নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্রসন্ন

সপ্রসন্ন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: পাতাবাহার ও প্রজাপতির ডানা

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

অসংখ্য পাতা আর সেগুলোর ছোট্ট জমিন। জমিনের পুরোটা ঘন লাল। আর তাতে আলোর ফুটকির মতন বিন্যস্ত শত শত হলুদ বিন্দু। এই হল এক রূপসী পাতাবাহারের পত্ররূপ

বাগানে অনেক গাছ। সেসব গাছের রঙ প্রধানত সবুজ। তাই এই বাগানের একমাত্র ও বৈশিষ্ট্যময় গাছটি পাতাবাহার। সুতরাং তার আনন্দের সীমা নেই। সবার চেয়ে সে আলাদা, ব্যাপারটা তাকে পুলকিত করে।

কিন্তু আনন্দের অপর পিঠেই থাকে দুঃখ। রূপসী পাতাবাহার এর মনে সুখ নেই। তার আফসোস, কেন তার ফুল হয় না? তাই তাকে চুমু খেয়ে যায় না কোন পাখি!
আবার কখনো তার আফসোস হয়, ফুল যেহেতু নেই তাহলে সৃষ্টিকর্তা তাকে স্থির রাখলো, বাড়িয়ে দিল দু:খ? সে যদি প্রজাপতি হত, তাহলে অন্তত উড়ে বেড়াত বনেবাদাড়ে!

তারপর একদিন আসে।

ওহ! কে এল উড়ে উড়ে? পাতাবাহার জানে, তার কোন ফুল নেই। তবু অবাক হয়ে দেখে, তার দিকেই উড়ে এল একটা উড়ুক্কু প্রজাপতি!
আহা! প্রজাপতিটা কি তার মিতা? কিংবা তার পরজন্মের প্রতিরূপ? অবিকল যে তার পাতার মতন ডানা!

পাতাবাহার মুগ্ধ হয়ে চেয়ে থাকে। এক অপার্থিব মুহূর্ত তাকে সম্মোহিত করে রাখে।
কাছে এসো রঙিন ডানা! সে ডাকে।

লাল ডানায় হলুদ বর্ণচ্ছটা নিয়ে প্রজাপতিটা উড়ে আসে। বসে পাতাবাহার এর পাতায় পাতায়। আলতো স্পর্শে তাকে ছুঁয়ে দিয়ে যায়। পাতায় বসে থেকে মৃদুছন্দে ডানা নাড়ায়। তাদের আলাদা করা বড় মুশকিল হয়।

প্রজাপতির মঙ্গলস্পর্শে রূপসী পাতাবাহার এর আফসোস দূর হয়। জন্মান্তরে সে হয়তো জন্মাবে এরকম অনুরূপ পাখা নিয়ে। এক চঞ্চল প্রজাপতি হয়ে। তার বর্ণিল পাতা তখন হবে বর্ণাঢ্য পাখা!

পাতাবাহার আনন্দে দিন গুনে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

সুমন কর বলেছেন: ক্যাবিক বর্ণনা। পড়তে ভালো লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

সপ্রসন্ন বলেছেন: অনুপ্রেরণা পেলাম। অসংখ্য ধন্যবাদ দাদা। :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১

মুসাফির নামা বলেছেন: দারুণ কাব্যিক বর্ণনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

সপ্রসন্ন বলেছেন: অনেক ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.