| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
শহীদের রক্তে বিরাঙ্গনার সম্ভ্রমে
মুক্তিযোদ্ধার অসীম সাহসে
গেরিলার বুদ্ধিদৃপ্ত অবাধ চলনে।
বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
প্রিয় কবির আঙ্গুল উঁচিয়ে উদাত্ত আহ্বান
স্বাধীনতা মুক্তি নিজস্ব আবাস
বাঙালির পরিচয়।
নয়মাস রক্তক্ষয় নয়মাস যুদ্ধ
নয়মাস বেইমানী বেকুব পরিচয় রাজাকার।
আগুন, ধর্ষণ, হিংস্রতা, মৃত্যুর মিছিল
গোলাগুলি, রিফিউজি, 
আশ্রয়হীন আশাহীন অসহায় করুণ দিশেহারা।
কুখ্যাত ধারনায় মেধাবী বুদ্ধিজীবী হত্যা।
গোপনে জ্বলে উদ্যম সাহস মুক্তিযোদ্ধার আনাগোনা,
আত্মপ্রত্যয়ে বিশ্বাসী মুক্তির আশা।
নয় মাসের অন্ধকার পেরিয়ে 
হাসে আপন পতাকা।
স্বাধীনতা মুক্তি বিজয়।
উল্লাশে ফেটে পরে সাতকোটি মানুষ
আনন্দে ফেলে, স্বাচ্ছন্দ্য শ্বাস।
ফসলের মাঠে সবুজ হাসি
দিগন্তে লাল রঙ সূর্য টিপ।
বন্যা, সাইক্লোন দূর্বিক্ষ 
অরাজগতা অসততা হানাহানী বিরোধীতা 
চারপাশে নানা রকম ফাঁদ, বাঁধা।
তার মাঝে এগোয় মাথা উঁচু করে বাঁচে
বাংলাদেশ প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  রাত ৩:৫৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ১৮  
অনেকে হয়তো এখন ইতিহাস জানে না। জানতেও চায় না।
 
দুঃখ লাগে যারা স্বাধীনতাকে কটাক্ষ করে কথা বলে তাদের জন্য।
যারা বিকৃত ইতিহাস জেনেছে এতদিন এবং জেনে বোঝেও ইতিহাস বিশ্বাস করে না। তারা কটাক্ষ করার দলে। 
স্বাধীনতার পরেই অনেক ভুল পথে চলার কারণে এই অবস্থা। জাতিগত ভাবে কিছু বিশ্বাস পক্ষে বিপক্ষের সবার জন্যই এক না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। 
মননশীলে সেই পর্যায়ে উন্নতি দরকার দেশের সার্বভৌমত্ব স্বাধানতা, জাতীয়তা এসব বিষয়ে কোন প্রকার মতানৈক্য চলবে না। 
বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন। 
২| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৬:০৮
মিরোরডডল  বলেছেন: 
বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
আমার এই প্রিয় দেশটার জন্য, দেশের মানুষগুলোর জন্য অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা।
লেইসাপু, অল্প কথায় সবকিছু তুলে এনেছো।
থ্যাংকস আপু, ভালো থেকো।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  রাত ৩:৫৮
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ 
যেখানেই থাকি দেশটা আমার দেশটা প্রিয় দেশের জন্য মানুষের জন্য ভালোবাসা। 
বিজয়ের শুভেচ্ছা মিরোরডডল
৩| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  সকাল ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
বাংলাদেশ চির কল্যাণকর হোক বিশ্ব মানবতায় .... 
সুন্দর।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৪:০০
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোযার।
বিজয়ের শুভেচ্ছা
৪| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  সকাল ৯:১৪
ডঃ এম এ আলী বলেছেন: 
স্বাধিনতা নিয়ে সুন্দর করে লিখেছেন এই অতি মুল্যবান কথাসমৃদ্ধ কবিতা। সার কথা উঠে এসেছে কবিতায়।
এ কবিতা পাঠে স্মৃতিকে নিয়ে আরো গভীরে ,সেই ৫২ এর ভাষা আন্দোলন হতে শুরু করে অনেক স্মৃতিই
 মনে ভীর জমায় ।  তারি  মাঝে এক একে মনে পরে  জাদুঘরে ঝুলে থাকা রক্তমাখা আসাদের শার্ট! যা 
মোদেরকে শিখিয়েছিল দৃপ্তপদে মিছিলে যাওয়ার,আসাদের  রক্তে সমগ্র দেশ জুরে আন্দোলনের তরে বাঙালীর
জেগে উঠার উদ্যম গতি আর শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।  সেসময় দেশের সকল রাজপথ হয়েছিল উত্তাল ,
মনে পরে সেসময়  স্কুলের শ্রেণীকক্ষ ছেড়ে  শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিলে যোগ দেয়ার স্মৃতিমাখা দিনগুলি ।
তার পর রেস কোর্স ময়দানে  শানিত কথার ঝলসানি-লাগা বঙ্গ বন্ধুর  সতেজ ভাষণ যা দিয়েছিল কোটি
বাঙালীকে স্বাধিনতার তরে যার যার সাধ্যমত অস্র হাতে তুলে নেয়ার বর্জ কঠীন দিক্ষার। সে দীক্ষায় বলিয়ান 
হয়ে মিশে গিয়েছিলাম মুক্তি যুদ্ধার কাতারে। মনে পড়ে  সাহসী হয়ে হানাদারদের মুখামুখী হওয়ার ।
নয় মাস কঠীন যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বরে বিজয়ে স্বাধীনতা পুর্ণতা পেলো।এ দিনের বিজয় এনে দিল লাল সবুজের
পতাকা শোভিত স্বাধিন বাংলাদেশ, সাথে গগণচারী একাত্তরের শহীদ  স্মৃতির মিনার।
ধানের ঘ্রাণে সবুজ প্রাণে এনেদিল  লক্ষ তারার নিয়ন আলোয় খুশি স্বপ্ন দেখা আর স্বদেশকে ভালোবাসার দ্যুতি।
এদিন  স্মরণ করি  লক্ষ বিরাঙ্গনার করুন গাথা  যা আজো ঘৃণার থুতু ছড়ায় হানাদারের মুখে ।স্মরণে আসে শেলের
 মত বুকে বিধে থাকা লক্ষ বিধবা মায়ের চোখের জল, লক্ষ শহীদ আর বিজয় গর্বিত দেশের অসীম সাহসি সকল 
বীর মুক্তিযুদ্ধার কথা , আর  অগনিত সাথী যুদ্ধাহত পঙ্গু মুক্তি যুদ্ধা যাদের অনেককেই দেখেছি  হুইল চেয়ারে করে 
চলা ফিরায়।
এদেশের ৩০ লক্ষ শহীদ তাঁদের  রক্তে রক্তে লিখে গেছেন  আমাদের স্বাধিনতার মুল্য কি । তাঁদের সকলকে স্বরণ
করি পূর্ণ শ্রদ্ধায়।লক্ষ প্রাণের বিনিময়ে  আজ আমরা বিজয়ের বেশে হই  পুষ্ট । আমাদের মন  প্রাণ ধন্য হয়ে ওঠে 
অমৃতের সুধারসে, পুষ্প হয়ে ফোটে  অগণিত প্রাণবীজ। লাখো প্রাণের বিনিময়ে ইতিহাসে আমরা গড়ি  কীর্তিগাথা,
অহঙ্কারে দুর্বিনীত স্বাধিন সার্বভৌম  বাংলাদেশের নাম।একে  জান প্রাণ বাজি ধরে রক্ষা করতে হবে, আর সকল 
বাধা বিপত্তি ডিঙ্গিয়ে একে এগিয়ে নিয়ে যেতে হবে প্রগতি ও সমৃদ্বির পথে। 
অনেক অনেক শুভেচ্ছা রইল
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৫:৪৬
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতা ভালোলাগা এবং সুন্দর মন্তব্যের জন্য। 
স্মৃতি শেয়ার করার জন্য জানতে পারলাম আপনার গল্প। 
যুদ্ধদিনে একজন মুক্তিযোদ্ধার জীবন ছিল ট্রিগারের টিপে ভয়াবহ দুঃসাহস না থাকলে যুদ্ধ করা সম্ভব ছিল না। 
আপনিও একজন মুক্তিযোদ্ধা, আপনাকে স্যালুট।
বাংলার দামাল ছেলেরা জীবনের তোয়াক্কা না করে দেশের জন্য ঝাঁপিয়ে পরেছিল নির্ভয়ে। সেই অনুভুতি ভাবলেও শিহরিত হয়ে উঠি।
দেশের প্রতিটি মানুষের উচিত শ্রদ্ধাশীল হওয়া দেশের স্বাধীনতা, বিজয় পুরো প্রক্রিয়ার জন্য। 
আপনার যুদ্ধে যোগদান থেকে বিজয়ের বেশে দেশে আসা পর্যন্ত সব ঘটনাগুলো ব্লগে লিখলে আমরা একজন মুক্তিযোদ্ধার প্রতিদিনের  সমৃদ্ধ সত্য ঘটনা জেনে ঋদ্ধ হতাম । অনুরোধ রইল।
বিজয় দিবসের শুভেচ্ছা
৫| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  সকাল ১০:০১
ডঃ এম এ আলী বলেছেন: 
উপরে বলা বর্জ কঠীন দিক্ষার হবে  বজ্র কঠিন দিক্ষার 
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৫:৪৬
রোকসানা লেইস বলেছেন: সমস্যা নাই বোঝেছি।
৬| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:২১
শেরজা তপন বলেছেন: ব্লগে আপনার খুব কম কবিতা পাঠের সুযোগ হয়েছে আপনার গদ্যের সাথেই বেশি পরিচয়। 
ভালো লাগলো।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৫:৫৩
রোকসানা লেইস বলেছেন: ব্লগের শুরুর দিকে অনেক কবিতা দিতাম।
এখন অল্পস্বল্প দেই।
কবিতা দিয়েই লেখা শুরু করেছিলাম।
ভালোলাগল জেনে আপনার ভালো লেগেছে কবিতা।
বিজয় দিবসের শুভেচ্ছা
৭| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৫:৫৪
রোকসানা লেইস বলেছেন: বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাক
বিজয় দিবসের শুভেচ্ছা
৮| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: কবিতায় মুক্তিযুদ্ধ দেখলাম।
সুন্দর।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৫:৫৫
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
বিজয় দিবসের শুভেচ্ছা
৯| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  বিকাল ৪:১৪
ইসিয়াক বলেছেন: 
কেটে যাক সব অন্ধকার। দুর হোক ধর্মান্ধতা। নিপাতযাক মৌলবাদ। 
"বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।"
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো। 
 
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:১৪
রোকসানা লেইস বলেছেন: কেটে যাক সব অন্ধকার। দুর হোক ধর্মান্ধতা। নিপাতযাক মৌলবাদ।
"বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।" 
আমিও এক আশা রাখি। 
সব জনগণের মনে দেশের জন্য ভালোবাসা একরকম হোক, স্বার্থভিত্তিক না হয়ে।
বিজয় দিবসের শুভেচ্ছা
১০| 
১৫ ই ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
 
১৬ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:৩৯
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব
বিজয় দিবসের শুভেচ্ছা
১১| 
১৭ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:১০
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল
 
১৭ ই ডিসেম্বর, ২০২৩  বিকাল ৩:২৩
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০২৩  ভোর ৪:০৮
কামাল১৮ বলেছেন: কবিতায় সুন্দর ইতিহাস তুলে ধরেছেন।দুঃখ লাগে যারা স্বাধীনতাকে কটাক্ষ করে কথা বলে তাদের জন্য।