্রযুক্তি দিনদিন কোথায় যে চলে যাচ্ছে। দেখি আর অবাক হই। ভয়াবহ সব রোগ নিয়ন্ত্রন থেকে কঠিন জটিল অপারেশন মানুষ যেন হাসতে হাসতে করে ফেলছেন।
চীনের করোনা ভাইরাস আক্রান্ত মানুষদের যারা সেবা করছেন, দিন রাত্রি এক করে নিজেদের নিয়ন্ত্রিত মাস্ক এবং পোষাক পরে। তাদের ধৈর্য্য এবং সাধানাও অনেক বেশি তাদের মেধার মতনই। গায়ের উপর চাপিয়ে রাখা জোব্বা, নাক, মুখ চোখ বন্ধ মাস্ক পরে কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন। এবং সুনিপুন ভাবে করে যাচ্ছেন কাজ।
শুধু চিকিৎসক নন, নার্স এবং সংলিষ্ট সবাইকে তাদের এই সেবা প্রদানের মনোভাবের জন্য জন্য অন্তর থেকে একটা ধন্যবাদ। শুধু চীনের করোনা ভাইরাস নয়। এর আগেও ইবোলা, জিকা, এবং সার্স, মার্স এভাবেই কিছু নিবেদিত প্রাণ মানুষ নিজের জীবনের ভয়াবহ রকমের ঝুঁকি নিয়েও কাজ করে গেছেন, যাচ্ছেন রোগীদের মধ্যে। অনেক ডাক্তার আক্রান্ত হয়েছেন। মারাও গিয়েছেন সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে। তবু ডাক্তারি পেশায় নিয়োজিত মানুষ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ভালোবেসে।
ভয়াবহ মহামারীতে অনেক মানুষ ভলান্টিয়ারি স্ব ইচ্ছায় সেবা দান করেন মানুষকে এই সব মানুষকে শ্রদ্ধা।
মহামারী ব্যাপক ভাবে আক্রান্ত সময় ছাড়াও প্রতিদিন ডাক্তার এবং সেবা দানকারীরা মানুষের চিকিৎসা করে ভালো করে তুলছেন। রির্সাচকারীরা নতুন কিছু আবিস্কারের চেষ্টায় নিয়োজিত। প্রতিদিন চেষ্টা করছেন তারা সমস্যার সাফল্য মণ্ডল
সমাধান করার। মানুষ রোগে যে কষ্টভোগ করেন তা যেন সহজে সমাধান করা যায়। তার চেষ্টায় নতুন কিছু আবিস্কারের চেষ্টা করছেন সবটুকু মেধা নিয়োগ করে।
গতবছর খুব কাছে থেকে দেখছিলাম একজন কাছের মানুষের হঠাৎ ধরা পরা জটিল রকমের ছড়িয়ে পরা লেবেল ফোর ক্যানসার নানা রকম চিকিৎসার মধ্যে সারিয়ে তোলা ধাপে ধাপে। একদম আশা ছেড়ে দেওয়া একজন মানুষকে আত্মিয় স্বজন যখন মন শক্ত রাখার বাইরে কোন ভরষা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন তখন ডাক্তার একটু একটু করে ধাপে ধাপে একএকটা শরীরের অংশ কেটে ফেলে জোড়া দিয়ে নানারকম চিকিৎসা দিয়ে ফরেন পার্ট শরীরে স্থাপন করে আবার তা সারিয়ে দিয়ে একটা শরীরকে কিভাবে সুস্থ স্বাভাবিক হয়ে উঠার জন্য সাহায্য করছেন।
যে ভাবে ডাক্তাররা মানুষের শরীরের বিভিন্ন অংশে ছুড়ি চালিয়ে কেটে চিরে, জোড়া দিয়ে আবার স্বাভাবিক হওয়ার ব্যবস্থা করে দেন। তাদের এই সব কাজ সূক্ষাতি সূক্ষ শিল্পর চেয়েও বড় কঠিন শিল্প মনে হয়। ভাবনার জগতে ধারন করতে পারি না তাদের কঠিন ধৈর্য্যশীল কাজের বিস্তৃতি। শৈল চিকিৎসার এক অতি বিষ্মকর ঘটনা ঘটেছে গত পরশু।
ডাক্তার মাথার খুলি কেটে নিয়ে মগজ বের করে রেখে, মাথার ভিতর থেকে কেটে বের করেছেন টিউমার। জটিল আকারের টিউমারটি পুরো কাটা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন রোগীকে। পাঁচ ভাগ থেকে যাবে। পঁচানব্বই ভাগ পরিস্কার করতে পারবেন।
এই পর্যন্ত বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয় একজন সার্জনরে জন্য। কিন্তু ডাক্তার বেহালাবাদক রোগীর হাতে বেহালা ধরিয়ে বাজাতে বলেছেন। মাথা কেটে মগজ বের করে রাখা হয়েছে বাইরে। লোকাল এনেসথেসিয়া দিয়ে অপারেশন চলছে আর রোগী মায়াবী মূর্চ্ছনার সুর বাজিয়ে চলেছেন সারা সময় আপন খেয়ালে। কিংকলেজ হাসপাতাল লন্ডনে এই বিষ্ময়কর ঘটনাটি ঘটেছে।
কী অদ্ভুত শক্তিমান হাত ডাক্তারের । ভেবে আশ্চর্য হচ্ছি।





মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:



কোথায়ও একটা ভুল আছে, মানুষ বেহালা বাজালে, সিগন্যাল মগজ থেকে আসতে হয়।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৩১

রোকসানা লেইস বলেছেন: সেটাই তো জানি মগজটাকে এমন ভাবে রেখেছিল হয়তো মাথার বাইরে আছে বুঝতে পারে নাই।
এখন ইউটিউবে আছে দেখতে পারেন ।
গতকাল জাতীয় নিউজে দেখলাম খবরটা।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



তা'হলে, কোন না কোনভাবে শরীর ও ব্রেইনের মাঝে নিউরোলোজিক্যাল কানেকশান রাখা হয়েছিলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৯

রোকসানা লেইস বলেছেন: সে রকমই মনে হচ্ছে। কিন্তু চিন্তা করলে কি রকম সাংঘাতিক লাগছে।
একজন মানুষ জ্যান্ত বেহালা বাজাচ্ছে আর তার মাথা কেটে ঠিক করছে ...দারুণ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: এই জন্যই ডাক্তারের আরেক নাম ভগবান।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

রোকসানা লেইস বলেছেন: ভগবান অদৃশ্য এবং আলোকিক বাণীর মানুষেরই সৃষ্টি কিছু অনিশ্চিত ভাবে যার উপর ভরষা করতে হয়। কিন্তু এই ডাক্তাররা হাতে কলমে বাস্তব এক একজন শিল্পি কারিগর। মানুষকে ভালো করে তোলার।
ভগবান বলাটা ভুল।
অবশ্য অনেক বিষয়ে আমরা ভুল শব্দ ব্যবহার করি।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: সঙ্গগীত মানুষের মনকে শান্ত রাখে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৫

রোকসানা লেইস বলেছেন: নির্ভর করে কেমন সঙ্গীত কার মনে কি প্রভাব ফেলবে।
কোন সঙ্গীত শোনে নাচতেও ইচ্ছা করে

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: কী সাংঘাতিক বিপ্লব !!!
প্রতিনিয়ত মুগ্ধ করে চলছে ......

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৮

রোকসানা লেইস বলেছেন: আসলে মানুষের শক্তি অসীম সঠিক ভাবে ব্যবহার হয় কম।
ভীষণ কিছু মানুষই করতে পারে

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

নেওয়াজ আলি বলেছেন: সঙ্গীতের জোরালো একটা শক্তি আছে মানুষ নিয়ন্ত্রণ করার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১০

রোকসানা লেইস বলেছেন: তা আছে কিন্তু এখানে সঙ্গীত বাজিয়ে যাচ্ছেন একজন অপরেশনরত রোগী ।
তার শক্তিটা ভয়ানক

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

শের শায়রী বলেছেন: ব্যাপারটা লজিক্যালি মিলছে না, কিভাবে এ্যানেস্থেশিয়া দেয়া ব্রেইন বের করা রোগী বেহালা বাজায়?!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৩

রোকসানা লেইস বলেছেন: এ্যানেস্থেশিয়া যখন লোকল হয় তখন সম্ভব। উনার মগজটা কাজ করছিল। মাথার খুলিতে এ্যানেস্থেশিয়া করা হয়েছিল হয়তো কেটে ফেলার জন্য। পুরো শরীর ঘুমিয়ে পরেনি।
ডেন্টিসরা একটা জায়গায় যেমন এ্যানেস্থেশিয়া দেন সেরকম ।
তবে এ বিষয়টা অনেক কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.