![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
নথিগুলো গত বছরের ১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গেপ্তারের দিন সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শিবির বিতাড়িত হয়ার পর শিবির নেতাদের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, এটা শুধুমাত্র শাবিপ্রবি ক্যাম্পাসের একটি বিল্ডিং এর রিপোর্ট যেখানে কম্পুঊটার ইঞ্জি, ফিজিক্স এসব আছে।
এবার দেখেন আসল কাহিনী!!
কি বুঝলেন??? সুদিপ্ত কি মুসলিম??? এটা নিশ্চয়ই শিবিরের হিন্দু শাখা!!!
২| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৩
একজন ঘূণপোকা বলেছেন:
এইডাইতো ভালা হইতাছে, কেউ আর শিবিরে সাম্প্রদায়িক দল কইতে পারব না।
আর ছেলেগুলো যদি ইচ্ছা করে শিবিরে যেয়ে থাকে, তবে তা আমাদের অন্যান্য রাজনৈতিক দলের জন্য লজ্জাকর একটি ব্যাপার। হয়ত শিবিরকেই তাদের অন্যান্য রাজনৈতিক দল থেকে বেশি ভালো মনে হয়েছে।
এইবার কন তো, এত ডিটেইলস প্রমাণ পাতি আপনি কেমনে পেলেন??
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৯
সত্য সাহা বলেছেন: উইকিলিক্সে পাইছি ! হা হা হা
৩| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৭
আইন যতো আইন বলেছেন: আপনি ভাল কাজ করছেন---শিবির যে কী করে আকাম-কুকাম নাকি ভাল কাম তা তুলে ধরে। আর তারা কি হিন্দুবিদ্বেষী নাকি যে হিন্দুদের থেকে সমর্থক বন্ধু থাকতে নেই?
এমন কথা কোন আইনে আছে এবং আপনার পোস্টের সমর্থনে এমন আইনী দলীল চাই যে, আপনি বেইনী কথা লিখছেন না বা সঠিক লিখছেন??
যারা ভারসিটিসহ দেশে টেণ্ডারবাজী-আকাম-কুকামের মুল্লুক বসিয়েছে--তাদের বিরুদ্ধে না লিখে আপনি কী জিনিস তাও সবাইকে জানিয়ে হাসির পাত্র কি হচ্ছেন না?
বিবেকের পথে আসুন ভাল থাকুন
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৮
সত্য সাহা বলেছেন: ভাই কোন পোস্টে আছেন? বেতন কত? আমিও যোগ দিমু , আপনার নাম্বারটা দেন।
৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৯
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: বুঝাাই যাইতেছে লেখক এই পোষ্ট দেওয়ার আগে গায়ে গু মাইখা নিছিলো!!!
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৫
সত্য সাহা বলেছেন: আপনে যে ইদুরের বাচ্চা তা তো আপনার ছবি খানা দেইখাই বোঝা যাইতাছে @ মিস্টার ইন্দুর
৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২৬
ভুয়া প্রেমিক বলেছেন: শিবির তো দেখলাম আওয়ামীলীগে যোগ দিচ্ছে। তাদের ফুলের মালা দিয়ে বরন করা হচ্ছে। ভন্ডামি আর কত
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...!! আপনি কোন ব্যাচের আমি জানি না। ফিসিক্স ১২ তম ব্যাচের টুটুল চৌধুরী...নামে একজন খ্রীষ্টান ছেলে ছিল। দ্বিতীয় ছাত্রহলে থাকতো। টুটুল কে শিবির অনেক হয়রানি করছে। ! বেচারা অনেক ঝামেলা পোহাইছে এএই শিবির নাম কুলাঙ্গারদের জন্য।
হিন্দু মুসলিম বিষয় না। ওদের বিষয় রাজনীতি করা।
...............
যদি ভুল না করি, এই তারিকায় , প্রথম সারি দৈনিকের ক্যাম্পাসের প্রতিনিধির নাম ছিল।।।। সেই কপি কি আপনার কাছে আছে!!!
থাকলে একটু পোস্ট দিয়েন....!!!
ধন্যবাদ...