নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বসন্ত বিকেলে বই উৎসব

১৭ ই মে, ২০২৫ রাত ২:৩৫



"কানাডা বিবিধ প্রসঙ্গ" এই নামের একটি বইয়ের উৎসবে গিয়েছিলাম গত রবিবার বিকালে। বসন্তের সময়টা খুবই চমৎকার । চারপাশে ফুল আর ফুল। অনুষ্ঠানের ঘরের ভিতরে শাড়ি পড়া বাঙালি রমনীরাও যেন এক একটা ফুলের মতন ফুটেছিল সেই অনুষ্ঠানে ।
প্রায় এক বছর আগে থেকে এই বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সুব্রত কুমার দাস । লেখকদের জানানোর আগে, সুব্রতর মাথায় পরিকল্পনাটা ছিল হয়তো আরও আগে থেকে ।
লেখকদের জানিয়ে দিলেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা দেয়ার জন্য এবং লেখার বিষয়বস্তু ও ঠিক করে দিলেন। নির্ধারিত বিষয়ের উপর লেখা এবং নির্ধারিত সময়ের মধ্যে লেখা পাঠিয়ে দেওয়া, ব্যস্ততার এই জীবনে একটু কঠিন কাজ । তবে অনেকেই হয়তো পারেন । আমার সে কাজটা একটু কঠিনই মনে হয় যখন কেউ সময় এবং বিষয় নির্ধারিত করে দেন ।
প্রথমে যে বিষয়টার উপর আমাকে লিখতে বলা হয়েছিল আমার খুবই পছন্দ হয়েছিল । গুরুত্বপূর্ণ কিন্তু সেই বিষয়ে সময়ের মধ্যে পড়াশোনা করে উঠতে পারবো না বলে লেখাটা লিখতে পারলাম না। গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকটা গবেষণা করেই লিখতে হয় তাই সহজ নিজস্ব অভিজ্ঞতার একটা লেখায় দিয়েছিলাম ।
আমি স্বাধীনভাবে নিজের ইচ্ছায় লিখতে পছন্দ করি যখন যেমন ইচ্ছে হয়। তবে বেশি স্বাধীনতায় অনেক সময় ভাবনাগুলো হারিয়েও যায় লেখা হয়ে উঠে না। বেশি স্বাধীনতায় নিজের মতন অনেক লেখা অনেক সময় হয়ে উঠে না,ভাবনার মধ্যেই থেকে যায়।
সুব্রত কুমার দাসের মতন এমন সম্পাদকরা মাঝে মাঝে জোর করে লেখা আদায় করিয়ে নেন। তাই নিজের ভাবনায় না থাকলেও অনেক লেখা হয়ে যায়। সুব্রত কুমার দাস এর মত এমন বেশ কিছু সম্পাদক আছেন যারা মাঝে মাঝে তাগদা দিয়ে কিছু লেখা আমাকে দিয়ে করিয়ে নেন। তখন জনসমক্ষে এবং অনেকের মাঝে আমার যাতায়াত এবং লেখার মাধ্যমে অনেকের মধ্যে পৌঁছে যাওয়ার একটা সুযোগও হয়। এজন্য সেই সব সম্পাদককে অনেক অনেক ধন্যবাদ।
একজন দুজন নয় ত্রিশ জন লেখকের লেখা একসাথে করে কানাডা বিবিধ প্রসঙ্গ বইটি সুব্রত কুমার অনেক যত্ন করে প্রকাশ করেছেন।বইটি প্রকাশিত হয় ঢাকার বইমেলায় ফেব্রুয়ারি ২০২৫ এ ।
কিছুদিন আগে তিনি জানান বইটি এখানে এসে গেছে। আমার ঘোরাঘুরির এক ফাঁকে চেয়েছিলাম যে বইটা ওনার কাছ থেকে সংগ্রহ করি কিন্তু তিনি বললেন এভাবে তো দেয়া হবে না ।
অনুষ্ঠানের আয়োজন করে দেয়া হবে সেই অনুষ্ঠানেই ত্রিশ জন লেখকের মাত্র পাঁচ ছয়জন বাদে সবাই হাজির হয়েছিলেন ।

বিশাল অনুষ্ঠানের আয়োজনে তিনি প্রত্যেক লেখকের হাতে বইটি তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এবং সেখানে হাজির করেন এই বইটি প্রকাশ হওয়ার পিছনে যাদের নানা রকম সহযোগিতা ছিল তাদের মোটামুটি সবাইকে। এই যে একটা মেলবন্ধন সুব্রত করতে পারেন এটা উনার বিশেষ একটি গুণ। উনি একা একা কিছু করেন না, সব সময় চারপাশের অনেক মানুষের সাথে কাজ করার মাধ্যমে উনি যুক্ত থাকতে পছন্দ করেন।
সেদিন যারা বইটি পড়ে ফেলেছেন তাদের দুই একজন বইটির উপর কিছু আলোচনা করেন, ভবিষ্যতে এমন আরো ভাবনা নিয়ে বই করার ধারণাও ব্যক্ত করেন। আরো কি বিষয় থাকতে পারত বইটিতে সে সব বিষয়ে নিজেদের মতামত দেন।
ত্রিশ জন লেখকের ত্রিশ রকম দৃষ্টিভঙ্গি। বৈচিত্র্যময় নানান চিন্তাভাবনা উঠে এসেছে সবকিছুই কানাডার জীবন যাপন অভিজ্ঞতা, ঐতিহ্য ঘিরে। যে কেউ এই বইটি পড়ে অনেক বিষয়ে ধারণা করতে পারবেন তাই পাঠকের জন্য খুব উপকারী একটা বই হবে কানাডা বিবিধ প্রসঙ্গ ।
এত সুন্দর একটি বই যার সুন্দর প্রচ্ছেদটি করেছেন শ্রীজন ।
হালকার উপরে খুব সুন্দর একটি প্রচ্ছদ রয়েছে কানাডার আইকন স্নোফ্লেক্স, টোটেম, স্কি, হকি, ম্যাপেল পাতা কয়েকটি আইকন আইটেম একটি দেশের অনেকটাই প্রতিনিধিত্ব করে। আর বইটি প্রকাশ করেছেন বেহুলা বাংলা প্রকাশন।
সুন্দর একটি বিকাল কাটলো লেখকদের মাঝে। শুধু কথা বলা দেখা-সাক্ষাৎ ছিল না, ছিল খাওয়া-দাওয়ার আয়োজনও।
মাদার ডে এর কিছুটা সময় বাচ্চাদের কাছ থেকে চেয়ে নিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ লেখালেখির সাথেও কিছুটা সময় সেদিন কাটাতে হলো। এবং ভালো লাগলো অনেক নতুন, প্রবীণ,নবীন লেখকদের সাথে সে অনুষ্ঠানে পরিচয় হয়ে। সাথে যারা লেখাকে উৎসাহিত করেন তেমন কিছু মানুষদের সাথে নতুন করে পরিচয় হলো আর অনেক অনেক পরিচিত মানুষের সাথে দেখা হওয়াটাও ছিল আরো আনন্দের একটা বিষয়।
মন ভালো করা ঝকঝকে বইটি নিয়ে বাড়ি ফিরলাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৫ ভোর ৪:৩০

কামাল১৮ বলেছেন: সুন্দর একটি আয়োজন।ব্লগের অন্য কেউ কি ছিলো অনুষ্ঠানে।

২| ১৭ ই মে, ২০২৫ ভোর ৫:১৮

যামিনী সুধা বলেছেন:




আপনি কিসের উপর লিখেছেন?

৩| ১৭ ই মে, ২০২৫ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ভালো। প্রবাসে এরকম অনুষ্ঠান হওয়া ভালো। এরকম অনুষ্ঠান আসলে এক ধরনের বাঙ্গালীর মিলন মেলা।

৪| ১৭ ই মে, ২০২৫ সকাল ৯:৫৪

অপু তানভীর বলেছেন: বইটার রকমারি লিংক যুক্ত করে দিন। তাহলে ব্লগাররাও মন চাইলে পড়তে পারবে। আমি রকমারিতে খোজ করে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.