নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সাহা

স্বাধীনতা আমার শক্তি। ৭১ আমার চেতনা।

সত্য সাহা

আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।

সত্য সাহা › বিস্তারিত পোস্টঃ

বিজেপির বিজয়ে দিশেহারা হাসিনা..! DGFI এর সদর দপ্তরে জরুরি সফর..!!

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ইন্ডিয়ান ইলেকশনের পুর্বাভাস পেয়েই শেখ হাসিনা চলে গেলেন DGFI এর সদর দপ্তরে ।

এটা কোন রুটিন ভিজীট বলে মনে হচ্ছে না ।। তাদের ভাতা ৩০% বাড়ানোর ঘসোনা দিলেন ! নতুন চ্যালেঞ্জ নেবার জন্য প্রস্তুত হতে বললেন !

স্পষ্টত আওয়ামীলীগের মূল স্তম্ভ কংগ্যেস এর পতনে Dgfi এর ভেঙে পড়া মনোবল ঠিক রাখতে এবং তাদের চাঙ্গা রেখে বাংলাদেশের ক্ষমতার লাগাম ধরে রাখতেই এই পদক্ষেপ ।



আমার তো কোন মন্তব্য করার ভাষা নেই। পরগাছার গাছ ই যদি মরে যায় তাহলে তো পরগাছার বিপদ আসন্নই !



কিন্তু অবাক করার বিষয় হল বিম্পির সাথে সাথে দাঙ্গাবাজ মোদীকে অভিনন্দন জানিয়েছে জামায়াত ও !!!!



এখন জমায়াত কি বলবে??? ক্ষমতা না জনতা? নাকি ইসলাম??





সবই ক্ষমতার ভেল্কিবাজি।



আমরা জনতা জনতাই রয়ে গেলাম। আমরা শাহবাগেও লাথি খাই আবার শাপলা চত্বরেও লাথি খাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

বোধহীন স্বপ্ন বলেছেন: চোরে চোরে মাস্তুতো ভাই সাজার চেষ্টা মনে হয়।

২| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: একটা ধর্মীয় উম্মাদকে ভারতীয় জনগণ প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল!

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

সত্য সাহা বলেছেন: মোদীর জন্য লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

কারন, ভারতের মতো একটা দেশকে ধ্বংস করতে হলে মোদীর মতো একটা উগ্রপন্থী ছাগল ই যথেষ্ট...

৩| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

পংবাড়ী বলেছেন: ইডিওটিক কয়েক লাইন লিখলেন?

৪| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

মিতক্ষরা বলেছেন: কংগ্রেস গেলে কি হবে? ডিজিএফআই আছে না। ২০০৮ এর নির্বাচনেও এই ডিজিএফআই তো ছিল ছত্রছায়া।

৫| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মিতক্ষরা বলেছেন: মোদির বিজয়ে হাসিনা খালেদা জামাত সবাই অভিনন্দন জানিয়েছে। জনগন ভোট দিয়েছে, তাই আসল বিজয়ী সে দেশের জনগন। মোদিকে অভিনন্দন জানানো মানে সে দেশের জনগনকে অভিনন্দন জানানো। এইটা তো আর ৫ই জানুয়ারীর নির্বাচন নয়।

৬| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মিতক্ষরা বলেছেন: মোদির বিজয়ে হাসিনা খালেদা জামাত সবাই অভিনন্দন জানিয়েছে। জনগন ভোট দিয়েছে, তাই আসল বিজয়ী সে দেশের জনগন। মোদিকে অভিনন্দন জানানো মানে সে দেশের জনগনকে অভিনন্দন জানানো। এইটা তো আর ৫ই জানুয়ারীর নির্বাচন নয়।

৭| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:১০

সাইবার অভিযত্রী বলেছেন: এখন জমায়াত কি বলবে??? ক্ষমতা না জনতা? নাকি ইসলাম??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.