নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আনন্দময় সুখ

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ২:১২


আগুন পাখির গান শুনতে চেয়েছো
হাজার বছর খুঁজে কোথাও পেলাম না একটিও শব্দ।
তবু অপেক্ষা করি-
এমন চাওয়া পূর্ণ হলেই তুমি হবে আমার।
প্রাণের খেলা শুরু হয়েছে বহুদিন
শুধু অপেক্ষা কাছে পাওয়ার।
চারপাশে বদলে গেলো জীবন, প্রকৃতি, সময়
অপেক্ষার ক্লান্তি ফুরায়নি তোমার আমার।
একটি সৌভাগ্য মূহুর্ত
আমাদের নিয়ে যাবে সেই আনন্দময় মূহুর্তে।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ২:২০

সোবুজ বলেছেন: সেই অপেক্ষাতেই আছে সবাই।কিন্তু সময় আর আসে না।হয়তো এসেছিল পারি নি তা জানতে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সোবুজ।
অপেক্ষা জনে জনে ভিন্নতর। তবু অপেক্ষা আছে।
অপেক্ষা করে ক্লান্ত না হোক মানুষ পৌঁছাক গন্তব্যে
শুভকামনা আপনার জন্য।

২| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,




আগুন পাখীর গান শুনতে হলে শুনতে হবে রফিক আজাদের " ভাত দে হারামজাদা..." কবিতাটি।
প্রানের খেলা পাল্টে যাবে, চারপাশের জীবন, সময়, প্রকৃতিও বদলে যাবে কিন্তু " ভাত দে হারামজাদা..."র চিরন্তন আকুতিটি বদলাবেনা, থেকেই যাবে!

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

রোকসানা লেইস বলেছেন: "ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো।"
আহা কি কবিতা মনে করিয়ে দিলেন আহমেদ জী এস!
এক সময় মুখস্থ, ঠোঁটস্থ ছিল। অনেকদিন পড়া হয় না বলা হয়না।

সময়টা বদলে গেছে তাই মনে হয়। মিছিল মিটিং আর প্রতিবাদের সময় গুলো এমন কবি আর কবিতার পাশাপাশি বসবাস ছিল।
এখনও আগুনপাখির গান শুনার অপেক্ষা কিন্তু চিরন্তন ভাত চাওয়ার মতনই।

সুন্দর মন্তবের জন্য অসংখ্য ধন্যবাদ

'

৩| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগুন পাখি গান গাইতে ভুলে গেছে মনে হয়।

তারপরও প্রাণের খেলায় আনন্দময় সুখ বয়ে যাক।

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

রোকসানা লেইস বলেছেন: হয়তো বা ভুলে গেছে গান
নিজেকে যে পুড়ায় আবার বাঁচার আশায়
সুখের তান বয়ে যাক তবু ধরায়

সুন্দর মন্তব্য। ধন্যবাদ সাড়ে চুয়াত্তর

৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৮

অধীতি বলেছেন: বাহ! কি অনিন্দ্য

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

রোকসানা লেইস বলেছেন: অনেক ভালো লাগল জেনে।
শুভকামনা অধীতি

৫| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর প্রকাশ।

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩১

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ আলি
অনেকদিন পেরে দেখলাম।
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.