![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
যেই কালের কণ্ঠ জামাতের কয়েকশত লোককে গুলি করে মারলেও বলে "আত্মঘাতী হামলায় জামাতের একশ নেতা নিহত!!"
সেই কালের কণ্ঠ ই কিনা জামায়াতে ইসলামী হিন্দের নিউজ পাবলিশ করে!!
ভারতে জামাত জীবনেও কখন আসন পায়নি। এবার প্রার্থী দিয়েছে মাত্র ৩৮ আসনে। তাহলে রহস্য কি?
প্রথমে একটু টাস্কিত হলেও হলেও পরে বুঝতে পারলাম বিষয়টা।
নিউজটা কি ?? নিউজটা হল ভারতে কোন আসনে কাকে সমর্থন দিয়েছে জামায়াত সেটার বর্ণনা।
সংবাদে আছে "রায়বেরেলি আসনে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে সমর্থন দিয়েছে তারা। আর গোন্দা আসনে জামায়াতের সমর্থন পেয়েছে কংগ্রেস প্রার্থী আহমেদ দুম্পি"
আহা! কংগ্রেসকে সাপোর্ট দিয়েছে জামায়াত! এ ত মহা খুশির সংবাদ 'র' পরিচালিত পত্রিকাদের জন্য।
আবার কোন আসনেই বিজেপিকে সাপোর্ট দেয় নি জামায়াত।
সংবাদে কালের কণ্ঠ লিখেছে, "ভারতীয় বিশ্লেষকরা বলছেন, 'মুসলমানবিদ্বেষী' মনোভাবের কারণে সংগঠনটির সমর্থন পাননি নরেন্দ্র মোদি"
কথা সবই সঠিক কিন্তু এই সংবাদের রহস্য হলঃ
১। কংগ্রেসকে সমর্থন দেয়া মানে আওয়ামীলিগকে সমর্থন দেয়া। সুতরং বাংলাদেশের জামায়াত তোমরা দ্রুত আওয়ামীলীগের সাথে আঁতাত কর।
২। ভারতীয় জামায়াত যেমন বিজেপিকে পরিহার করেছে বাংলাদেশেও বিএনপিকে তোমরা পরিহার কর।
আহা ! কি আনন্দ আকাশে বাতাসে!!! বাকশাল আরও মজবুত কর।
বিএনপি নামক কোমর ভাংগা দল ধীরে ধীরে এরশাদ হয়ে যাক। শফি হুজুরের ন্যায় যদি জামায়াতও আম্লীগের সাথে আঁতাত করে তা হবে সত্যিই সেকুলাস!!!
আর সবকিছু পেরিয়ে জামায়াতের পূর্ণ উত্থানের আশঙ্কা তো আছেই
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪২
সত্য সাহা বলেছেন: হ শুধু বিশেষ মহলকে তেল মারলেই আপনার ভাল লাগবে।
বলেন তো লেখার কোথায় কোথায় ভুল আছে??
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: আপনার আসল নামে বা ভিন্ন নিকে যত ইচ্ছা ব্লগিং করুন তাতে কোন আপত্তি নেই! কিন্তু আপনি একটা হিন্দু নামে/নিকে কেন এই সব ধর্মীয় লেখা গুলো পোষ্ট করছেন? আপনি কি দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চান?
আশাকরি ব্লগ কর্ত্রীপক্ষ বিষয়টা দেখবেন !
৩| ১০ ই মে, ২০১৪ রাত ১২:০৬
সামুস কিং বলেছেন:
@সুকান্ত কুমার সাহা
উনি মনে হয় রিভার্স খেলছেন !!
তাই না সত্য সাহা??
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: @সত্য সাহা, আপনি কি উদ্দেশ্যে ভুয়া নাম দিয়ে এই নিকটা চালাচ্ছেন? বলবেন কি?
আমি আপনার পোস্ট গুলো পড়ে এটা বুঝতে পারছি যে, আপনি একটা ভয়ঙ্কর খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন!