![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
বৃহস্পতিবার গণির বিয়ে। বিয়ের আগের দিন বুধবার বিকালে ফেনী শহর থেকে গুমের শিকার হলেন গণি।
পরিবার সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম দত্তসার ফরায়েজী বাড়ীর আব্দুল গফুরের ছেলে ওসমান গণির সাথে ধর্মপুরের সায়েদী মোল্লা বাড়ীর রফিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ খালেদা আক্তারের বিয়ের দিন ধার্য হয় বৃহস্পতিবার। বিয়ের সব আয়োজন শেষ।
কিন্তু হঠাৎ করেই উভয় পরিবারের বিয়ের আনন্দ শোকে পরিণত হয়। বিয়ের কেনাকাটা করার জন্যে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ ওসমান গণি(৩১) সিএনজিযোগে মোহাম্মদ আলী বাজার হতে ফেনীতে আসেন। আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা ট্রাংক রোড থেকে গণিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার দুই দিনেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্ধেগ-উৎকন্ঠের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি ফুলগাজী উপজেলার জি.এম হাটের একটি জামে মসজিদে ইমামতি করতেন। এ ঘটনায় গণির ভাই আব্দুল কাইয়ুম বুধবার রাতে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ফেনী মডেল থানার ওসি মোঃ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গণিকে উদ্ধারের জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।
সুত্রঃ নয়া দিগন্ত
আমি গুম্প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কিছু বলিয়া গুম হইবার চাই না!!!!!!!!!
একটা গুমের বদলে, দশটা গুম ফেলা হবে!!
আমার কথা নয় একজনের ডায়লগ।
০৯ ই মে, ২০১৪ রাত ১২:০৪
সত্য সাহা বলেছেন: আমি কারও বিরোধী নই। আপনারা তো ভাবেন শিবির বিরোধী মানেই আম্লীগ। আম্লীগ তো আরও খারাপ আর বিম্পি তো হিজলা।
আমি সত্যের পক্ষে।
ভাল কাজের প্রশংসা আর খারাপ কাজের নিন্দা সবারই করা উচিৎ।
ব্যাপারটা ভাবুন , শিবিরের বিরুদ্ধে এত প্রচার-অপপ্রচার চালিয়েও আমরা তাদের কেন দমাতে পারছি না????
আমরা বলি শিবির খারাপ কিন্তু বলতে পারিনা ছাত্রলীগ বা ছাত্রদল ভাল। আর বাম দলগুলো তো দুই জনে মিলে ৩ দল।
এবার ভাবুন! আমাদের কি করা উচিৎ??
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৪
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: বুঝলাম না আপনি কি শিবির বিরোধি নাই সমর্থনকারী!!