![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
ফটিকছড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ হেফাজত আমির আহমদ শফী পরিচালিত হাটহাজারী মাদরাসার এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট বাজারের উত্তরে হাসপাতাল রাস্তার মাথার জনৈক ইদ্রিস ভবনের ২য় তলায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো- মাহবুবুর রহমান প্রকাশ বাদশা (১৯), রিনা আক্তার (২৫), তার ছোট বোন লিজা আক্তার (১৭) ও পপি বেগম (১৮)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ইদ্রিস ভবনের ২য় তলায় অভিযান চালানো হয়। এসময় হাটহাজারী বড় মাদরাসার হেদায়া আউলের ছাত্র মাহবুবুর রহমান প্রকাশ বাদশা (ফরম নং- ৫৩০৫), রিনা আক্তার, লিজা আক্তার ও পপি বেগমকে আটক করা হয়।
থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদরাসা ছাত্র স্বীকার করে জানান, তিনি গতকাল রোববার রাতে ওই বাসায় আসেন এবং রিনা আক্তারকে মিথ্যা স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রিযাপন করেন।
এদিকে তাদের সঙ্গে থাকা নোটারি পাবলিকের কাগজপত্র মিথ্যা প্রমাণিত হওয়ায় তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘তারা দীর্ঘদিন যাবৎ ওই ভবনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা প্রক্রিয়াধীন।’
আটক মাদ্রাসা ছাত্র ঝালকাঠি জেলার নলছিটি থানার মোল্লারহাট বাহাদুরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
সূত্র ঃ বাংলামেইল২৪ডটকম
০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৫
সত্য সাহা বলেছেন: ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুহরাওয়ার্দী উদ্দ্যানের মাগি ব্যাবসা নিয়ন্ত্রন করে, তাদের জন্য তো এটা পান্তাভাত।
২| ০৬ ই মে, ২০১৪ রাত ৯:৪২
দুরদেশী বালক বলেছেন: ছাগল নিয়ে ধরা পড়ে নাই।
৩| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ রাত ৯:৪২
মাইরালা বলেছেন: ব্যাস আল্লামা শফির মাদারার বিরুদ্ধে একখান সংবাদ পেয়েই কপি মেরে দিলেন। এবার ছাত্র লীগের কাম কাজ নিয়ে কাজ কিছু বলেন। সেখানে তেতুলের রেট কত বা কি রকম আছে অভিজ্ঞতা থেকে জানান কিছু।