নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বৈষম্য

১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৭


যত দিন যায় মানুষ তত সভ্য হবে। অথচ বর্তমান সময়ে যত দিন যায় মানুষ তত অসভ্য হচ্ছে। এই অসভ্যতা নিজের স্বার্থ হাসিল এবং লোক দেখানো জন্য।
হোক সেটা অর্থ, প্রতিপত্তি দেখানোর বড়াই। হোক বংশ বা ধর্মের শো আপ। নিজের চেতনার বাইরে এই সব লোক অন্য কোন মানুষের ভাবনা, বিশ্বাসকে মূল্য দেয় না। স্বার্থপরের মতন অন্যের তৈরি করা সুবিধা ভোগ করতে কার্পণ্য করে না এইসব হীন মানুষ। কিন্তু অন্যের বিশ্বাস চিন্তা চেতনাকে থোড়াই কেয়ার করে এই সব লোক। বরঞ্চ নিজেরা কিছুই চায় না অন্যের থেকে এমনই ভাব করে চলে। আর নিজেদের ভাবনা চাপিয়ে দিতে চায় জোড় করে অন্যদের উপর। মানুষের ভাবনা কন্ট্রোল করা যায় না শক্তি দিয়ে আর চালাকি দিয়ে দাবীয়ে রাখা যায় হয় তো খানিক সময় কিন্তু কখনো সব সময়ের জন্য নয়।
এই সব ভীষণ স্বার্থপর বর্ণবাদি মানুষগুলো পৃথিবীতে নরকের কীট । এরা নিজেদের বিশ্বাস দেখাতে অন্যকে আঘাত করে যে কোন ভাবে । যে কারণে তারা অন্য মানুষের বিশ্বাসকে অবিশ্বাস করে ধ্বংস যজ্ঞের মতন কাজগুলো করে নিজেদের পিউয়রিটি দেখাতে তারা নিজেরাও আসলে তা শত ভাগ বিশ্বাস করে না, প্রাকটিস করে না। তাদের একটাই ইচ্ছা নিজেদের কুলিন উচ্চস্থানে দেখিয়ে অন্যদের নীচু দেখানো। আত্ম গড়িমায় অহংকারে গর্বিত র্নিলজ্জ মানুষ এরা। অথচ তাদের এতটুকু ধারনা নাই যে তারা নিজেরা কতটা নীচুতে নেমে যায় এই সব ধ্বংস লীলার কাজগুলো করে, সাথে যারা এইসব নোংরা কাজ কিছু করে না, বিশ্বাস করে না, স্বগোত্রীয় তাদের মুখেও চুন কালি লেপে দেয়, নিজেদের কদর্য ব্যবাহার দিয়ে।
বর্ণ বৈষম্য নানা ভাবে পৃথিবীর বুকে মানুষে মানুষে বিভেদ তৈরি করেছে। অথচ পৃথিবীতে সব মানুষের জীবন পরিক্রমার চক্র একই। জন্ম থেকে মৃত্যুর অপেক্ষা । নোংরা কাজ করে নিজেকে কুলশিত করে তার গ্লানী নিয়ে বেঁচে থাকার মতন শাস্তি আর কিছু নাই। রাতের আঁধারে, গোপনে অসৎ, খারাপ কাজ করে অন্যকে ধোঁকা দেয়া যায় হয় তো কিন্তু নিজের মনে সারা জীবন বয়ে বেড়াতে হয় স্মৃতিনিজের করা জঘন্য কাজের।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২

নতুন বলেছেন: আমাদের সমাজে মানুষের জ্ঞান অর্জনের প্রতি কোন আগ্রহ নেই।

মানুষ যদি বই না পড়ে তবে সে বিশ্ব সাহিত্য, দর্শন, বিজ্ঞান সম্পর্কের জানেনা। তারা তাদের পাশের মানুষের কাছ থেকে শোনা, ফেসবুকের গুজব থেকে শেখে।

আমাদের সমাজের বর্তমান প্রজন্ম বই পড়া থেকে পিছিয়ে যাচ্ছে এবং সামনের দিনে আপনি যেই সমস্যার কথা বলছেন সেটা আরো বাড়বে। :(

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন নতুন।
আধুনিক এই সময়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেয়ে অদ্ভুত ভাবে অহং বোধে বড়াই করা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।
শিক্ষা ব্যবস্থায় প্রকৃত শিক্ষা যা ছিল এক সময় মানুষের নীতি, মুখে মুখে তেমন নৈতিকতা শিক্ষা ক্ষেত্রে নাই।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। এমন জপ তপ স্কুলে না গিয়েও সাধনা ছিল। এসব ভাবনা থেকে যোজন দূরে এখনের প্রজন্ম।
তবে মানবিক মানুষ গড়ার জন্য সঠিক শিক্ষা ব্যবস্থার সাথে রাজনৈতিক পট ভূমি নীতি চিন্তা চেতনা পরিবর্তন খুব জরুরী। যে কোন সরকারই আসুক দেশের নাগরিকের জন্য নির্ধারিত নিয়ম যা প্রতিটি মানুষকে মাথা উঁচু করে চলার অধিকার দেয়। আইন সরকার পক্ষ নিজের প্রয়োজনে যত দিন বদল করে নেয়ার ব্যবস্থা থাকবে । দেশ আগাবে না পিছাবে।
মূর্খের আস্তানা হবে।
রাজনৈতিক দল নিজের প্রয়োজনে এদের পালবে পোষবে।
আমি বৈষম্য বলতে শুধু ধর্ম বোঝাতে চাই না। যে কোন ধরনের ডিসক্রিমিনেশন যেন সমাজ থেকে দূর হয় তাও বলতে চেয়েছি।

২| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন।
— মার্ক টোয়েন

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৫

রোকসানা লেইস বলেছেন: বিবেক বর্জিত মানুষ পারে অন্য মানুষকে অবহেলার চোখে দেখতে।

৩| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৯

জুল ভার্ন বলেছেন: প্রিয় লেখক, আপনার পোস্ট পড়ে মন্তব্য করলে বেশীরভাগ ক্ষেত্রেই মন্তব্যকারীর মন্তব্যের জবাব দেননা! এটা কি আপনার পাঠককে অবজ্ঞা?

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:১৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক লেখক জুলভার্ন।
অবজ্ঞা কখনোই নয় আর আপনার অভিযোগটিও ঠিক নয়। উত্তর দেয়া হয় একটু ঘুরে আসুন আগের পোষ্ট গুলোতে। আপনার অভিযোগের সত্যতা পাবেন না :) :) :)
তবে সময় একটা বড় ফেক্টর। সাথে সাথে উত্তর দেওয়ার সুযোগ হয়ে উঠে না। অনেক সময়। তবে ব্লগে ভাবনার বিষয়টা জানিয়ে দিতে ইচছা করে অনেকের মাঝে তাই ব্যস্ততায় লেখা পোষ্ট দিয়ে দেই, যখন যা মাথায় আসে। কিন্তু তার পিছনে লেগে থাকাটা হয়ে উঠে না অনেক সময়। অবসর হলেই প্রতিউত্তর দিয়ে দেই ।

৪| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪২

রানার ব্লগ বলেছেন: শুধু অসভ্যই হচ্ছে না সেই সাথে নির্মম ও নির্শংস হচ্ছে।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:২২

রোকসানা লেইস বলেছেন: সত্যি খুব বাজে অবস্থা । এখনই কন্টোল হওয়া খুব দরকর। যাদের পক্ষে সবটা ঠিক করা সম্ভব তারা সঠিক পদক্ষপ নিলে দ্রুত ঠিক হতো কিন্তু মনে হয় অবস্থা পালন করা হয়।
শুভেচ্ছা রানার ব্লগ

৫| ১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৮

জুল ভার্ন বলেছেন: উপায় নেই, সর্বক্ষেত্রে বিভেদ/বিভাজন এখন অগণতান্ত্রিক সরকারের অন্যতম পলিসি! যা সংক্রামিত হয়েছে-ব্যাক্তি, পরিবার, সমাজ থেকে রাস্ট্রে।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫৮

রোকসানা লেইস বলেছেন: সেটাই বললাম, আগের মন্তব্যের উত্তরে। যে সর্ষে ভুত ছাড়ানো হবে সেখানেই ভুত আসলে।
কিছু উন্মাদকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনৈতিক ফায়দা কতটা পাওয়া যায়?
নীতি, শিক্ষা একদম ছোট বয়স থেকে শিখাতে হবে।
ধন্যবাদ আলোচনায় আসার জন্য

৬| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



কথার কথা

২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

রোকসানা লেইস বলেছেন: কোনটা?

৭| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমরা দিন দিন আরো লোভী, নিষ্ঠুর এবং হিংস্র হয়ে যাচ্ছি ! আমাদের শিক্ষা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব চরমভাবে ব্যর্থ আমাদের সঠিক পথ প্রদর্শনে।

২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫২

রোকসানা লেইস বলেছেন: নৈতিকতা বিষয়টা বেশির ভাগ মানুষের মন থেকে লোপ পেয়ে যাচ্ছে ।
শিক্ষা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব যদি সমস্যা থাকে তবে সঠিক পথ কি ভাবে তারা দেখাবে।
সর্ষের মধ্যেই ভুত বসে আছে।

৮| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৩:১৫

কামাল১৮ বলেছেন: সারা পৃথীবি দিন দিন সভ্যতার দিকে অগ্রসর কিন্তু কতিপয় মুসলিম দেশ হাটছে পিছনের দিকে।

২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৩

রোকসানা লেইস বলেছেন: এদের মুসলিম না বলে কট্টর পন্থি অসুর বলা ভালো। এমন কিছু মানুষের জন্য তৈরি হচ্ছে অশান্তি।

৯| ২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

Abida-আবিদা বলেছেন: সভ্য মানুষ না থাকলে সমাজ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। বৈষম্য দূর হওয়া দরকার।

২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৬

রোকসানা লেইস বলেছেন: একমণ দুধ যেমন এক ফোঁটা চনার জন্য নষ্ট হয়ে যায় অল্প কিছু নোংরা মনের মানুষের কারণে সমুগ্র সমাজের ভাব নষ্ট হয়।
এদের সঠিক বিচার হওয়া জরুরী।

১০| ২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অন্যান্য জাতির চেয়ে বাঙালিরা মনে হয় বেশি অসভ্য হচ্ছে দিনদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.