নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির কান্না

২১ শে জুন, ২০২২ রাত ১:০৬


পাহাড়কে ভালোবাসি। স্থির, ধীমান পাহাড়ের হৃদয়ে শোকের মাতম।
পাহাড়ের বুক উপচে কান্না গড়িয়ে ভাসিয়ে দিয়েছে জনপদ।
পাহাড়ের কান্না থেমেছে অথচ জলের ঢেউ খলবলে নাচের ঘুঙ্গুর উঠেছে ঘরের চালে।
ভেসে যায় সাজানো সম্পদ, ভেসে যায় মানুষ।
নিরাপদ ঘর বিভীষিকা চারপাশে পানির দেয়াল।
পূর্ণিমার চাঁদ হাসে অট্ট হাসি ভরাকাটালের টানে।
রাত যত বাড়ে জোয়ারের জল তত ছুটে আপন মনে দিকবিদিক ছাড়িয়ে।
ডুবে যায় ডুবে যায় সাজানো জীবন।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ রাত ১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সাজানো জীবনগুলোই শুধু কেনো ডুবে? :(( :(

২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:২৬

রোকসানা লেইস বলেছেন: নতুন করে আবার জীবন শুরুর চেষ্টা করার জন্য ।
গুছিয়ে মানুষ বেশ ছিল সব শেষ হয়ে গেল

২| ২১ শে জুন, ২০২২ সকাল ৮:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সমসাময়িক কবিতা।

২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:২৭

রোকসানা লেইস বলেছেন: সময় এবং পরিস্থিতি যেমন প্রভাব ফেলে
ধন্যবাদ সৈয়দ মশিউর রহমান

৩| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর সমসাময়িক কবিতা
ভালো লাগলো আপুনি

২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:২৮

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি

৪| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: প্লাবনের সময়ে মানুষের দূর্গতির সীমা নেই ।

২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৩০

রোকসানা লেইস বলেছেন: প্লাবনের সময়ে মানুষের দূর্গতির শুরু হলো এবার নতুন করে বাঁচার চেষ্টা করতে হবে আবার। মানুষের সব কিছুই ভেসে গেছে ।

৫| ২১ শে জুন, ২০২২ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: ডুবে যাক !! জাগুগ নতুন চর !!!

২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৫

রোকসানা লেইস বলেছেন: যদি অসৎ মানুষ তাদের ভাবনা কাজ কারবার ডুবে যেত নতুন করে শুরু হতো ভালোই লাগত।
চর জাগার সম্ভাবনা নাই তবে বেশির ভাগ মানুষের শেষ সম্বল ভেসে গেছে ।
কি ভাবে আবার শুরু হবে কে জান।
কিছু সাবিধাভোগী, মানুষের এই দূর্ভোগের মাঝে মানুষকে জিম্মি করে ব্যবসা এবং ডাকাতিও করছে।
অমানুষের শেষ নাই।

৬| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর, দারুন আবেগময় কবিতা।

২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৬

রোকসানা লেইস বলেছেন: সময় পরিবেশ অবস্থান ধরে রাখার চেষ্টা

৭| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,



সময়ের কবিতা! ++++

যে পাহাড়কে ভালোবাসেন, সে পাহাড়ের কান্নাই আবার ভাসিয়ে নেয় জনপদ। কি নির্মম প্রতিদান ভালোবাসার!

জীবনের বাস্তবতাও যেন তাই। যা কিছুকেই ভালোবাসা হোক না কেন, ডুবিয়ে দিয়ে যায়-ই সে।

৮| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস, অনেক সুন্দর মন্তব্য।
ভালোবাসার মঝে মিশে থাকে কান্না।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.