নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা গান শুনুন

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:৫৮

জন্ম জন্মান্তরে থাকিবা এই অন্তরে।
কি বা দোষে দয়াল গুরু গো, হারায়ে খুঁজি তোমারে
খালিদ হাসান মিলু শিল্পী
গীতিকার রোকসানা লেইস
সুর বেবী নাজনীন
খালিদ হাসান মিলু হ্যাঁ ঠিক পড়েছেন। আজকের সময়ে অনেকেই উনার নাম শুনেননি। কিন্তু উনি অনেক জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। বাংলা আধুনিক গান গান গেয়ে শ্রোতার মনে ঠাঁই করে নিয়েছিলেন।
কিন্তু অকাল মৃত্যু হয়েছিল উনার ২০০৫ সালের ২৯ মার্চ পক্ষাঘাতে ভুগে মারা যান।

আগে আরেকটি গান দিয়েছিলাম।
এ দুটো গান একটি ক্যাসেটে তখন প্রকাশ পায় সময়টা ছিল ১৯৯৫ সাল। গানগুলো একজনের মাধ্যমে প্রকাশকের কাছে পৌঁছে ছিল। তিনি নিজের গান নিয়ে যাচ্ছিলেন দেয়ার জন্য প্রকাশকের কাছে যখন আমাকে বললেন। তখন হঠাৎ করে আমি আমার লেখা দুটো গান ধরিয়ে দিয়েছিলাম উনার হাতে। উনি নিতে চাননি প্রথমে। আমি এটুকু জোড় দিয়েছিলাম, উনারা পছন্দ না করলে গাওয়াবেন না। দিলে তো কোন সমস্যা নাই। তিনি তারপর পৌঁছে দিয়েছিলেন।
আমার কখনো শিল্পী বা সুরকার বা প্রকাশকের সাথে দেখা হয়নি। কখনো অনুরোধও করিনি গানগুলো গাওয়ানো বা সুর করার জন্য।
জানতাম না প্রচার হবে কি না। তবে এক সময় জানলাম আমার গানগুলো প্রচার পেয়েছে।
বেবী নাজনীনের সাথে পরবর্তিতে বেশ ভালো যোগাযোগ হয়েছিল।
ও বলতো, তুমি তো ভালো গান লিখো দিও আরো গান। সুর করব গান গাবো। ওর খুব মিষ্টি একটা গলা ছিল। আর ওর প্রথম ক্যাসেটের গানগুলো তো সারাদিন জপমালা হয়েছিল আমার কাছে, কত যে শুনতাম।
একজন শিল্পী গান করবে কিন্তু রাজনীতির মারপ্যাঁচে কোথায় যে হারিয়ে গেলো মেয়েটা।

সময়গুলো কেমন লাগামহীন ঘোড়ার মতন ছুটে যেতে লাগল। হঠাৎ শুনলাম বেবী নাজনীনের সংসার থাকছে না। উল্টাপাল্টা সময় এমন সময়ে তার সাথে আর গান দেয়া নিয়ে কথা বলার সুযোগ হয়নি।
আমিও বিচ্ছিন্ন হয়ে গেলাম সংস্কৃতি অঙ্গনের মানুষ থেকে দূরে অনেক দূরে । সাত সমুদ্র তের নদীর ওপারে।
যখন নিজস্ব পরিচয়ে লেখক সত্তায় কবিতা গল্প গানের ডালি ছড়িয়ে পপরিচিত হয়ে উঠছিলাম। সাত সমুদ্রের বাতাসে তখন সব দূরে সরে যেতে থাকল। জীবন যাপনের অন্যরকম প্রয়াস আর যোগাযোগের কঠিন অবস্থায় সম্পর্কগুলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেলো।
তবে মনের মধ্যে নিজের ভাবনা আরো বেশি সবল হলো। নিজের মতন লেখ চলতে থাকল।
কারো সাথে যোগাযোগ করে কখনো বললাম না। গাইবে আমার লেখা।

থাক কথা ইতিহাস। শুনুন গান
||জন্ম জন্মান্তরে]



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩০

কামাল১৮ বলেছেন: কেমন একটা আধ্যাত্মিক ভাব আছে।শিল্পীর সাথে মানান সই হয় নি।মমতাজ বা এই টাইপের কেউ গাইলে জনপ্রিয়তা পেতো।

২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ।
মমতাজের চেয়ে আমার কাছে মিলুর কণ্ঠে গানটা ভালো লেগেছে। অন্যরকম একটা আবেশ আছে।

মমতাজ মনে হয় সে সময় একক গান করত না বা এতটা পরিচিতি হয়নি। সে নিজেদের দলের গান বা নিজেদের লেখা গানই করত।
মমতাজের চেয়ে দিলরুবা অনেক বেশি পরিচিত আঞ্চলিক গানের জন্য সে সময়।

২| ২১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩১

সোনাগাজী বলেছেন:


ভালো। এখনো লিখেন?

২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ভালোলাগল আপনার ভালো লেগেছে জেনে।
হ্যাঁ এখনও লিখি তবে সব এক রকম আধ্যাতিক টাইপের না।

৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো গানটা। গানের কথা, সুর এবং গায়ক খালিদ হাসান মিলুর গায়কী তিনটারই সুন্দর সমন্বয় হয়েছে। বেবি নাজনিনের প্রথম ক্যাসেটটা খুব ভালো চলেছিল। মিষ্টি এবং সুরেলা গলা। 'এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আচল' গানটা সবচেয়ে বেশী ভালো লাগতো।

গান শুধু লেখেন নাকি গান গানও?

২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৩০

রোকসানা লেইস বলেছেন: গানটা ভালোলেগেছে জেনে খুব ভালো লাগল সাড়ে চুয়াত্তর।
ইচ্ছে হলো দেই নয় তো কেউ জানতেনও না শোনাও হতো না গীতিকারের কথা। :) :)

আমারও মনে হয়েছে, সমন্বয়টা ভালো হয়েছে। গায়কী খুব সুন্দর,খালিদ হাসান মিলুর অন্যরকম ছন্দ তৈরি হয়েছে।
বেবীর প্রথম ক্যাসেটের গানগুলো খুব ভালোছিল আসলেই।
হা হা হা গান করি না। তবে সবাই যেমন গান করে তেমন আমিও করি যা দিয়ে আসরে গান করা যায় না। নিজের মনে গাওয়া যায়।
গান লেখার জন্য নিজের মধ্যে একটা সুর তৈরি করতে হয়। সেই জন্য গুনগুন করতে হয় গান লেখার সময়।
ধন্যবাদ

৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

রোকসানা লেইস বলেছেন: তোমার ভালো লেগেছে জেনে খুব ভালোলাগল আমার
শুভেচ্ছা

৫| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় গায়ক খালেদ হাসান মিলুকে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৫০

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ।
খালেদ হাসান মিলু ভালো গান করতেন।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের জীবনে সময়ের বিষয়টি অত্যন্ত গুরুেত্বপূর্ণ। সময় আমাদের অনেক কিছু থেকে দূরে নিয়ে যায় আবার অনেক কিছু পেতে সহযোগিতাও করে থাকে। অনেক অনেক হারাই আবার অনেক অনেক পাই। নদী সাগর মহাসাগরের জোয়ার ভাটার মতো।


৩১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ প্রিয় ঠাকুরমাহমুদ
ঠিক সময় অনেক কিছু দেয় আবার অনেক কিছু নিয়ে নেয়।
পাওয়ার সাথে তাল মিলাতে পারলে সব সময় সময় সুন্দর।
শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.